চাঁদপুর কমিউটার

বাংলাদেশের নামযুক্ত যাত্রীবাহী ট্রেন

চাঁদপুর কমিউটার (ট্রেন নংঃ ৮১/৮২/৮৩/৮৪) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি কমিউটার ট্রেন। এটি চাঁদপুরের চাঁদপুর রেলওয়ে স্টেশনকুমিল্লার লাকসাম জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে।[১][২]

চাঁদপুর কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার
অবস্থাঅচল(বন্ধ আছে)
প্রথম পরিষেবা১৬ সেপ্টেম্বর ২০১৩; ১০ বছর আগে (2013-09-16)
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুচাঁদপুর রেলওয়ে স্টেশন
বিরতি১০টি
শেষলাকসাম জংশন রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব৬৯ কিলোমিটার (৪৩ মাইল)
যাত্রার গড় সময়১ ঘণ্টা ৪১ মিনিট
পরিষেবার হারসপ্তাহে ৬দিন (শুক্রবার বন্ধ)
রেল নং৮১/৮২/৮৩/৮৪
ব্যবহৃত লাইনলাকসাম-চাঁদপুর রেলপথ
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানেই
খাদ্য সুবিধানেই
মালপত্রের সুবিধাওভারহেড রেক
কারিগরি
গাড়িসম্ভার৩ গাড়ী বিশিষ্ট একটি ডেমু সেট
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
ট্র্যাকের মালিকবাংলাদেশ রেলওয়ে
রক্ষণাবেক্ষণলাকসাম

ট্রেনটি ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বর উদ্বোধন করা হয় এবং একই মাসের ১৬ তারিখ থেকে ট্রেনটি চলাচল করা শুরু করে।[৩] প্রথমে এটি চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত চললেও পরে তা লাকসামে নিয়ে আসা হয়। ট্রেনটি যান্ত্রিক ত্রুটি ও করোনাভাইরাস মহামারীর কারণে বেশ কয়েকবার বন্ধ করা হয়।[৪] তারপর থেকে বন্ধ আছে।

সময়সূচী

বাংলাদেশ রেলওয়ের সময়সূচী পরিবর্তনশীল। বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বশেষ সময়সূচী যাচাই করার জন্য অনুরোধ করা হলো। নিম্নোক্ত সময়সূচীটি বাংলাদেশ রেলওয়ের ৫২তম সময়সূচী অনুযায়ী যা ২০২০ সালের ১০ই জানুয়ারি হতে কার্যকর।[৫]

ট্রেন

নং

উৎসপ্রস্থানগন্তব্যপ্রবেশসাপ্তাহিক

ছুটি

৮১চাঁদপুর০৯:১০লাকসাম১০:৪৫শুক্রবার
৮২লাকসাম০৭:২০চাঁদপুর০৯:০০
৮৩চাঁদপুর১৭:২০লাকসাম১৯:০০
৮৪লাকসাম১৫:০০চাঁদপুর১৬:৫০

যাত্রাবিরতি

অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।

রোলিং স্টক

এটি এক সেট ডিজেল-ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) স্টক দ্বারা চলে যেটাতে তিনটি গাড়ী রয়েছে। ট্রেনটির ধারণক্ষমতা ৩০০ জন যাত্রী।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী