চুড়িওয়ালা

চুড়িওয়ালা শাহ আলম কিরণ রচিত ও পরিচালিত ২০০১ সালের বাংলাদেশী-ভারতীয় প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র। যৌথ প্রযোজনার চলচ্চিত্রটি প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম ও গুরুদেব ফিল্মস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, মধুমিতা, সৌমিত্র চট্টোপাধ্যায়, শম্ভু চট্টোপাধ্যায় ও এটিএম শামসুজ্জামান

চুড়িওয়ালা
পরিচালকশাহ আলম কিরণ
প্রযোজক
  • বিজয় খেমকা
  • জয় খেমকা
চিত্রনাট্যকারশাহ আলম কিরণ
শ্রেষ্ঠাংশে
সুরকারসত্য সাহা
প্রযোজনা
কোম্পানি
ইমপ্রেস টেলিফিল্ম
গুরুদেব ফিল্মস
পরিবেশকইমপ্রেস টেলিফিল্ম
মুক্তি
  • ২৫ মে ২০০১ (2001-05-25)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০১ সালের ২৫শে মে বাংলাদেশে মুক্তি পায়। এটি ২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৩টি বিভাগে,[২] এবং ২৩তম বাচসাস পুরস্কারের দুটি বিভাগে পুরস্কার অর্জন করেন।[৩]

অভিনয়শিল্পীদল

সঙ্গীত

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা এবং সহযোগী ছিলেন তার পুত্র ইমন সাহা। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, মিতালী মুখার্জী, অনুরাধা পৌডওয়াল, বাবুল সুপ্রিয়, অলকা ইয়াগনিক, অভিজিৎ ও অনুপমা।

গানের তালিকা

নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."ও চুড়ি রিনিঝিনি বাজেরে"অলকা ইয়াগনিক৫:১৬
২."কার কাছেতে মন বিকাও"অলকা ইয়াগনিক ও বাবুল সুপ্রিয়৫:০৬
৩."তুমি বাজালে ও বাঁশিগো"অনুরাধা পৌডওয়াল৫:৩৬
৪."নিঠুর বন্দিদশা"অভিজিৎ ও অনুপমা৫:০৩
৫."রাত অনেক হলো"কুমার শানুমিতালী মুখার্জী৩:৩৯
৬."পিঞ্জিরার পাখি আমার দিয়েছে উড়াল"কুমার শানু৪:৪০

মুক্তি

চলচ্চিত্রটি প্রথম ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মুক্তি পায়। সেখানে এটি পূর্ববর্তী পাঁচ বছরের রেকর্ড ভেঙ্গে দেয়। ২০০১ সালের ২৫শে মে এটি বাংলাদেশে মুক্তি পায়।[৪]

পুরস্কার ও মনোনয়ন

পুরস্কারবিভাগমনোনীতফলাফলসূত্র
২৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারশ্রেষ্ঠ সুরকারসত্য সাহাবিজয়ী[৫]
শ্রেষ্ঠ গীতিকারগাজী মাজহারুল আনোয়ার
শ্রেষ্ঠ কৌতুকাভিনেতাএটিএম শামসুজ্জামান
২৩তম বাচসাস পুরস্কারশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকসত্য সাহাইমন সাহাবিজয়ী[৩]
শ্রেষ্ঠ চিত্রনাট্যকারশাহ আলম কিরণ

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী