ডক্টর ঝিভাগো (চলচ্চিত্র)

ডক্টর ঝিভাগো (ইংরেজি: Doctor Zhivago) হল ডেভিড লিন পরিচালিত ১৯৬৫ আমেরিকান-ইতালীয় বছরের মহাকাব্য রোমান্টিক নাটকচলচ্চিত্র। ১৯১৭ থেকে ১৯২২ সালে প্রথম বিশ্বযুদ্ধরুশ গৃহযুদ্ধের মাঝামাঝি সময়ের রাশিয়ার পটভূমিতে এবং বরিস পাস্তের্নাকের ১৯৫৭ সালে প্রকাশিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত। পশ্চিমা দেশগুলোতে তুমুল জনপ্রিয় হওয়া স্বত্ত্বেও বইটি কয়েক দশক সোভিয়েত ইউনিয়নে নিষিদ্ধ ছিল। ফলে ছবিটি সোভিয়েত ইউনিয়নের নির্মাণ করা যায় নি এবং এর পরিবর্তে ছবিটির বেশির ভাগ দৃশ্য স্পেনে চিত্রায়িত হয়।

ডক্টর ঝিভাগো
পরিচালকডেভিড লিন
প্রযোজককার্লো পন্টি
চিত্রনাট্যকাররবার্ট বোল্ট
উৎসবরিস পাস্তের্নাক কর্তৃক 
ডক্টর ঝিভাগো
শ্রেষ্ঠাংশে
সুরকারমরিস জের
চিত্রগ্রাহক
  • ফ্রেডি ইয়ং
সম্পাদকনরম্যান স্যাভেজ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকমেট্রো-গোল্ডউইন-মেয়ার
মুক্তি
  • ২২ ডিসেম্বর ১৯৬৫ (1965-12-22) (যুক্তরাষ্ট্র)
  • ২৬ এপ্রিল ১৯৬৬ (1966-04-26) (যুক্তরাজ্য)
  • ১০ ডিসেম্বর ১৯৬৬ (1966-12-10) (ইতালি)
  • ২৮ সেপ্টেম্বর ১৯৯৯ (1999-09-28) (যুক্তরাষ্ট্রে পুনঃমুক্তি)
স্থিতিকাল
  • ১৯৩ মিনিট[১] (১৯৬৫-এ মুক্তি)
  • ২০০ মিনিট(১৯৯২-এ পুনঃমুক্তি)
দেশ
ভাষা
  • ইংরেজি
  • রুশ
নির্মাণব্যয়$১১ মিলিয়ন
আয়$১১১.৭ মিলিয়ন[২]

এই চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেন ওমর শরিফরুশ বিপ্লব ও গৃহযুদ্ধের ফলে ইউরি ঝিভাগোর জীবনে পরিবর্তন আসে। তিনি লারা আন্টিপোভা নামে এক বিবাহিত নারীর প্রতি আকৃষ্ট হন। লারা চরিত্রে অভিনয় করেন জুলি ক্রিস্টি। ঝিভাগোর স্ত্রী টোনিয়া চরিত্রে অভিনয় করেন জেরাল্ডিন চ্যাপলিন। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন আলেক গিনেজ, রড স্টাইগার, টম কর্টনি, রাফ রিচার্ডসন, সিওভান ম্যাককেনা ও রিটা টুশিংহাম

সমসাময়িক সমালোচকেরা ছবির দৈর্ঘ্যের ব্যাপারে অভিযোগ করেন, কিন্তু প্রেমের গল্পের গভীরত্ব ও মানবীয় বিষয়বস্তুর বিষয়ে চলচ্চিত্রের গল্পের প্রশংসা করেন। সময়ের সাথে সাথে চলচ্চিত্রটির সুনাম বাড়তে থাকে। ৩৮তম একাডেমি পুরস্কারে ছবিটি ৫টি বিভাগে পুরস্কার লাভ করে: শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য, মৌলিক সুর, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা ও পোশাক পরিকল্পনা; এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালনাসহ আরও ৫টি বিভাগে মনোনয়ন লাভ করে। এছাড়া ২৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেতা - নাট্য চলচ্চিত্রসহ ৫টি বিভাগে পুরস্কার লাভ করে।

ছবিটি ১৯৯৮ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ১০০ বছর... ১০০ চলচ্চিত্র তালিকায় ৩৮তম স্থান অধিকার করে,[৩] এবং পরের বছর ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের শীর্ষ ১০০ ব্রিটিশ চলচ্চিত্র তালিকায় ২৭তম স্থান অধিকার করে।[৪]

কুশীলব

  • ওমর শরিফ - ডক্টর ইউরি আন্দ্রেইভিচ ঝিভাগো
    • তারেক শরিফ - ৮ বছর বয়সী ইউরি
  • জুলি ক্রিস্টি - লারা আন্টিপোভ
  • জেরাল্ডিন চ্যাপলিন - টোনিয়া গ্রোমেকো
  • রড স্টাইগার - ভিক্টর ইপোলিটোভিচ কোমারভ্‌স্কি
  • আলেক গিনেজ - লেফটেন্যান্ট জেনারেল ইয়েভগ্রাফ আন্দ্রেইভিচ ঝিভাগো
  • টম কর্টনি - পাভেল "পাশা" আন্টিপভ / স্ট্রালনিকভ
  • রিটা টুশিংহাম - তানিয়া কোমারভা / "তরুণী"
  • রাফ রিচার্ডসন - আলেক্সান্দ্‌র মাক্সিমোভিচ গ্রোমেকা
  • সিওভান ম্যাকেনা - আনা গ্রোমেকা
  • জেফ্রি রকল্যাণ্ড - সাশা
  • বের্নার্ড কে - কুরিল
  • ক্লাউস কিন্‌স্কি - কস্টোয়েড আমোরস্কি
  • জেরার্ড টিচি - লিবেরিউস
  • নোয়েল উইলিয়াম - রাজিন
  • জেফ্রি কিন - প্রফেসর বরিস কুর্ট
  • আন্দ্রিয়েন কোরি - অ্যামেলিয়া
  • জ্যাক ম্যাকগোরান - পেটিয়া
  • মার্ক এডেন - বাঁধের প্রকৌশলী
  • এরিক চিটি - বৃদ্ধ যোদ্ধা
  • রজার ম্যাক্সওয়েল - কর্নেল
  • উলফ ফ্রিস - দূত
  • গোয়েন নেলসন - নারী দ্বাররক্ষক
  • লুসি ওয়েস্টমোর - কাটিয়া
  • লিলি মুরাটি - ট্রেন থেকে লাফিয়ে পড়া ব্যক্তি
  • পিটার ম্যাডেন - রাজনৈতিক কর্মকর্তা

মুক্তি

ডক্টর ঝিভাগো চলচ্চিত্রটি ১৯৬৫ সালের ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ১১১.৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। মুদ্রাস্ফীতির ভিত্তিতে এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় সর্বকালের অষ্টম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[২] এছাড়া মুদ্রাস্ফীতির ভিত্তিতে এটি বিশ্বব্যাপী সর্বকালের অষ্টম শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[৫][৬] ছবিটি ১৯৬৬ সালে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৭] ২০০২ সালে এর ৩৫তম বার্ষিকী সংস্করণ ডিভিডি (দুই ডিস্ক সেট) ও ২০১০ সালে আরেকটি সংস্করণের ব্লু-রে (একটি বইসহ তিন ডিস্ক সেট) প্রকাশিত হয়।[৮]

পুরস্কার ও মনোনয়ন

পুরস্কারবিভাগমনোনীত/বিজয়ীফলাফলসূত্র
৩৮তম একাডেমি পুরস্কারশ্রেষ্ঠ শিল্প নির্দেশনাজন বক্স, টেরেন্স মার্শ; সেট: দারিও সিমিওনিবিজয়ী[৯]
শ্রেষ্ঠ চিত্রগ্রহণফ্রেডি ইয়ংবিজয়ী
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্যরবার্ট বোল্টবিজয়ী
শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনাফিলিস ডাল্টনবিজয়ী
শ্রেষ্ঠ মৌলিক সুরমরিস জেরবিজয়ী
শ্রেষ্ঠ চলচ্চিত্রকার্লো পন্টি (প্রযোজক)মনোনীত
শ্রেষ্ঠ পরিচালকডেভিড লিনমনোনীত
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাটম কর্টনিমনোনীত
শ্রেষ্ঠ চিত্রসম্পাদনানরম্যান স্যাভেজমনোনীত
শ্রেষ্ঠ শব্দগ্রহণএ.ডব্লিউ. ওয়াটকিন্স, ফ্রাঙ্কলিন মিল্টন, এমজিএম শব্দ বিভাগমনোনীত
২৩তম গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ নাট্য চলচ্চিত্রডক্টর ঝিভাগোবিজয়ী[১০]
শ্রেষ্ঠ পরিচালকডেভিড লিনবিজয়ী
শ্রেষ্ঠ অভিনেতা - নাট্য চলচ্চিত্রওমর শরিফবিজয়ী
শ্রেষ্ঠ চিত্রনাট্যরবার্ট বোল্টবিজয়ী
শ্রেষ্ঠ মৌলিক সুরমরিস জেরবিজয়ী
বর্ষসেরা নতুন তারকাজেরাল্ডিন চ্যাপলিনমনোনীত
১৯তম বাফটা পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্র, যে কোন উৎসকার্লো পন্টি, ডেভিড লিনমনোনীত[১১]
শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতারাফ রিচার্ডসনমনোনীত
শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেত্রীজুলি ক্রিস্টিমনোনীত
লরেল পুরস্কারশ্রেষ্ঠ চলচ্চিত্রডক্টর ঝিভাগোবিজয়ী
শ্রেষ্ঠ নাট্য অভিনেতাওমর শরিফ২য় স্থান
শ্রেষ্ঠ নাট্য পার্শ্ব অভিনেতাটম কর্টনি৩য় স্থান

আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের স্বীকৃতি

  • এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্র - ৩৯তম
  • এএফআইয়ের ১০০ বছর...১০০ আবেগ - ৭ম
  • এএফআইয়ের ১০০ বছরের চলচ্চিত্রের সুর - মনোনীত[১২]
  • এএফআইয়ের ১০০ বছর...১০০ চলচ্চিত্র (১০ম বার্ষিকী সংস্করণ) - মনোনীত[১৩]
  • এএফআইয়ের ১০ শীর্ষ ১০ - মনোনীত মহাকাব্যিক চলচ্চিত্র[১৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী