চীন জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল

চীন জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (যা সংক্ষেপে চীন অনূর্ধ্ব-১৭ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চীনের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-১৭ দল, যার সকল কার্যক্রম চীনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চীনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১][২]

চীন অনূর্ধ্ব-১৭
দলের লোগো
ডাকনামড্রাগনের দল
অ্যাসোসিয়েশনচীনা ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনপূর্ব এশীয় ফুটবল ফেডারেশন
প্রধান কোচইয়াং ছেন
মাঠবিভিন্ন
ফিফা কোডCHN
ওয়েবসাইটwww.thecfa.cn
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ
অংশগ্রহণ১৪ (১৯৮৫-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (১৯৯২)
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
অংশগ্রহণ৬ (১৯৮৫-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০০৫)

ড্রাগনের দল নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন চীনা সাবেক ফুটবল খেলোয়াড় ইয়াং ছেন।[৩][৪]

চীন অনূর্ধ্ব-১৭ এপর্যন্ত ৬ বার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা তুরস্ক অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১–৫ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ইতিহাসে চীন অনূর্ধ্ব-১৭ অন্যতম সেরা দল, যেখানে দলটি এপর্যন্ত ১৪ বার অংশগ্রহণ করে দুইটি শিরোপা জয়লাভ করেছে। ইউ দাবাও, লিউ রুওফান, ঝাং জিউওয়েই, তাও কিয়াংলং এবং উ লেইয়ের মতো খেলোয়াড়গণ চীনের অনূর্ধ্ব-১৭ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯৮৫কোয়ার্টার-ফাইনাল৮ম
১৯৮৭উত্তীর্ণ হয়নি
১৯৮৯গ্রুপ পর্ব১২তম
১৯৯১গ্রুপ পর্ব১৪তম
১৯৯৩গ্রুপ পর্ব১৪তম
১৯৯৫উত্তীর্ণ হয়নি
১৯৯৭
১৯৯৯
২০০১
২০০৩গ্রুপ পর্ব১৪তম
২০০৫কোয়ার্টার-ফাইনাল৭ম
২০০৭অংশগ্রহণ করেনি
২০০৯
২০১১
২০১৩
২০১৫
২০১৭
২০১৯
২০২৩
মোটকোয়ার্টার-ফাইনাল৬/১৯২০২৪৩৬

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী