জার্মানির খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘ

জার্মানির মধ্য-ডানপন্থী রাজনৈতিক দল

জার্মানির খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘ মধ্য ইউরোপের রাষ্ট্র জার্মানির একটি খ্রিস্টানপন্থী,[৩][৪] গণতন্ত্রপন্থী, রক্ষণশীল ও অর্থনৈতিকভাবে উদারপন্থী রাজনৈতিক দল যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৫ থেকে ১৯৫০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক মতপরিসরে দলটি মধ্য-ডানপন্থী অবস্থানে অবস্থিত। [৫][৬][৭][৮][৯]

জার্মানির খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘ
Christlich Demokratische Union Deutschlands
ক্রিস্টলিখ ডেমোক্রাটিশে উনিওন ডয়েচলান্ডস
সংক্ষেপেসেডেউ (CDU)
নেতাআর্মিন লাশেট
সাধারণ সচিবপাউল সিমিয়াক
প্রতিষ্ঠা২৬ জুন ১৯৪৫; ৭৯ বছর আগে (1945-06-26)
সদর দপ্তরKonrad-Adenauer-Haus, Klingelhöferstraße 8, 10785 Berlin, Germany
সংবাদপত্রউনিওন
যুব শাখাইউঙে উনিওন[১]
সদস্যপদ  (২০২০)হ্রাস ৩,৯৯,১১০[২]
ভাবাদর্শ
  • খ্রিস্টীয় গণতন্ত্র
  • উদারপন্থী রক্ষণশীলবাদ
  • ইউরোপপ্রিয়বাদ
রাজনৈতিক অবস্থানমধ্য-ডানপন্থী
জাতীয় অধিভুক্তিসেডেউ/সেএসউ (CDU/CSU)
ইউরোপীয় অধিভুক্তিইউরোপীয় জনগণের দল
আন্তর্জাতিক অধিভুক্তিCentrist Democrat International
International Democrat Union
ইউরোপীয় সংসদীয় দলEuropean People's Party
আনুষ্ঠানিক রঙ     Orange (official)
     Black (customary)
বুন্ডেসটাগ
১৫২ / ৭৩৬
বুন্ডেসরাট
২২ / ৬৯
রাজ্য সংসদসমূহ
৪৭১ / ১,৮৮৪
ইউরোপীয় সংসদ
২৩ / ৯৬
রাজ্যের মুখ্যমন্ত্রীগণ
৬ / ১৬
দলীয় পতাকা
জার্মানির খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘের পতাকা
ওয়েবসাইট
www.cdu.de
জার্মানির রাজনীতি

ভগিনী রাজনৈতিক দল খ্রিস্টীয় সামাজিক সংঘের সাথে (সেএসউ) মিলে এই দলটি সদস্যসংখ্যার বিচারে জার্মানির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক জোটটি গঠন করেছে, যে জোটটিকে সহজ ভাষায় কেবলই "উনিওন" (সংঘ) নামে ডাকা হয়। খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘটি বায়ার্ন (বাভারিয়া) ব্যতীত জার্মানির সমস্ত রাজ্যের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। বায়ার্নের নির্বাচনে কেবলমাত্র ভগিনী দল খ্রিস্টীয় সামাজিক সংঘ অংশ নেয়। জার্মানির আইনসভা বুন্ডেসটাগে এই দুইটি রাজনৈতিক দল একত্রিত হয়ে একটি সংসদীয় দল গঠন করে থাকে, যার নাম সেডেউ/সেএসউ সংসদীয় দল।

খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘের ভাবাদর্শগত ভিত্তি হল খ্রিস্টধর্মের ক্যাথলিক মণ্ডলীর সামাজিক শিক্ষা, রক্ষণশীলতা ও জার্মান নব্য-উদারপন্থা (অর্ডোলিবেরালিসমুস)।

১৯৯০ সালের দুই জার্মানির একীভবনের পরে সংঘবদ্ধ জার্মান প্রজাতন্ত্রের ইতিহাসে জোটটি সর্বাধিক বেশি সময় ধরে কেন্দ্রীয় জার্মান সরকারের দায়িত্বে ছিল। ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত এই দলটি থেকে আগত আঙ্গেলা মের্কেল জার্মানি কেন্দ্রীয় সরকার প্রধান বা চ্যান্সেলরের (কানৎসলার) দায়িত্ব পালন করেন। একই সময়ে দলটি জার্মানির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল ছিল। তবে ২০২১ সালের নির্বাচনে এটি সামাজিক গণতন্ত্রী দলের পেছনে পড়ে যায় ও দ্বিতীয় অবস্থানে নেমে আসে। রাজ্য পর্যায়ে দলটি জার্মানির ২০টি রাজ্যের মধ্যে নয়টি রাজ্য সরকারের অংশ এবং ছয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই দলটির সদস্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানির ইতিহাসে খ্রিস্টীয় গণতন্ত্রী সংঘ ও জার্মানির সামাজিক গণতন্ত্রী দল সবচেয়ে জনপ্রিয় দুইটি রাজনৈতিক দল হিসেবে গণ্য হয়ে আসছে।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী