ক্রেগ ম্যাকডারমট

অস্ট্রেলীয় ক্রিকেটার

ক্রেগ জন ম্যাকডারমট (ইংরেজি: Craig John McDermott; জন্ম: ১৪ এপ্রিল, ১৯৬৫) কুইন্সল্যান্ড প্রদেশে জন্মগ্রহণকারী সাবেক ও বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও কোচ। ১৯৮৭ সালে ভারত-পাকিস্তানে অনুষ্ঠিত ৪র্থ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় বিজয়ী অস্ট্রেলিয়া দলের অন্যতম খেলোয়াড় ছিলেন। ঐ প্রতিযোগিতায় তিনি সর্বাধিক ১৮ উইকেট লাভ করেছিলেন। সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন ‘বিলি’ ডাকনামে পরিচিত ক্রেগ ম্যাকডারমট

ক্রেগ ম্যাকডারমট
১৯৮৬ সালের সংগৃহীত স্থিরচিত্রে ব্রুস রিড ও ক্রেগ ম্যাকডারমট (ডানে)
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ক্রেগ জন ম্যাকডারমট
জন্ম (1965-04-14) ১৪ এপ্রিল ১৯৬৫ (বয়স ৫৯)
ইপসুইচ, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া
ডাকনামবিলি
উচ্চতা১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার, কোচ
সম্পর্কএসি ম্যাকডারমট (পুত্র)
বিআর ম্যাকডারমট (পুত্র)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩২৮)
২২ ডিসেম্বর ১৯৮৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৫ জানুয়ারি ১৯৯৬ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮২)
৬ জানুয়ারি ১৯৮৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই২৩ জানুয়ারি ১৯৯৬ বনাম কেনিয়া
ওডিআই শার্ট নং১৫
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৩–১৯৯৫কুইন্সল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআই
ম্যাচ সংখ্যা৭১১৩৮
রানের সংখ্যা৯৪০৪৩২
ব্যাটিং গড়১২.২০৭.০৮
১০০/৫০০/০০/০
সর্বোচ্চ রান৪২*৩৭
বল করেছে২৭৬৪.২১২৪৩.৩
উইকেট২৯১২০৩
বোলিং গড়২৮.৬৩২৪.৭১
ইনিংসে ৫ উইকেট১৪
ম্যাচে ১০ উইকেট-
সেরা বোলিং৮/৯৭৫/৪৪
ক্যাচ/স্ট্যাম্পিং১৯/০২৭/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ মার্চ ২০১৩

বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ১৯৮০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৯০-এর দশকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের অন্যতম পুরোধা ছিলেন তিনি। তার সন্তান বেন ম্যাকডারমট অস্ট্রেলিয়ার পক্ষে ও অ্যালিস্টার ম্যাকডারমট কুইন্সল্যান্ডের পক্ষে খেলছেন।

খেলোয়াড়ী জীবন

ছন্দময় বোলার হিসেবে সবিশেষ পরিচিতি রয়েছে ম্যাকডারমটের। ১৯৮৩-৮৪ মৌসুমে কুইন্সল্যান্ড বুলসের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯৮৪-৮৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন তিনি। ১৯৮৫ সালে প্রথম অ্যাশেজ সফরে যান ও ৩০ উইকেট লাভ করেন; কিন্তু বোলিংয়ে অধিক রান দেন। ইংল্যান্ডের বিপক্ষেই তিনি অধিক সফল ছিলেন। শেষ অ্যাশেজ সফরে ৩২ উইকেট পান।

টেস্ট ও ওডিআইয়ে যে-কোন কুইন্সল্যান্ডীয় ক্রিকেটারের তুলনায় তিনি সর্বাধিক উইকেট লাভের রেকর্ড গড়েছেন। অন্য কুইন্সল্যান্ডীয় মিচেল জনসন দেড়শতাধিক টেস্ট উইকেট পেয়েছেন।[১][২]

কোচিং জীবন

অসময়ে আঘাতপ্রাপ্তিজনিত কারণে ১৯৯৫ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ১৯৯৬ সালের বিশ্বকাপে যোগ দিতে ব্যর্থ হন। এছাড়াও তিনি ১৯৯৩ সালে অ্যাশেজ সফরে যেতে পারেননি; ফলে শেন ওয়ার্নমার্ভ হিউজ তার অনুপস্থিতিতে দলে পাকাপোক্তভাবে স্থান করে নেন।

১২ মে, ২০১১ তারিখে ঘোষণা করা হয় যে তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নতুন বোলিং কোচ হিসেবে মনোনীত হয়েছেন। তিনি ট্রয় কুলি’র স্থলাভিষিক্ত হন।[৩] এর এক বছর পর ১১ মে, ২০১২ তারিখে ম্যাকডারমট এ পদ ত্যাগ করেন। এর কারণ হিসেবে তিনি বলেন যে, অনেক বিদেশ সফরই এর মূল কারণ।[৪] এরপর ক্রেগ ম্যাকডারমট নতুন বোলিং কোচ হিসেবে মনোনীত হন ও আয়ারল্যান্ড ক্রিকেট দলের পরামর্শক নিযুক্ত হন।[৫]

নভেম্বর, ২০১২ সালে তিনি ফাস্ট-বোলিং ক্লিনিকের একটি প্রতিষ্ঠান উদ্বোধনের ঘোষণা দেন।[৬]

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

গ্রন্থপঞ্জী

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী