ডেনিস রিচি

ডেনিস ম্যাকএলিস্টেয়ার রিচি (জন্ম সেপ্টেম্বর ৯, ১৯৪১ - মৃত্যু অক্টোবর ৮, ২০১১)[১][২][৩][৪]

ডেনিস ম্যাকএলিস্টেয়ার রিচি
ডেনিস রিচি, ১৯৯৯
জন্ম(১৯৪১-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯৪১
ব্রনস্সভিল, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু১২ অক্টোবর ২০১১(2011-10-12) (বয়স ৭০)
বার্কলে হাইডস, নিউ জার্সিত, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণALTRAN
বি
বিসিপিএল
সি
Multics
ইউনিক্স
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৮৩
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯৮
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহলুসেন্ট প্রযুক্তি
বেল ল্যাব্‌স
কেন টমসনের সাথে ডেনিস রিচি (ডানে)

একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। নামের তিনটি অংশের আদ্যক্ষর নিয়ে তিনি dmr নামে পরিচিত ছিলেন। কম্পিউটার প্রোগ্রামিং‌-এর জনপ্রিয় সি প্রোগ্রামিং ভাষার স্রষ্টা হিসাবে তার খ্যাতি। এছাড়া অন্যান্য প্রোগ্রামিং ভাষা এবং ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরিতেও তার অবদান রয়েছে। ১৯৮৩ সালে এসিএম থেকে তিনি টুরিং পুরস্কার, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) প্রবর্তিত আইইই রিসার্চ ডব্লিউ হামিং পদক লাভ করেন এবং ১৯৯৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি বিল ক্লিনটনের থেকে আমেরিকার জাতীয় প্রযুক্তি পদক (National Medal of Technology) গ্রহণ করেন। ২০০৭ সালে অবসর গ্রহণের আগে তিনি লুসেন্ট টেকনোলজিস সিস্টেমের সফটওয়্যার গবেষণা বিভাগের প্রধান ছিলেন। বেল ল্যাব্‌স এ কর্মরত অবস্থায় তিনি সি ভাষাটি তৈরি করেন। এছাড়া তিনি কেন টমসনের সাথে ইউনিক্স অপারেটিং সিস্টেমের প্রাথমিক ডিজাইনে অংশ নেন।

ব্যক্তি জীবন

ব্রনস্সভিল, নিউইয়র্কে রিচির জন্ম। তার পিতা, এলিস্টেয়ার ই. রিচি বেল ল্যাবের একজন বিজ্ঞানী এবং সুইচিং সার্কিট তত্ত্বের বই "The Design of Switching Circuits"-এর সহ লেখক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানফলিত গণিতে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন এবং এরপর ১৯৬৭ সালে তিনি বেল ল্যাবে যোগ দেন। ১৯৬৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে প্যট্রিক সি ফিশারের তত্ত্বাবধায়নে পিএইচডি ডিগ্রী লাভ করেন।[৫]

Ritchie enjoying conversation in a chalet in the mountains surrounding Salt Lake City at the 1984 Usenix conference.

সি এবং ইউনিক্স

সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবক এবং ইউনিক্স অপারেটিং সিস্টেমের শুরুর দিকের গুরুত্বপূর্ণ অবদানকারীদের অন্যতম ডেনিস রিচি। তবে, রিচির সবচেয়ে বেশি পরিচিতি সি প্রোগ্রামিং ভাষার ওপর রচিত প্রামান্য পুস্তক The C Programming Language –এর সহ লেখক হিসেবে। এই বই-এর লেখকদ্বয় কার্নিংহাম এবং রিচি তাদের নামের আদ্যাক্ষর K&R হিসেবেই বেশি পরিচিত।

সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন এবং কেন থম্পসনের সঙ্গে ইউনিক্সের উন্নয়নে তার অবদান রিচিকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের অগ্রনায়ক হিসেবে চিহ্নিত করেছে। এপ্লিকেশন ও অপারেটিং সিস্টেম এবং এমবেডেড সিস্টেম উন্নয়নে ব্যবহার হওয়ার পাশাপাশি সি প্রোগ্রামিং ভাষা অন্যান্য প্রোগ্রামিং ভাষাকেও প্রবলভাবে প্রভাবিত করেছে। একই ভাবে আধুনিক কম্পিউটিং-এর বিকাশে ইউনিক্স সিস্টেমের অবদান অস্বীকার্য।

সি প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন ও ইউনিক্সের উন্নয়নে অবদানের জন্য রিচি ১৯৮৮ সালে আমেরিকার ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিং-এ নির্বাচিত হোন।[৬]

পুরস্কার

টুরিং পুরস্কার

১৯৮৩ সালে রিচি এবং থম্পসন যৌথভাবে টুরিং পুরস্কার লাভ করেন। তাদেরকে "প্রমানী অপারেটিং সিস্টেমের তত্ত্ব বিশেষ করে ইউনিক্সে তা প্রয়োগ করার কারণে" এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। পুরস্কার প্রাপ্তিতে রিচি “রিফ্লেকশন অন সফটওয়্যার রিসার্চ (Reflections on Software Research)” নামে বক্তৃতা দেন।[৭]

আইইই রিসার্চ ডব্লিউ হামিং পদক

সি প্রোগ্রামিং ভাষা ও ইউনিক্সে অবদানের জন্য ১৯৯০ সালে থম্পসন ও রিচি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইই) প্রবর্তিত আইইই রিসার্চ ডব্লিউ হামিং পদক লাভ করেন।[৮]

জাতীয় প্রযুক্তি পদক

খম্পসন ও রিচি ১৯৯৮ সালে আমেরিকার জাতীয় প্রযুক্তি পদকের (National Medal of Technology) জন্য নির্বাচিত হোন। ১৯৯৯ সালের ২১ এপ্রিল আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাদের হাতে পদক তুলে দেন। সি প্রোগ্রামিং ভাষা এবং উইনিক্স অপারেটিং সিস্টেম উদ্ভাবনের স্বীকৃতীস্বরূপ তাদের এই সম্মানে ভুষিত করা হয়। এই উদ্ভাবনের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, এবং সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রসমূহে বিশেষ অগ্রগতি লাভ করা সম্ভব হয় এবং এর মাধ্যমে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিতে থাকে।[৯][১০]

জাপান পুরস্কার

ইউনিক্স অপারেটিং সিস্টেম উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের জন্য ২০১১ সালে রিচি ও থম্পসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জাপান পুরস্কার লাভ করেন।[১১]

মৃত্যু

ডেনিস রিচি ১২ অক্টোবর, ২০১১ তারিখে, ৭০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বার্কলে হার্ডস, নিউ জার্সিতে তার নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এখানে তিনি একা বসবাস করতেন।[১] রব পিকে নামে তার সহকর্মী সর্বপ্রথম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।[২][৩] কিন্তু তার মৃত্যুর সঠিক সময় বা কারণ কোনোটিই প্রকাশ করা হয়নি।[১২] বিগত বেশ কয়েক বছর থেকেই তিনি প্রোস্টেট ক্যান্সার এবং হৃদরোগের চিকিৎসা নিচ্ছিলেন।[১][২][১৩][১৪] স্টিভ জবসের থেকে এক সপ্তাহ পরে তিনি মৃত্যুবরণ করেন, এর ফলে তার মৃত্যুর সংবাদটি প্রচারমাধ্যমগুলোতে স্বল্প পরিসরে প্রচার পেয়েছে। [১৫][১৬]

গ্রন্থপঞ্জি

দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রথম সংস্করণ
  • দ্যা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ (১৯৭৮-এ ব্রায়েন কার্নংহাম এর সাথে; বিস্তারিত K&R)
  • উইনিক্স প্রোগ্রামার্স ম্যানুয়াল (১৯৭১)

উক্তি

  • "I am not now, nor have I ever been, a member of the demigodic party."[১৭]
  • "Usenet is a strange place."[১৮]
  • "UNIX is very simple, it just needs a genius to understand its simplicity."[১৯]
  • "C is quirky, flawed, and an enormous success."[২০]
  • "ইউনিক্স খুবই সহজ তবে এর সরলতা বুঝতে প্রতিভা দরকার"[২১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী