টেরাবাইট

টেরাবাইট হল ডিজিটাল তথ্য স্টোরেজের জন্য একাধিক একক বাইট। এটি স্টোরেজ ডিভাইসসমূহের ধারণক্ষমতার একক। আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রেফিক্স টেরার অর্থ ১০১২, সুতরাং ১ টেরাবাইট হয় ১,০০,০০,০০,০০,০০,০০০ বাইট অথবা ১ লাখ কোটি অথবা ১০০০ গিগাবাইট। ১ টেরাবাইট বাইনারি প্রেফিক্সতে ০.৯০৯৫ টেবিবাইট, অথবা ৯৩১.৩২ গিগাবাইট। এককের প্রতীক হল TB বা TByte। কিন্তু Tb বলতে বুঝায় টেরাবিট।

বাইটের গুণিতক
এসআই দশমিক উপসর্গআইএসি বাইনারি উপসর্গ
নাম
(প্রতীক)
মাননাম
(প্রতীক)
মান
কিলোবাইট (kB)১০কিবিবাইট (KiB)১০ = ১.০২৪ × ১০
মেগাবাইট (MB)১০মেবিবাইট (MiB)২০ ≈ ১.০৪৯ × ১০
গিগাবাইট (GB)১০গিবিবাইট (GiB)৩০ ≈ ১.০৭৪ × ১০
টেরাবাইট (TB)১০১২টেবিবাইট (TiB)৪০ ≈ ১.১০০ × ১০১২
পেটাবাইট (PB)১০১৫পেবিবাইট (PiB)৫০ ≈ ১.১২৬ × ১০১৫
এক্সাবাইট (EB)১০১৮এক্সবিবাইট (EiB)৬০ ≈ ১.১৫৩ × ১০১৮
জেটাবাইট (ZB)১০২১জেবিবাইট (ZiB)৭০ ≈ ১.১৮১ × ১০২১
ইয়টাবাইট (YB)১০২৪ইয়বিবাইট (YiB)৮০ ≈ ১.২০৯ × ১০২৪
আরও দেখুন: বিটের গুণিতক · তথ্যের মানের ক্রম

১ পেবিবাইট =১০২৪ টেরাবাইট , টেরা বাইট =১০২৪ গিগাবাইট, ১০৪৮৫৭৬ মেগাবাইট, ১০৭৩৭৪১৮২৪ কিলোবাইট, ১০৯৯৫১১৬২৭৭৭৬ বাইটপেন ড্রাইভ, স্মার্ট কার্ড, মাল্টিমিডিয়া কার্ড (এমএমসি), মেমোরি স্টিক, কমপ্যাক্ট ফ্লাস কার্ড, পিকচার এক্সডি কার্ড বর্তমানে বহুল ব্যবহৃত এর ক্ষুদ্রতা ও ধারণক্ষমতার জন্য, এসডি কার্ড ইত্যাদি সব কার্ড-এর মানই মেগাবাইট দ্বারা হিসাব করা হয়। এছাড়া গ্রাফিক্স কার্ড, র‌্যাম, এগুলো তো আছেই।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী