গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১

হিন্দি ভাষার চলচ্চিত্র

গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১ (মূল: Gangs of वासेपुर) হল অনুরাগ কশ্যপ পরিচালিত ২০১২ সালের ভারতীয় হিন্দি ভাষার ডার্ক কমেডি অপরাধ চলচ্চিত্র। এটি রচনা করেছেন কশ্যপ ও জেশান কাদরি। এটি গ্যাংস অব ওয়াসেপুর ধারাবাহিকের প্রথম কিস্তি। এটি ১৯৪১ সালে থেকে ১৯৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ধনবাদের কয়লা মাফিয়া এবং তিনটি পরিবারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব, রাজনীতি ও প্রতিশোধ নিয়ে আবর্তিত। প্রথম ভাগের তারকাবহুল অভিনয়শিল্পীদলে রয়েছেন মনোজ বাজপেয়ী, ঋচা চড্ডা, রিমা সেন, পিযূষ মিশ্র, নওয়াজুদ্দীন সিদ্দিকী, বিনীত কুমার সিং, পঙ্কজ ত্রিপাঠি, হুমা কুরেশী, অনুরিতা ঝা ও তিগমাংশু ধুলিয়া

গ্যাংস অব ওয়াসেপুর - ভাগ ১
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকঅনুরাগ কশ্যপ
প্রযোজক
রচয়িতা
কাহিনিকারজেশান কাদরি
শ্রেষ্ঠাংশে
বর্ণনাকারীপিযূষ মিশ্র
সুরকার
  • স্নেহা খানওয়ালকার (গান)
  • জি. ভি. প্রকাশ কুমার (সুর)
চিত্রগ্রাহকরাজীব রবি
সম্পাদকশ্বেতা বেঙ্কট
পরিবেশকভায়াকম ১৮ মোশন পিকচার্স
মুক্তি
  • মে ২০১২ (2012-05) (কান)
  • ২২ জুন ২০১২ (2012-06-22) (ভারত)
স্থিতিকাল১৬০ মিনিট[১]
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয় ৯.২ কোটি (US$ ১.১২ মিলিয়ন)[২]
আয় ২৭.৮৫ কোটি (US$ ৩.৪ মিলিয়ন)[৩][৪][৫][৬][৭][৮]

দুটি খণ্ড একক চলচ্চিত্র হিসেবে ধারণ করা হলেও এর মোট দৈর্ঘ্য হয় ৩১৯ মিনিট।[৯][১০][১১] কোন ভারতীয় প্রেক্ষাগৃহ পাঁচ ঘণ্টার চলচ্চিত্র প্রদর্শন করবে না, তাই এটি দুই খণ্ডে ভাগ করে মুক্তি দেওয়া হয়। গ্যাংস অব ওয়াসেপুর ২০১২ সালে কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে সম্পূর্ণ প্রদর্শিত হয়,[১২] এবং এটিই একমাত্র হিন্দি ভাষার চলচ্চিত্র হিসেবে এই সম্মান অর্জন করে।[১৩] ২০১৩ সালে জানুয়ারিতে এটি সানড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। চলচ্চিত্রটি বারাণসী, বিহারচুনারে ধারণ করা হয়, যেখান থেকে ভারতীয় লোকসঙ্গীত সংবলিত চলচ্চিত্রের সাউন্ডট্র্যাকের অনুপ্রেরণা নেওয়া হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী