জাজ মাল্টিমিডিয়া

বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও প্রযোজনা সংস্থা

জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা।[৩][৪][৫][৬] ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়। এটি বাংলা ভাষার একটি অন্যতম বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও।[৭] ডুব চলচ্চিত্রের মাধ্যমে স্টুডিওটি প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র হিসেবে ইরফান খাননুসরাত ইমরোজ তিশা-এর সাথে চুক্তিবদ্ধ হন।[৮][৯][১০] চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী

জাজ মাল্টিমিডিয়া
ধরনপ্রাইভেট
শিল্পবিনোদন
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ ২০১১
প্রতিষ্ঠাতাশীষ মনোয়ার[১][২]
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
পণ্যসমূহচলচ্চিত্র
মিউজিক
ওয়েবসাইটজাজ মাল্টিমিডিয়া

প্রাথমিক বছর

জাজ মাল্টিমিডিয়া ২০১১ সালে আব্দুল আজিজ প্রতিষ্ঠা করেন।[১][২] চলচ্চিত্রের এই প্রতিষ্ঠানটি ভালোবাসার রঙ, অন্যরকম ভালোবাসা, পোড়ামন, ভালোবাসা আজকাল এবং অগ্নির মত উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ প্রযোজনা করেছেন।[১১][১২][১৩]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রসহ-প্রযোজনাপরিচালক শ্রেষ্ঠাংশে মুক্তির তারিখপুনঃনির্মানমন্তব্য
২০১২ভালোবাসার রঙশাহীন ও সুমনবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী, রাজ্জাক৫ অক্টোবার ২০১২
২০১৩অন্যরকম ভালবাসাবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী, সারা জেরিন, রাজ্জাক১৫ ফেব্রুয়ারি ২০১৩
রোমিও ২০১৩রাজু চৌধুরীবাপ্পি চৌধুরী, সারা জেরিন৭ জুন ২০১৩
পোড়ামনজাকির হোসেন রাজুসায়মন সাদিক, মাহিয়া মাহী, আনিসুর রহমান মিলন১৪ জুন ২০১৩
ভালোবাসা আজকালপিএ কাজলশাকিব খান, মাহিয়া মাহী৯ আগস্ট ২০১৩
তবুও ভালোবাসিমনতাজুর রহমান আকবরবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী২৭ সেপ্টেম্বর ২০১৩
২০১৪অগ্নিইফতেখার চৌধুরীআরেফিন শুভ, মাহিয়া মাহী১৪ ফেব্রুয়ারি ২০১৪
দবির সাহেবের সংসারজাকির হোসেন রাজুবাপ্পি চৌধুরী, মাহিয়া মাহী৪ এপ্রিল ২০১৪
হানিমুনসাফি উদ্দিন সাফি২৯ জুলাই ২০১৪
অনেক সাধের ময়নাজাকির হোসেন রাজু৭ নভেম্বর ২০১৪
দেশা: দ্য লিডারসৈকত নাসিরশিপন মিত্র, মাহিয়া মাহী২৬ ডিসেম্বর ২০১৪
২০১৫রোমিও বনাম জুলিয়েটএসকে মুভিজআব্দুল আজিজঅঙ্কুশ,মাহিয়া মাহী
অগ্নি ২ইফতেখার চৌধুরীমাহিয়া মাহী, ওম।
আশিকীঅশোক পতিঅঙ্কুশ, ফারিয়া।
লালচরনাদের চৌধুরীআনিসুর রহমান মিলন
২০১৬রক্তএসকে মুভিজওয়াজেদ আলী সুমনপরীমনি, রোশান১৩ সেপ্টেম্বর, ২০১৬
নিয়তিজাকির হোসেন রাজুআরেফিন শুভ,ফাল্গুনি রহমান জলি
২০১৭ডুবমোস্তফা সরয়ার ফারুকীইরফান খান, নুসরাত ইমরোজ তিশা২৭ সেপ্টেম্বর, ২০১৭
২০১৮পোড়ামন ২রায়হান রাফিপূজা চেরি, সিয়াম আহমেদজুন ২০১৮
দহন৩০ নভেম্বর, ২০১৮
২০২০জ্বীননাদের চৌধুরীপূজা চেরি, জিয়াউল রোশান, আব্দুন নুর সজল, জান্নাতুন নুর মুন
২০২২কাঁটাতারের বেড়া আলেকজান্ডার বো, শাবনূর
মাসুদ রানা সৈকত নাসিররাসেল রানা, পূজা চেরি রায়, সৈয়দা তৌহিদা হক অমনি
মাসুদ রানা- এমআর ৯ আসিফ আকবরএবিএম সুমন, আনিসুর রহমান মিলন

পুরস্কার এবং মনোনয়ন

বছরপুরস্কারবিভাগচলচ্চিত্রফলাফল
২০১৩বিনোদন ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ডশ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজনা সংস্থাবিজয়ী[১৪]

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী