জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর

জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর (ইংরেজিতে: John F. Kennedy International Airport) (আইএটিএ: JFK, আইসিএও: KJFK, এফএএ এলআইডি: JFK) একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ড বরোর কুইন্স কাউন্টিতে অবস্থিত। এটি ম্যানহাটন থেকে ১২ মাইল (১৯ কিমি) দূরে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।[৫] এছাড়া এই বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রের সর্বাধিক মালামাল পরিবহন করা হয়।[৬] ২০০৯ সালে জন এফ. কেনেডি বিমানবন্দর দিয়ে প্রায় ৪৫,৯১৫,০৬৯ যাত্রী যাতায়াত করেছে। এটি পৃথিবীর ১২তম ব্যস্ত বিমানবন্দর।

জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর
২০১৮ সালে ১৪ নভেম্বরে আকাশস্থ তোলা জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি
  • আইএটিএ: JFK
  • আইসিএও: KJFK
  • এফএএ এলআইডি: JFK
    Location of John F. Kennedy International Airport within the state of New York.
    Location of John F. Kennedy International Airport within the state of New York.
    JFK
    নিউ ইয়র্ক রাষ্ট্রে বিমানবন্দরটির অবস্থান
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনPublic
পরিচালকPort Authority of New York and New Jersey[১]
অবস্থানSouthern Queens, NY
যে হাবের জন্য
  • অ্যামেরিকান এয়ারলাইন্স
  • ডেল্টা এয়ারলাইন্স
  • এভারগ্রিন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স
  • জেটব্লু এয়ারওয়েজ
এএমএসএল উচ্চতা১৩ ফুট / ৪ মিটার
স্থানাঙ্ক৪০°৩৮′২৩″ উত্তর ০৭৩°৪৬′৪৪″ পশ্চিম / ৪০.৬৩৯৭২° উত্তর ৭৩.৭৭৮৮৯° পশ্চিম / 40.63972; -73.77889
ওয়েবসাইট[২]
রানওয়ে
দিকদৈর্ঘ্যপৃষ্ঠতল
ফুটমি
4L/22R১১,৩৫১৩,৪৬০Asphalt
4R/22L৮,৪০০২,৫৬০Asphalt
13L/31R১০,০০০৩,০৪৮Asphalt
13R/31L১৪,৫১১৪,৪২৩Concrete
হেলিপ্যাড
নম্বরদৈর্ঘ্যপৃষ্ঠতল
ফুটমি
H1৬০১৮Asphalt
H2৬০১৮Asphalt
H3৬০১৮Asphalt
H4৬০১৮Asphalt
পরিসংখ্যান (2009)
City of New York[১]
Aircraft operations (ACI)[৩]416,945
Passengers (ACI)[৩]45,915,069
Source: Federal Aviation Administration[৪]
FAA airport diagram as of 20 November 2008

নব্বইটিরও অধিক এয়ারলাইন্স জন এফ. কেনেডি বিমানবন্দর ব্যবহার করে। এছাড়া এটি জেটব্লু এয়ারওয়েজ, অ্যামেরিকান এয়ারলাইন্স ও ডেল্টা এয়ারলাইন্স-এর প্রধান কেন্দ্র। পূর্বে ইস্টার্ন এয়ারলাইন্স, প্যান অ্যামেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ এবং ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এই বিমানবন্দরকে প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করতো। যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

পোর্ট অথোরিটি অফ নিউ ইয়র্ক ও নিউ জার্সি এই বিমানবন্দর পরিচালনা করে থাকে। এই সংস্থাটি যুক্তরাষ্ট্রের অপর দুইটি প্রধান বিমানবন্দর – নিউয়ার্ক লিবার্টি ও লাগার্ডিয়া এয়ারপোর্টও পরিচালনা করে।

ইতিহাস

কেনেডি বিমানবন্দর প্রাথমিক ভাবে আইডিলেউইল্ড বিমানবন্দর নামে পরিচিত ছিল। কারণ, একই জায়গাতে পূর্বে আইডিলেউইল্ড নামে গলফ কোর্স ছিল। লাগার্দিয়া বিমান বন্দরের চাপ কমানোর জন্য এই বিমান বন্দর প্রস্তুত করা হয়। ১৯৪৩ সালে ১০০০ একর ভূমির উপর ৬০ মিলিয়ন ডলার খরচের মাধ্যমে প্রাথমিক কাজ শুরু হয়। [৭] ১৯৪৩ সালেই পুনরায় বিমান বন্দরের নাম মেজর জেনারেল আলেকজান্ডার ই অ্যান্ডারসন বিমানবন্দর রাখা হয়। ১৯৪৮ সালে পুনরায় নাম পরিবর্তন করে অ্যান্ডারসন ফিল্ড, নিউ ইর্য়ক আন্তর্জাতিক বিমান বন্দর রাখা হয়। কিন্তু, ১৯৬৩ সাল পর্যন্ত ইহা আইডিলেউইল্ড বিমানবন্দর নামে পরিচিত ছিল।[৮]
১৯৪৮ সালের ১ জুলাই প্রথম বাণিজ্যিক বিমান যাত্রা করে এই বিমান বন্দর থেকে।[৭]
১৯৬৩ সালের ২৪ ডিসেম্বর থেকে বিমান বন্দরটির বর্তমান নামকরণ করা হয়। রাষ্ট্রপতি কেনেডি নিহত হবার একমাস পর এই পরির্বতন আনা হয়।[৯]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী