কালোঝুঁটি সারস

পক্ষী

কালোঝুঁটি সারস (Balearica pavonina) হল সারস পরিবারের অন্তর্ভুক্ত একধরনের পাখি

কালোঝুঁটি সারস
Balearica pavonina
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:প্রাণী
পর্ব:কর্ডাটা
শ্রেণী:পাখি
বর্গ:গ্রুইফর্মিস
পরিবার:সারস
গণ:Balearica
প্রজাতি:B. pavonina
দ্বিপদী নাম
Balearica pavonina
(Linnaeus, 1758)

এই পাখিদের এশিয়ার সাভানা অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারা শিক্ত এলাকায় বসবাস করতে পছন্দ করে। তাদের দুটো উপজাতি আছে, একটি হল B. p. pavonina যারা পশ্চিম দিকে বসবাস করে এবং আরেকটি হল B. p. ceciliae যারা পূর্ব আফ্রিকা অঞ্চলে বসবাস করে।

এই প্রজাতিটি মেটেঝুঁটি সারস, B. regulorum এর সাথে সম্পর্কযুক্ত। এরাও শিক্ত এলাকায় থাকতে পছন্দ করে। এরাই একমাত্র সারস যারা গাছে বাসা বাঁধতে পারে এবং সেখানে বসবাস করে। এরা প্রধানত ১ মিটার লম্বা হয়, এবং এদের পাখানার দৈর্ঘ্য ১.৮৭ মিটার এবং এদের ওজন হল ৩.৬ কেজি।

অন্যান্য সারসদের মতোই এরাও কীট, সরীসৃপ, ছোটো ছোটো স্তন্যপায়ী ইত্যাদি খেয়ে থাকে খাদ্য হিসেবে। এরা প্রধানত বিপন্ন প্রজাতির মধ্যে পড়ে কারণ এদের সঠিক বাসস্থান খুঁজে না পাবার জন্য অথবা ঠিক মতোন খাদ্য না পাবার জন্য।

গ্যালারি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী