গ্লোরিয়া স্টুয়ার্ট

মার্কিন অভিনেত্রী

গ্লোরিয়া স্টুয়ার্ট ইংরেজি: Gloria Stewart; ৪ জুলাই ১৯১০ - ২৬ সেপ্টেম্বর ২০১০) ছিলেন একজন মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী, ভিজ্যুয়াল শিল্পী ও সমাজকর্মী। সাউদার্থ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণকারী স্টুয়ার্ট ১৯২০-এর দশকে উচ্চ বিদ্যালয়ের থাকাকালীন অভিনয় শুরু করেন এবং ১৯৩০ ও ১৯৪০-এর দশকে মঞ্চে অভিনয় করেন। তিনি লস অ্যাঞ্জেলেসনিউ ইয়র্ক সিটির লিটল থিয়েটার ও গ্রীষ্মকালীন স্টক কোম্পানিতেও কাজ করেন। ১৯৩২ সালে তিনি ইউনিভার্সাল পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ হন এবং এই স্টুডিওর চলচ্চিত্রগুলোতে অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল দি ওল্ড ডার্ক হাউজ (১৯৩২), দি ইনভিজিবল ম্যান (১৯৩৩) ও দ্য থ্রি মাস্কেটিয়ার্স (১৯৩৯)।

গ্লোরিয়া স্টুয়ার্ট
Gloria Stuart
আনু. ১৯৩৫ সালে স্টুডিও প্রচারণামূলক ছবিতে স্টুয়ার্ট
জন্ম(১৯১০-০৭-০৪)৪ জুলাই ১৯১০
মৃত্যু২৬ সেপ্টেম্বর ২০১০(2010-09-26) (বয়স ১০০)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যুর কারণফুসফুসের ক্যান্সার থেকে শ্বাস প্রদাহ
জাতীয়তামার্কিন
অন্যান্য নামগ্লোরিয়া ফ্রান্সেস স্টুয়ার্ট
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি
পেশাঅভিনেত্রী, চিত্রশিল্পী
কর্মজীবন১৯২৭-২০০৪
দাম্পত্য সঙ্গীব্লেয়ার গর্ডন নিউয়েল (বি. ১৯৩০; বিচ্ছেদ. ১৯৩৪)
আর্থার শিকম্যান (বি. ১৯৩৪; মৃ. ১৯৭৮)
সন্তান

১৯৪৫ সালে টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের সাথে স্বল্পকালীন চুক্তি শেষে স্টুয়ার্ট অভিনয় জীবন ত্যাগ করে চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি পরবর্তী পাঁচ দশক ফাইন প্রিন্টার হিসেবে কাজ করেন এবং চিত্র অঙ্কন, সেরিগ্রাফি, ক্ষুদ্র চিত্র সংবলিত বই, বনজাই, ও দেকুপাজে মনোযোগী হন। ১৯৭০-এর দশকের শেষের দিকে তিনি অভিনয়ে ফিরে আসেন এবং রিচার্ড বেঞ্জামিনের মাই ফেভারিট ইয়ার (১৯৮২) ও ওয়াইল্ডক্যাটস (১৯৮৬) চলচ্চিত্রে ক্ষুদ্র ভূমিকায় অভিনয় করেন।

স্টুয়ার্ট জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক ছবিতে ১০১ বছর বয়সী রোজ ডসন কালভার্ট চরিত্রে অভিনয় দিয়ে প্রসিদ্ধি লাভ করেন। তার এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত শেষ চলচ্চিত্র হল ভিম ভেন্ডাস পরিচালিত ল্যান্ড অব প্লেন্টি (২০০৪)। তিনি ২০১০ সালে ১০০ বছর বয়সে মারা যান।[১]

অভিনয় ও শিল্প পেশার পাশাপাশি স্টুয়ার্ট একজন পরিবেশবাদী ছিলেন এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী