ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংরেজ ক্রিকেট ক্লাব

ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব (ইংরেজি: Derbyshire County Cricket Club) ইংল্যান্ড ও ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবগুলোর অন্যতম। ঐতিহাসিক কাউন্টি ডার্বিশায়ারের প্রতিনিধিত্বকারী দল এটি। ডার্বি ক্যাথেডালে অবস্থানকারী জনপ্রিয় পাখী পেরেগ্রিন ফ্যালকনের পরিচিতি ঘটাতে সীমিত ওভারের খেলায় দলটিকে ডার্বিশায়ার ফ্যালকন্স নামে ডাকা হয়। ২০০৫ সালের পূর্ব-পর্যন্ত ডার্বিশায়ার স্কর্পিয়ন্স ও ২০১০ সালের পূর্ব-পর্যন্ত ফ্যান্টমস নামে দলটিকে ডাকা হতো।[১]

ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামডার্বিশায়ার ফ্যালকন্স
টোয়েন্টি২০ নামডার্বিশায়ার ফ্যালকন্স
কর্মীবৃন্দ
অধিনায়কএফসি/এলএ
বিলি গডেলম্যান
টি২০
নির্ধারিত হয়নি
কোচক্রিকেট প্রধান
ডেভ হটন
টুয়েন্টি২০ কোচ
ডমিনিক কর্ক
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৭০
স্বাগতিক মাঠকাউন্টি ক্রিকেট গ্রাউন্ড
ধারণক্ষমতা৪,৯৯৯
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকল্যাঙ্কাশায়ার
১৮৭১ সালে
ওল্ড ট্রাফোর্ড
চ্যাম্পিয়নশীপ প্রথম বিভাগ জয়
চ্যাম্পিয়নশীপ দ্বিতীয় বিভাগ জয়
প্রো৪০ জয়
এফপি ট্রফি জয়
বিএন্ডএইচ কাপ জয়
দাপ্তরিক ওয়েবসাইটwww.derbyshireccc.com

First-class

ওডিআই কিট

টি২০আই কিট

১৮৭০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ১৮৭১ সালে ক্লাবটি তাদের প্রথম খেলায় অংশ নেয়। এরপর থেকে ১৮৮৭ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর মর্যাদার অধিকারী ছিল। দূর্বল ক্রীড়াশৈলী ও কয়েক মৌসুমে প্রয়োজনীয় খেলার আয়োজন না করায় সাত মৌসুম ডার্বিশায়ার দলটি প্রথম-শ্রেণীর মর্যাদা হারায়। ১৮৯৫ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপে দলটিকে অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়।[২] এছাড়াও, ১৯৬৩ সালে সীমিত ওভারের ক্রিকেট আয়োজনকালে ডার্বিশায়ার দলকে লিস্ট এ দল হিসেবে শ্রেণীভূক্ত করা হয়।[৩] ২০০৩ সাল থেকে জ্যেষ্ঠ টুয়েন্টি২০ দল হিসেবে পরিগণিত হয়।[৪]

সাম্প্রতিক বছরগুলোয় ক্লাবটির খেলায় রেকর্ডসংখ্যক দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২০১৭ সালে নিজেদের মাঠে অনুষ্ঠিত টুয়েন্টি২০ ক্রিকেটের এক খেলায় ২৪,০০০-এর অধিক দর্শক সমাগম ঘটে। চেস্টারফিল্ডে স্থানীয় ডার্বি বনাম ইয়র্কশায়ারের মধ্যকার খেলায় এখন নিয়মিতভাবে অগ্রিম টিকেট বিক্রয় হচ্ছে।

কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে ক্লাবের অবস্থান। পূর্বে ডার্বি শহরে এটি রেসকোর্স গ্রাউন্ড নামে পরিচিত ছিল। ২০০৬ সালে আট বছরের মধ্যে প্রথমবারের মতো চেস্টারফিল্ডের কুইন্স পার্কে কাউন্টি ক্রিকেট খেলা প্রত্যাবর্তন করে। কাউন্টি চ্যাম্পিয়নশীপের খেলায় ওরচেস্টারশায়ার এবং ওয়ান-ডে লীগে সারের বিপক্ষে খেলা আয়োজিত হয়। অতীতে অনুষ্ঠিত অন্যান্য প্রথম-শ্রেণীর ক্রিকেট মাঠের মধ্যে বাক্সটন, চেস্টারফিল্ডের সল্টারগেট, হিনর, ইল্কস্টন, ব্ল্যাকওয়েল, শেফিল্ডের অ্যাবিডেল পার্ক, উইর্কসওয়ার্থ ও বার্টন আপোন ট্রেন্ট অন্যতম। একদিনের খেলাগুলো ডার্লি ডেল, রেপটন স্কুল, ট্রেন্ট কলেজ, স্টাফোর্ডশায়ারের লীক ও নাইপার্সলি অন্যতম।

সম্মাননা

দ্বিতীয় বিভাগ (১) – ২০১২

ইতিহাস

অষ্টাদশ শতকের পূর্ব-পর্যন্ত ডার্বিশায়ারে ক্রিকেট খেলার প্রচলন ঘটেনি বলে জানা যায়। শুরুরদিকের উৎসমূলে দেখা যায় যে, সেপ্টেম্বর, ১৯৫৭ সালে চেস্টারফিল্ডের কাছাকাছি এলাকা ব্রাম্পটনমুরে উইর্কওয়ার্থ বনাম শেফিল্ড ক্রিকেট ক্লাবের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হয়েছিল।

৪ নভেম্বর, ১৮৭০ তারিখে ডার্বির গিল্ডহলে ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গঠনের বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। নিখিল-ইংল্যান্ডের পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণকারী চেস্টারফিল্ডের আর্ল ক্লাবের প্রথম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জি. এইচ. স্ট্রাট সহকারী প্রেসিডেন্ট ও গত তিন বছর ধরে ক্লাবের গঠনের বিষয়ে উদ্যোগী ওয়াল্টার বডেন সম্পাদক মনোনীত হন। পরের বছর চেস্টারফিল্ডের মৃত্যুর পর উইলিয়াম জার্ভিস প্রেসিডেন্ট হন।[৫]

১৮৭১ সালে ডার্বিশায়ার তাদের উদ্বোধনী মৌসুমের ক্রিকেট খেলায় অংশ নেয়। ২৬ ও ২৭ মে, ১৮৭১ তারিখে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ক্লাবটি তাদের প্রথম-শ্রেণীর খেলায় অবতীর্ণ হয়েছিল। এরপর তৎকালীন অনানুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপে যোগ দেয়।

মাঠ

নিম্নের ছকে ডার্বিশায়ার দল প্রথম-শ্রেণীর ক্রিকেট, লিস্ট এ কিংবা টুয়েন্টি২০ খেলা আয়োজন করেছে:

১৮৭১ সাল থেকে ডার্বির কাউন্টি গ্রাউন্ডে ডার্বিশায়ারের নিয়মিত খেলা আয়োজন করা হচ্ছে।
চেস্টারফিল্ডের কুইন্স পার্কে ডার্বিশায়ারের অধিকাংশ খেলা অনুষ্ঠিত হয়েছে।
মাঠের নামঅবস্থানসালএফসি
খেলা
এলএ
খেলা
টি২০
খেলা
মোট
অ্যাবিডেল পার্কশেফিল্ড১৯৪৬-১৯৪৭
বাস ওয়ার্থিংটন গ্রাউন্ডবার্টন আপোন ট্রেন্ট১৯৭৫–১৯৭৬
বার্টন-অন-ট্রেন্ট গ্রাউন্ডবার্টন আপোন ট্রেন্ট১৯১৪-১৯৩৭১৩১৩
কাউন্টি গ্রাউন্ডডার্বি১৮৭১–বর্তমান৭২১২৯৩২৩১০৩৭
ডার্বি রোড গ্রাউন্ডউইর্কসওয়ার্থ১৮৭৪
হাইফিল্ডলিক১৯৮৬–বর্তমান
ইন্ড কুপ গ্রাউন্ডবার্টন আপোন ট্রেন্ট১৯৩৮–১৯৮০৩৮৪৩
মাইনার্স ওয়েলফেয়ার গ্রাউন্ডব্ল্যাকওয়েল১৯০৯-১৯১৩
নর্থ রোড গ্রাউন্ডগ্লোসপ১৮৯৯-১৯১০১৪১৪
পার্ক রোড গ্রাউন্ডবাক্সটন১৯২৩–১৯৮৬৪৫৫৪
কুইন্স পার্কচেস্টারফিল্ড১৮৯৮–বর্তমান৩৯৬৮২৪৮০
রিক্রিয়েশন গ্রাউন্ডলং ইটন১৮৮৭
রেপটন স্কুল গ্রাউন্ডরেপটন১৯৮৮
রাটল্যান্ড রিক্রিয়েশন গ্রাউন্ডইল্কস্টন১৯২৫–১৯৯৪৯৩১৬১০৯
সল্টারগেটচেস্টারফিল্ড১৮৭৪-১৮৭৫
স্টেশন রোডডার্লি ডেল১৯৭৫
টিন রোড স্পোর্টস গ্রাউন্ডচিডল১৯৭৩–১৯৮৭
টাউন গ্রাউন্ডহিনর১৯৯১–১৯৯৩
ট্রেন্ট কলেজলং ইটন১৯৭৫–১৯৭৯
টানস্টল রোডনাইপার্সলি১৯৮৫–১৯৯০
আটোজেটার রোডচিকলি১৯৯১–১৯৯৩
উৎস: ক্রিকেটআর্কাইভ
হালনাগাদ: ২৮ ফেব্রুয়ারি, ২০১০

রেকর্ড

ডার্বিশায়ারের পক্ষে সর্বাধিক প্রথম-শ্রেণীর উইকেট
যোগ্যতা - ১০০০ উইকেট[৭]

খেলোয়াড়উইকেট
লেস জ্যাকসন১৬৭০
ক্লিফ গ্ল্যাডউইন১৫৩৬
বিলি বেস্টউইক১৪৫২
টমি মিচেল১৪১৭
ডেরেক মরগ্যান১২১৬
এডউইন স্মিথ১২০৯
বিল কপসন১০৩৩

তথ্যসূত্র

আরও দেখুন

আরও পড়ুন

  • H S Altham, A History of Cricket, Volume 1 (to 1914), George Allen & Unwin, 1962.
  • Derek Birley, A Social History of English Cricket, Aurum, 1999.
  • Rowland Bowen, Cricket: A History of its Growth and Development, Eyre & Spottiswoode, 1970.
  • Roy Webber, The Playfair Book of Cricket Records, Playfair Books, 1951.
  • Playfair Cricket Annual – various editions.
  • Wisden Cricketers' Almanack – various editions.

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী