কাউশিউং

তাইওয়ানের তৃতীয় বৃহত্তম শহর

কাউশিউং (ম্যান্ডারিন চীনা ভাষা: [kɑ́ʊɕjʊ̌ŋ] (); ওয়েড–জাইলজ: Kao¹-hsiung²; ফিনিন: Gāoxióng), দাপ্তরিকভাবে কাউশিউং সিটি, দক্ষিণ তাইওয়ানে অবস্থিত একটি বিশেষ পৌরসভা। ২,৯৫২ বর্গ কিলোমিটার (১,১৪০ বর্গ মাইল) আয়তনের শহরটি উপকূলীয় নগর কেন্দ্র থেকে গ্রাম্য ইউশান পর্বতমালা পর্যন্ত বিস্তৃত, যা দক্ষিণ তাইওয়ানের বৃহত্তম শহর। ২০২৩ সালের অক্টোবর মোতাবেক, এই শহরে প্রায় ২.৭৩ মিলিয়ন লোক বসবাস করে, যার ফলে এটি তাইওয়ানের তৃতীয় সবচেয়ে জনবহুল শহর।[৪]

কাউশিউং সিটি
高雄市
তাকাও, তাকোও, তাকাউ
বিশেষ পৌরসভা
রাতের কাউশিউং শহর
ওয়ার্ল্ড গেম ২০০৯ স্টেডিয়াম
Kaohsiung Museum of History
Dragon and Tiger Pagodas on Lotus Lake
National Kaohsiung Center for the Arts
Kaohsiung Music Center
শীর্ষ থেকে ঘড়ির কাঁটার দিকে: রাতের কাউশিউং শহর, পদ্ম পুকুর, কাউশিউং সঙ্গীত কেন্দ্র, ন্যাশনাল কাউশিউং সেন্টার ফর দি আর্টস, কাউশিউং জাতীয় স্টেডিয়াম, কাউশিউং মিউজিয়াম অব হিস্ট্রি
কাউশিউং সিটির পতাকা
পতাকা
কাউশিউং সিটির অফিসিয়াল সীলমোহর
Logo (stylized form of )
ব্যুত্পত্তি: তাকাও প্রিফেকচার
ডাকনাম: পোতাশ্রয় শহর (গাংদু), মেরিটাইম রাজধানী, ওয়াটারফ্রন্ট শহর
মানচিত্র
কাউশিউং সিটির অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৬′৫৪″ উত্তর ১২০°১৭′৫১″ পূর্ব / ২২.৬১৫০০° উত্তর ১২০.২৯৭৫০° পূর্ব / 22.61500; 120.29750
দেশ প্রজাতন্ত্রী চীন (তাইওয়ান)
ফংশান কাউন্টি১৬৮৩
তাকাও প্রিফেকচারসেপ্টেম্বর ১৯২০
কাউশিউং সিটি২৫ অক্টোবর ১৯৪৫
কাউশিউং কাউন্টি৬ ডিসেম্বর ১৯৪৫
ইউয়েন-নিয়ন্ত্রিত পৌরসভায় উন্নীতকরণ১ জুলাই ১৯৭৯
কাউশিউং কাউন্টির সাথে একত্রীতকরণ২৫ ডিসেম্বর ২০১০
সরকার
 • নগরপালজেন জি-মাই (ডিপিপি)
আয়তন[১][২]
 • বিশেষ পৌরসভা২,৯৫১.৮৫ বর্গকিমি (১,১৩৯.৭২ বর্গমাইল)
 • পৌর এলাকা৩৬৩ বর্গকিমি (১৪০ বর্গমাইল)
এলাকার ক্রম২২-এর মধ্যে ৪
উচ্চতা৯ মিটার (৩০ ফুট)
জনসংখ্যা (অক্টোবর ২০২৩)[৩]
 • বিশেষ পৌরসভা২৭,৩৭,৬৬০
 • ক্রম২২-এর মধ্যে ৩
 • জনঘনত্ব৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
 • পৌর এলাকা[৩]২৫,৬৫,০০০
 • পৌর এলাকার জনঘনত্ব৭,১০০/বর্গকিমি (১৮,০০০/বর্গমাইল)
সময় অঞ্চলজাতীয় মান সময় (ইউটিসি+8)
পোস্টাল কোড৮০০–৮৫২
ফুলচীনা হিবিস্কাস
গাছতুলা গাছ
ওয়েবসাইটwww.kcg.gov.tw/en উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি ভাষায়)
কাউশিউং সিটি
চীনা নাম
চীনা 高雄
আক্ষরিক অর্থপ্রাচীন সিরায়া নামের জাপানি রূপ
জাপানি নাম
কাঞ্জি 高雄市
কানা たかおし

১৭শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হওয়ার পর কাউশিউং ছোট বাণিজ্যিক গ্রাম থেকে দক্ষিণ তাইওয়ানের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হয়েছে। সময়ের পরিক্রমায় এখানে উৎপাদন, ইস্পাত তৈরি, তেল শোধনাগার, মাল পরিবহন, জাহাজ নির্মাণের মত গুরুত্বপূর্ণ শিল্প গড়ে ওঠেছে। গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড সিটিজ রিসার্চ নেটওয়ার্ক শহরটিকে "গামা" স্তরের বৈশ্বিক শহর হিসেবে শ্রেণিকৃত করেছে।[৫] কাউশিউং দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কারণ এটি তাইওয়ানের প্রধান বন্দর নগর। কাউশিউং বন্দর তাইওয়ানের বৃহত্তম ও ব্যস্ততম পোতাশ্রয় এবং এই বন্দর হয়ে দেশটির ৬৭% আমদানি-রপ্তানি কন্টেইনার আসা-যাওয়া করে।[৬] কাউশিউং আন্তর্জাতিক বিমানবন্দর তাইওয়ানের দ্বিতীয় বৃহত্তম ও যাত্রীবহনের দিক থেকে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।[৭]

ব্যুৎপত্তি

১৬শ ও ১৭শ শতাব্দীতে হোকলো অভিবাসীরা এই এলাকাকে তাকাউ নামে ডাকত। এক তত্ত্ব অনুসারে, তাকাউ নামটির উৎপত্তি আদিবাসী সিরায়া ভাষা থেকে, যার অর্থ "বাঁশ বাগান"। অন্য একটি তত্ত্ব অনুসারে, নামটি মাকাতাও জনগোষ্ঠীর নাম থেকে এসেছে, যারা ইউরোপীয় ও হোকলোদের বসতি স্থাপনের পূর্বে এই এলাকায় বসবাস করত। অনেকে মাকাতাওদের সিরায়া জনগোষ্ঠীর অংশ বলে গণ্য করে।[৮]

দক্ষিণ তাইওয়ানে ওলন্দাজ উপনিবেশ সময়কালে এই এলাকা ইউরোপীয়দের কাছে তানকোইয়া নামে পরিচিত ছিল। ১৬৬২ সালে মিংদের বিশ্বস্ত কোসিঙ্গা কর্তৃক প্রতিষ্ঠিত তুংনিং রাজ্য ওলন্দাজদের উচ্ছেদ করে। ১৬৬৪ সালে তার পুত্র চেং চিং গ্রামটির নামকরণ করেন বানলিয়ান-চিউ।

তাইওয়ান প্রজাতন্ত্রী চীনের সমর্পণের পর চীনা লিখন পদ্ধতি পরিবর্তন হয়নি, বরং মান্দারিন উচ্চারণ গ্রহণ করা হয়। ফলে এর দাপ্তরিক রোমানিকৃত নাম দাঁড়ায় কাউশিউং (ফিনিন: Gāoxióng; ওয়েড-জাইলস: Kao¹-hsiung²), যা 高雄 এর মান্দারিন চীনার ওয়েড-জাইলজ রোমানিকরণ।

ভূগোল

শহরটি তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে তাইওয়ান প্রণালীর দিকে অবস্থিত। এর উত্তর সীমান্তে তাইনান, উত্তর-পশ্চিম সীমান্তে চিয়াই ও নানতো কাউন্টি, উত্তর-পূর্ব সীমান্তে তাইতুং কাউন্টি এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব সীমান্তে পিংতুং কাউন্টি অবস্থিত। শহরের কেন্দ্রস্থল কাউশিউং পোতাশ্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠেছে এবং পোতাশ্রয়ের অপর দিকে চিচিন জেলা প্রাকৃতিক তরঙ্গরোধ হিসেবে কাজ করে। আই নদী প্রাচীন শহর ও শহরের কেন্দ্রস্থল হয়ে পোতাশ্রয়ে পতিত হয়েছে। জুওইং সামরিক পোতাশ্রয় কাউশিউং পোতাশ্রয় ও শহরের কেন্দ্রের উত্তরে অবস্থিত। কাউশিউংয়ের প্রাকৃতিক স্থলচিহ্নের মধ্যে রয়েছে এপ পাহাড় ও বানপিং পর্বত।

জলবায়ু

কর্কটক্রান্তি রেখার এক ডিগ্রি দক্ষিণে অবস্থিত কাউশিউংয়ে ক্রান্তীয় সাভানা জলবায়ু বিরাজমান।[৯] এখানে মাসিক গড় তাপমাত্রা ২০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের (৬৮ ও ৮৪ ফারেনহাইট) মধ্যে এবং আদ্রতা ৭১ থেকে ৮১% এর মধ্যে।

কাউশিউং পোতাশ্রয়ের সমুদ্রের তাপমাত্রা বছর জুড়ে ২২ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে,[১০] যা লিউচিউ দ্বীপের পর দক্ষিণ তাইওয়ানের দ্বিতীয় সর্বোচ্চ।[১১] সাম্প্রতিক রেকর্ড অনুসারে, গত তিন দশকে এই শহরের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ১৯৮৩ সালে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস (৭৫.৬ ডিগ্রি ফারেনহাইট) থেকে বেড়ে ২০১২ সালে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস (৭৭.৪ ডিগ্রি ফারেনহাইট) হয়েছে।

জনমিতি

২০১৮ সালের ডিসেম্বর মাসে কাউশিউং শহরের জনসংখ্যা ২৭,৭৩,৫৩৩, যা জনসংখ্যার দিক থেকে নিউ তাইপে সিটিতাইচুংয়ের পর তৃতীয় বৃহত্তম শহর, এবং এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৯৩৯.৫৯ জন।[৪] এই শহরের মধ্যে ফংশান জেলা সবচেয়ে জনবহুল জেলা, যার মোট জনসংখ্যা ৩৫৯,৫১৯, এবং সিনসিং জেলা সবচেয়ে ঘনত্বপূর্ণ জেলা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ২৫,৮২০ জন লোক বসবাস করে।

খেলাধুলা

কাউশিউং ভিত্তিক পেশাদার বেসবল দল টিএসজি হকস তাইওয়ানের চীনা পেশাদার বেসবল লিগে খেলে থাকে।[১২]

কাউশিউং শহরে আয়োজিত সাম্প্রতিক ক্রীড়া আয়োজনসমূহ হল:

  • ২০০১ এশীয় সাইক্লিং চ্যাম্পিয়নশিপ
  • ২০০৫ ডাব্লিউপিএ বিশ্ব নাইন-বল চ্যাম্পিয়নশিপ
  • ২০১১ এএফসি প্রেসিডেন্টস কাপ
  • ২০১৩ ওয়ার্ল্ড মডার্ন পেন্টাথলন চ্যাম্পিয়নশিপ
  • ২০১৬ এশিয়ান মেন্‌স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপ
  • ২০১৬ ডাব্লিউটিএ তাইওয়ান ওপেন
  • ২০১৯ অনূর্ধ্ব-১৯ এশিয়া রাগবি চ্যাম্পিয়নশিপ

প্রতি বছর আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা:

  • কাউশিউং ফুবন ম্যারাথন

সংলগ্ন স্থান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী