জোন লরিং

মার্কিন অভিনেত্রী ও গায়িকা

জোন লরিং (জন্ম ম্যাডেলিন এলিস,[১] ১৭ এপ্রিল ১৯২৬ - ৩০ মে ২০১৪) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। তিনি চলচ্চিত্র ও মঞ্চে তার কাজের জন্য পরিচিতি অর্জন করেন। তিনি দ্য কর্ন ইজ গ্রিন (১৯৪৫) চলচ্চিত্রে বেসি ওয়েটি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ১৯৫০ সালে কাম ব্যাক, লিটল শেবা নাটকে প্রথমবারের মত ম্যারি বাকহোল্ডার চরিত্রে অভিনয় করেন, এবং এর জন্য তিনি ডোনাল্ডসন পুরস্কার অর্জন করেন।

জোন লরিং
Joan Lorring
১৯৪৬ সালে জোন লরিং
জন্ম
ম্যাডেলিন এলিস[১]

(১৯২৬-০৪-১৭)১৭ এপ্রিল ১৯২৬
মৃত্যুমে ৩০, ২০১৪(2014-05-30) (বয়স ৮৮)
অন্যান্য নামডেলি এলিস
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৪-১৯৮০
দাম্পত্য সঙ্গীমার্টিন সোনেনবার্গ
(বি. ১৯৫৬; মৃ. ২০১১)

প্রারম্ভিক জীবন

লরিং ১৯২৬ সালে ১৭ই এপ্রিল হংকং-এ জন্মগ্রহণ করেন। তার মাতা আনিয়া এলিস (১৯০৪-১৯৯৪)[২] ছিলেন একজন ইহুদি অভিবাসী।[৩] তারা ১৯৩৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে হংকং-এ জাপানের আক্রমণকালে হংকং থেকে নৌকায় করে হনলুলু ও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে পৌঁছান। এরপর তারা লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং ম্যাডেলিন ("ডেলি" ডাকনামে পরিচিত) শিশু অভিনেত্রী হিসেবে বেতার ও চলচ্চিত্রে কাজ শুরু করেন। আ ডেট উইথ জুডি (১৯৪২) বেতার অনুষ্ঠানের নাম ভূমিকায় কাজ করার সময় তার নাম ছিল "ডেলি এলিস"।[৪] পরবর্তীকালে তিনি তার মঞ্চনাম হিসেবে "জোন লরিং" নামটি গ্রহণ করেন।[৫][৬][৭]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র
বছরশিরোনামচরিত্রটীকা
১৯৪৪সং অব রাশিয়াসোনিয়া
দ্য ব্রিজ অব সান লুই রেপেপিটা
১৯৪৫দ্য কর্ন ইজ গ্রিনবেসি ওয়েটিমনোনীত - শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার
১৯৪৬থ্রি স্ট্রেঞ্জার্সআইসি ক্রেন
দ্য ভারডিক্টলটি রসন
১৯৪৭দ্য আদার লাভসেলেস্টিন মিলার
দ্য লস্ট মোমেন্টঅ্যামেলিয়া
দ্য গ্যাংস্টারডরথি
১৯৪৮গুড স্যামশার্লি মে
১৯৫১দ্য বিগ নাইটম্যারিয়ন রস্টিনা
১৯৫২Imbarco a mezzanotteঅ্যাঞ্জেলাইংরেজি নাম: স্ট্রেঞ্জার অন দ্য প্রাউল
১৯৭৪দ্য মিডনাইট ম্যানজুডি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী