চিটাগং (চলচ্চিত্র)

বেদব্রত পাইন পরিচালিত ২০১২ সালের হিন্দি চলচ্চিত্র

চট্টগ্রাম (ইংরেজি: Chittagong) বেদব্রত পাইন পরিচালিত ২০১২ সালের হিন্দি চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী এবং ছবিটি ব্রিটিশ ভারতের (বর্তমান বাংলাদেশ) ঐতিহাসিক ঘটনা চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন নিয়ে নির্মিত।[৯]

চট্টগ্রাম
প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার
পরিচালকবেদব্রত পাইন[১]
প্রযোজকসুনীল বহরা
অনুরাগ কাসাপ
সোনালী বোস
বেদব্রত পাইন
রচয়িতাবেদব্রত পাইন
সোনালী বোস
শ্রেষ্ঠাংশেমনোজ বাজপেয়ী
ভেগা টামোটিয়া
দেলজাদ হিওয়ালে
নওয়াজুদ্দিন সিদ্দিকী
সুরকারশঙ্কর-এহসান-লয়
চিত্রগ্রাহকএরিক জিমারম্যান
সম্পাদকঅ্যাল্ডু ভেলাস্কু
মুক্তি১২ অক্টোবর, ২০১২[২][৩]
দেশ ভারত
ভাষা
  • হিন্দি
  • বাংলা
  • ইংরেজি
নির্মাণব্যয় ৪৫ মিলিয়ন (ইউএস$ ৫,৫০,০৪৮.৫)[৪]
আয় ৩.১ মিলিয়ন (ইউএস$ ৩৭,৮৯২.২৩)[৫][৬][৭][৮]

এই ছবিটির মাধ্যমে বেদব্রত পাইন সেরা নবাগত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) ২০১৩-তে ‘ইন্দিরা গান্ধী পুরস্কার’ পেয়েছেন।[১০]

কাহিনী সংক্ষেপ

ছবিটির কাহিনী শুরু হয় নায়ক ঝঙ্কুকে দিয়ে। এটি মূলত বিপ্লবী সুবোধ রায় ওরফে ঝুঙ্কুর জীবনী। মাস্টারদা সূর্যসেনের অনুপ্রেরণায় ঝুঙ্কু চট্টগ্রাম বিদ্রোহে যোগ দেন। স্বাধীনতার পূর্বে ও পরে তেভাগা আন্দোলন ও বামপন্থী আন্দোলনেও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এই চলচ্চিত্রে মাস্টারদার নেতৃত্বে অস্ত্রাগার লুন্ঠন, জালালাবাদের যুদ্ধ, ঝুঙ্কুর জেলজীবন এবং কৃষক আন্দোলনের কথা চিত্রায়িত।

অভিনয়শিল্পী

মিউজিক

অ্যালবামের সকল গান লিখেছেন প্রসূন যোশি এবং কম্পোজ করেছেন শঙ্কর-এহসান-লয়

চট্টগ্রাম
সিডি কভার
শঙ্কর-এহসান-লয়
কর্তৃক সাউণ্ড ট্রেক্
মুক্তির তারিখ২০১২
শব্দধারণের সময়২০১১
ঘরানাচলচ্চিত্রের সাউণ্ড ট্রেক্
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীইয়ালো এণ্ড রেড মিউজিক
শঙ্কর-এহসান-লয় কালক্রম
ডন ২
(২০১১)
চট্টগ্রাম
(২০১২)
গানের তালিকা
নং.শিরোনামশিল্পীদৈর্ঘ্য
১."বলো না"শঙ্কর৪:৫৭
২."বেচায়া সপ্নে"অভিজিৎ সাওয়ান্ত, গুলরাজ সিং, মহালক্ষী, সামির খান, শঙ্কর৪:৫৬
৩."জেনি কি আওয়াজ"অর্তি সিনহা, মনি, কসিটিজ, পূজা, রেমন, শ্রীকুমার৩:৪২
৪."এহসান"অর্তি সিনহা, বেদব্রত পাইন, কসিটিজ, মনি, পূজা, রেমন, শ্রীকুমার৩:৫২
৫."দ্য বেটেল" ২:০৭
৬."ইন্সপারেসন" ১:০৪
৭."মাস্টারদা" ০:৫৮
৮."চট্টগ্রাম" ২:০৪

বহিঃসংযোগ

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী