চরসাদ্দা জেলা (পাকিস্তান)

চরসাদ্দা জেলা (পশতু: چارسدہ ولسوالۍ, উর্দু: ضِلع چارسدہ‎‎) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার বিভাগের একটি জেলা। ১৯৯৮ সালে পৃথক জেলা হিসাবে প্রতিষ্ঠার পূর্বে এটি পেশোয়ার জেলার একটি তহসিল ছিল।[২] জেলাটিতে পশতুন সম্প্রদায়ের জনসংখ্যা বেশির ভাগই রয়েছে। জেলাটির প্রধান সদর দপ্তর হচ্ছে চরসদ্দা নামক শহর, যেটি পেশোয়ারের প্রাক্তন মহানগর অঞ্চলের অংশ ছিল।

চরসাদ্দা জেলা
Charsadda District
জেলা
খাইবার পাখতুনখোয়া প্রদেশের অবস্থান
খাইবার পাখতুনখোয়া প্রদেশের অবস্থান
দেশ পাকিস্তান
প্রদেশখাইবার পাখতুনখোয়া
রাজধানীচরসাদ্দা
আয়তন
 • জেলা৯৯৬ বর্গকিমি (৩৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১৭)[১]
 • জেলা১৬,১৬,১৯৮
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,২০০/বর্গমাইল)
 • পৌর এলাকা২,৭০,১৭৫
 • গ্রামীণ১৩,৪৬,০২৩
সময় অঞ্চলপিএসটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা

জনসংখ্যার উপাত্ত

২০১৭ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, চরসাদ্দা জেলার জনসংখ্যা ছিল প্রায় ১,৬১৬,১৯৮ জন।[৩] বছরের সরকারী হিসাব অনুসারে চরসাদ্দা জেলার জনসংখ্যা নিচের ছকে দেখানো হয়েছে।[[৪]

আদমশুমারি বছরজনসংখ্যাগ্রামীণ এলাকাশহুরে এলাকা
১৯৫১২৮২,৬১৮২৩৩,২৩৩৪৯,৩৮৫
১৯৬১৩৬৪,০৮৮২৮৮,৩৩০৭৫,৭৫৮
১৯৭২৫১৩,১৯৩৪০৮,১২৯১০৫,০৬৪
১৯৮১৬৩০,৮১১৪৯৮,৯৭৭১৩১,৮৩৪
১৯৯৮১,০২২,৩৬৪৮২৯,৫১৩১৯২,৮৫১
২০১৭১,৬১৬,১৯৮১,৩৪৬,০২৩২৭০,১৭৫[৫]

১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুসারে জনসংখ্যা ছিল ১০,২২,০০০ জন যার মধ্যে ১৯% শহুরে বসবাসকারী ছিল।[৬] প্রধান ভাষা পশতু, যেখানে জনসংখ্যার প্রায় ৯৯.৪% ব্যবহার করে থাকে।[৭]

প্রশাসন

জেলা প্রশাসনিকভাবে মোট ৩টি তহসিলে বিভক্ত করা হয়েছে যার মধ্যে ৫৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৮]

তহসিলইউনিয়ন পরিষদের সংখ্যা
চরসাদ্দা৩৪
তাঙ্গি১২
শবকাদার১২

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

  • 1998 District census report of Charsadda। Census publication। 68। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০। 

টেমপ্লেট:Charsadda-Union-Councils

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী