চুকচি সাগর

উত্তর মহাসাগরের সাগর

চুকচি সাগর বা চুকোৎস্ক সাগর (রুশ: Чуко́тское мо́ре, উচ্চারণ: Chukotskoye more, আ-ধ্ব-ব[tɕʊˈkotskəjə ˈmorʲɪ])[৪] উত্তর মহাসাগরের দক্ষিণাংশের একটি প্রান্তিক সাগর। এটি পশ্চিমে লং প্রণালী, পূর্বে আলাস্কার পয়েন্ট ব্যারো (যার ওপারে বোফর্ট সাগর), দক্ষিণে বেরিং প্রণালী (যার দক্ষিণে বেরিং সাগর) দ্বারা সীমায়িত। রাশিয়ার উয়েলেন চুকচি সাগরের প্রধান সমুদ্রবন্দর। আন্তর্জাতিক তারিখরেখাটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব দিকে চুকচি সাগরকে অতিক্রম করেছে।

চুকচি সাগর
স্থানাঙ্ক৬৯° উত্তর ১৭২° পশ্চিম / ৬৯° উত্তর ১৭২° পশ্চিম / 69; -172
ধরনসাগর
অববাহিকার দেশসমূহরাশিয়ামার্কিন যুক্তরাষ্ট্র
পৃষ্ঠতল অঞ্চল৬,২০,০০০ কিমি (২,৪০,০০০ মা)
গড় গভীরতা৮০ মি (২৬০ ফু)
পানির আয়তন৫০,০০০ কিমি (৪.১×১০১০ acre·ft)
তথ্যসূত্র[১][২][৩]

সাগরটির আনুমানিক আয়তন প্রায় ৬ লক্ষ বর্গকিলোমিটার। এটি বছরে মাত্র চার মাস নাব্য তথা জাহাজ চলাচলের জন্য উপযুক্ত থাকে। সাগরটিকে চুকোৎকা উপদ্বীপে বসবাসকারী চুকচি জাতির নামে নামকরণ করা হয়েছে। উপকূলীয় চুকচি সম্প্রদায়ের লোকেরা ঐতিহ্যগতভাবে শীতল এই সাগরটিতে মাছ ধরা, তিমি ও সিন্ধুঘোটক শিকারের কাজে রত ছিল।

চুকচি সাগরের মহীসোপানে সর্বোচ্চ প্রায় ৩ হাজার কোটি ব্যারেল খনিজ তেলপ্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী