কাতার জাতীয় নারী ক্রিকেট দল

জাতীয় নারী ক্রিকেট দল
(কাতার জাতীয় মহিলা ক্রিকেট দল থেকে পুনর্নির্দেশিত)

কাতার জাতীয় নারী ক্রিকেট দল নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে কাতারের প্রতিনিধিত্ব করে। দলটির দায়িত্বে আছে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে সংস্থাটি ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সদস্য।

কাতার
কাতারের জাতীয় পতাকা
সংঘকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন
কর্মীবৃন্দ
অধিনায়কআয়েশা মোহাম্মদ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (২০১৭)
অনুমোদনপ্রাপ্ত সদস্য (১৯৯৯)
আইসিসি অঞ্চলএশিয়া
আইসিসি র‍্যাংকিংবর্তমান[১]সেরা
টি২০আই৫৯তম২৪শ (৬ ফেব্রুয়ারি ২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিকবনাম  ভুটান (বন্দর কিনরারা, ৩ জুলাই ২০০৯)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইবনাম  ওমান (দোহা, ১৭ জানুয়ারি ২০২০)
সর্বশেষ টি২০আইবনাম    নেপাল (বাঙি, ৪ সেপ্টেম্বর ২০২৩)
টি২০আইম্যাচজয়/পরাজয়
মোট[২]২৭৫/২২ (০ টাই, ০ ফলাফল হয়নি)
বর্তমান বছর[৩]০/০ (০ টাই, ০ ফলাফল হয়নি)
২১ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী

আন্তর্জাতিক প্রতিযোগিতা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৯ এসিসি নারী টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে কাতার প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয়। গ্রুপ পর্বে দলটি ইরানের বিপক্ষে একটি জয় লাভ করে। টুর্নামেন্টের ১১শ স্থান নির্ধারণী ম্যাচে কুয়েতকে পরাজিত করে কাতার একাদশ স্থান অর্জন করতে সক্ষম হয়। ২০১১ সালের আসরটি কাতারের পার্শ্ববর্তী কুয়েতে অনুষ্ঠিত হলেও কাতার তাতে অংশ নেয়নি। কিন্তু থাইল্যান্ডে অনুষ্ঠিত ২০১৩ সালের আসরে কাতার পুনরায় অংশগ্রহণ করে। ২০১৪ সালে অনুষ্ঠিত জিসিসি নারী টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও কাতার অংশগ্রহণ করে, যেখানে তারা সর্বশেষ স্থান অধিকার করে।

২০২০ সালে কাতার, ওমান ও কুয়েতের অংশগ্রহণে দোহায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে কাতার দল প্রথমবারের মত আনুষ্ঠানিক টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচে অংশগ্রহণ করে।[৪] কাতারের প্রথম টি২০আই ম্যাচ ছিল ২০২০ সালের ১৭ জানুয়ারি ওমানের বিরুদ্ধে।

১৭ জানুয়ারি ২০২০
১৩:০০
স্কোরকার্ড
ওমান 
১১৪/৩ (২০ ওভার)
 কাতার
১১১/৬ (২০ ওভার)
ফিজা জাভেদ ৩৪* (৩৪)
নাহান আরিফ ১/১৬ (৪ ওভার)
আয়েশা মোহাম্মদ ২৭* (২৩)
ভক্তি শেট্টি ২/১৫ (২ ওভার)
ওমান ৩ রানে জয়ী
ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা
আম্পায়ার: নবীন দ্‌'সুজা (কুয়েত) ও মোহাম্মদ নাসিম (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফিজা জাভেদ (ওমান)
  • কাতার টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অক্ষতা সাংগুলকর, অ্যাঞ্জেলিন মারে, আয়েশা আবদুর রহমান, আয়েশা মোহাম্মদ, আলিনা খান, খাদিজা আহমেদ ইমতিয়াজ, তৃপ্তি কালে, নাহান আরিফ, রোশেল কুইন, শাহরিননওয়াব বাহাদুর, সাচি ধাড়ওয়াল (কাতার), ইয়াশিকা বর্মা, নিকিতা জগদীশ, প্রিয়াংকা মেঁদোঁসা, ফিজা জাভেদ, বৈশালী জেসরানি, ভক্তি শেট্টি, সাক্ষী শেট্টি, সামিরা খান, স্নেহল নায়ার, হিনা জাভেদ ও হিরা জাভেদ (ওমান)-এর টি২০আই অভিষেক হয়।

খেলোয়াড়

২০২৩ আইসিসি নারী টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের দলটি ছিল নিম্নরূপ:[৫]

  • আয়েশা মোহাম্মদ (অধি.)
  • অ্যাঞ্জেলিন মারে
  • আলিনা খান
  • খাদিজা আহমেদ ইমতিয়াজ
  • তাফাউল আল-খাইর
  • তৃপ্তি কালে (উই.)
  • রিজফা বানু (উই.)
  • রোশেল কুইন
  • শাহরিননওয়াব বাহাদুর
  • শ্রুতিবেন কমলেশভাই রানা (উই.)
  • সাচি ধাড়ওয়াল
  • সাবিজা আদিয়েরি পনায়ন
  • সুধা থাপা
  • হিরল আগরওয়াল

পরিসংখ্যান

আন্তর্জাতিক ম্যাচের সারসংক্ষেপ — কাতার[৬]
২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

খেলার রেকর্ড
ফরম্যাটম্যাচজয়পরাজয়টাইফলাফল হয়নিপ্রথম ম্যাচ
টোয়েন্টি২০ আন্তর্জাতিক২৭২২১৭ জানুয়ারি ২০২০

টোয়েন্টি২০ আন্তর্জাতিক

  • সর্বোচ্চ দলীয় স্কোর: ২৮২/২ বনাম সৌদি আরব (আল আমিরাত, ২৫ মার্চ ২০২২)[৭]
  • সর্বোচ্চ একক স্কোর: ১১৩*, আয়েশা মোহাম্মদ বনাম সৌদি আরব (আল আমিরাত, ২৫ মার্চ ২০২২)[৮]
  • ইনিংসে সেরা বোলিং বিশ্লেষণ: ৪/৪, হিরল আগরওয়াল বনাম সৌদি আরব (আল আমিরাত, ২৫ মার্চ ২০২২)[৯]

কাতারের হয়ে টি২০আই ক্রিকেটে সর্বোচ্চ উইকেট[১১]

খেলোয়াড়উইকেটগড়সময়
হিরল আগরওয়াল১৭২১.১১২০২১–২০২৩
আয়েশা মোহাম্মদ১৬২৩.২৫২০২০–২০২৩
রোশেল কুইন১৬২৬.৮৭২০২০–২০২৩
সাচি ধাড়ওয়াল১৪২৭.৬৪২০২০–২০২৩
অ্যাঞ্জেলিন মারে১৩২৭.৮৪২০২০–২০২৩

অন্যান্য দলের বিরুদ্ধে টি২০আই পরিসংখ্যান[৬]
টি২০আই #১৬৬৬ পর্যন্ত সঠিক পরিসংখ্যান। ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বশেষ হালনাগাদ।

প্রতিপক্ষম্যাচজয়পরাজয়টাইফলাফল হয়নিপ্রথম ম্যাচপ্রথম জয়
সহযোগী সদস্যের বিরুদ্ধে
 উগান্ডা১৪ ডিসেম্বর ২০২২
 ওমান১৭ জানুয়ারি ২০২০১৯ জুন ২০২২
 কুয়েত১৭ জানুয়ারি ২০২০১৭ জানুয়ারি ২০২০
 কেনিয়া১৫ ডিসেম্বর ২০২২
 তানজানিয়া১৪ ডিসেম্বর ২০২২
   নেপাল১৬ নভেম্বর ২০২১
 বাহরাইন২১ মার্চ ২০২২২১ মার্চ ২০২২
 ভুটান১ সেপ্টেম্বর ২০২৩
 মালয়েশিয়া১৮ জুন ২০২২
 সংযুক্ত আরব আমিরাত২০ মার্চ ২০২২
 সিঙ্গাপুর২১ জুন ২০২২২১ জুন ২০২২
 সৌদি আরব২৫ মার্চ ২০২২২৫ মার্চ ২০২২

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী