জ্যাকসন পোরোসো

ইকুয়েডরীয় ফুটবল খেলোয়াড়

জ্যাকসন গ্যাব্রিয়েল পোরোজো ভার্নাজা (জন্ম: ৮ আগস্ট ২০০০) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবলার। তিনি লিগ ওয়ান ক্লাব ট্রয়েসে সেন্টার-ব্যাক হিসেবে খেলেন।

জ্যাকসন পোরোজো
২০২২ সালে জ্যাকসন পোরোজো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজ্যাকসন গ্যাব্রিয়েল পোরোজো ভার্নাজা[১]
জন্ম (2000-08-04) ৪ আগস্ট ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থানসান লরেঞ্জো, ইকুয়েডর
উচ্চতা১.৯২ মিটার[২]
মাঠে অবস্থানসেন্টার-ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
ট্রয়েস
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১২–২০১৪এলডিইউ কুইটো
২০১৪–২০১৫সান্দিনো
২০১৪→ মান্তা (লোন)
২০১৫→ মান্তা (লোন)
২০১৫–২০১৬ইন্দিপেন্ডিয়েন্তে দেল ভ্যালে
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৭–২০১৮মান্তা১৮(১)
২০২০–২০২২বোয়াভিস্তা৩৫(২)
২০২২–ট্রয়েস(২)
জাতীয় দল
২০১৭ইকুয়েডর অ১৭(১)
২০১৯ইকুয়েডর অ২০১৫(০)
২০১৯–ইকুয়েডর অ২৩(০)
২০১৯–ইকুয়েডর(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ সেপ্টেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৬ জানুয়ারি, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব ক্যারিয়ার

প্রাথমিক ক্যারিয়ার

পোরোজো সান লরেঞ্জো, এসমেরালডাসে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে LDU কুইটোর যুব দলে যোগদানের মাধ্যমে সাথে তার খেলোয়াড়ি জীবনের শুরু হয়। ২০১৬ সালে মান্তাতে আসার আগে তিনি স্যান্ডিনো এফসি, ইন্দিপেন্দিয়েন্তে দেল ভ্যালের প্রতিনিধিত্ব করেন।[৩] ২০১৭ সালে ইকুয়েডরের সেরি বি-তে তার সিনিয়র ক্যারিয়ারের সূচনা হয়। সে বছরের ২২ এপ্রিল সিনিয়র ক্যারিয়ারে তিনি তার প্রথম গোল করেন কোলন এফসি-র বিপক্ষে। যদিও তারা সে ম্যাচ ৩–১ গোলে হেরে যান।[৪] পোরোজো সেই মৌসুমে ১৬ ম্যাচে ১ গোল করেন।[৫]

সান্তোস

২৩ মার্চ ২০১৮-এ, পোরোজো সান্তোসের সাথে একটি চুক্তিতে সম্মত হন।[৬] তবে তার চুক্তিতে কিছু সমস্যা থাকার কারণে সাথে সাথে ক্লাবে যোগ দিতে পারেননি; বয়স ১৮ এর কোটা পেরোনোর পর আগস্টে তিনি সান্তোসে যোগ দেন।[৭]

বোয়াভিস্তা

১ অক্টোবর ২০২০-এ, পোরোজা ঘোষণা করেন, তিনি প্রিমেইরা লিগার ক্লাব বোয়াভিস্তাতে পাঁচ বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন।[৮] মোট ৫০০,০০০ ফিতে বোয়াভিস্তা তাকে কিনে নেয়; এবং এবং ভবিষ্যতে বিক্রয়ের ১৬% ধরে রাখে।[৯]

ট্রয়েস

২৪ জুন, ২০২২-এ, পোরোজো লিগ ১ এর দলট্রয়েসে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন[১০]

আন্তর্জাতিক ক্যারিয়ার

১৪ ফেব্রুয়ারি, ২০১৭-এ, পোরোজোকে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের জন্য ইকুয়েডরের অনূর্ধ্ব-১৭ দলে ডাকা হয়।[১১] টুর্নামেন্টের তিনি নিয়মিত দলের সাথে খেলেন এবং ২৬ ফেব্রুয়ারি উরুগুয়ের বিরুদ্ধে একটি গোল করেছিলেন। ২ জানুয়ারি, ২০১৯-এ তিনি ২০১৯ দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের জন্য কোচ Jorge Célico-এর প্রকাশিত অনূর্ধ্ব-২০ এর ২৩ সদস্যের দলে জায়গা করে নেন।[১২]

প্রতিযোগিতায় পোরোজো নিয়মিতই দলে খেলে টুর্নামেন্টের সেরা একাদশে অন্তর্ভুক্ত হন। সেবারে ইকুয়েডর অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট জেতে।[১৩] ১২ মার্চ, ২০১৯-এ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং হন্ডুরাসের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য তাকে ইকুয়েডর মূল দলে ডাকা হয়েছিল।[১৪]

১০ সেপ্টেম্বর, ২০১৯-এ পোরোজোর আন্তর্জাতিক অভিষেক হয়। কুয়েঙ্কায় বলিভিয়ার বিরুদ্ধে ফেলিক্স টরেসের বদলি হিসেবে তিনি মাঠে নামেন। সে ম্যাচে বলিভিয়াকে ৩–০ তে হারায় ইকুয়েডর।[১৫]

ক্যারিয়ার পরিসংখ্যান

ক্লাব

৭ মার্চ, ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[১৬]
ক্লাব, মৌসুম এবং প্রতিযোগিতায় উপস্থিতি
ক্লাবমৌসুমলিগজাতীয় কাপলিগ কাপঅন্যান্যমোট
বিভাগম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোলম্যাচগোল
মান্তা২০১৭[১৭]সেরি বি১০---১০
২০১৮[১৭]সেরি বি---
মোট১৮---১৮
বোয়াভিস্তা২০২০-২১প্রিমেইরা লিগা১১১২
২০২১-২২প্রিমেইরা লিগা২৪২৮
মোট৩৫৪০
ট্রয়েস২০২২-২৩লিগ ১--
ক্যারিয়ার মোট৫৩৫৮

আন্তর্জাতিক

৪ নভেম্বর, ২০১৯ [১৮] পর্যন্ত হালনাগাদকৃত।
জাতীয় দলে খেলা ম্যাচ ও গোলসংখ্যা
জাতীয় দলবছরম্যাচগোল
ইকুয়েডর২০১৯
মোট

অর্জন

ইকুয়েডর অ২০

  • দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: ২০১৯[১৩]

ব্যক্তিগত

  • দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে সেরা একাদশ স্থান লাভ: ২০১৯[১৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী