ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ যুব ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হচ্ছে ১৯৭৪ সালে থেকে ওয়েস্ট ইন্ডিজের যুব ক্রিকেটে প্রতিনিধিত্বকারী অনূর্ধ্ব-১৯ জাতীয় ক্রিকেট দল। প্রতিযোগিতাটির মাধ্যমে ব্রায়ান লারা, শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ান এবং কোর্টনি ওয়ালশ এর মত খ্যাতিমান ক্রিকেটাররা এসেছেন যারা ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন। তারা এখনো পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছেন; যেটি রিভারসাইড গ্রাউন্ডে ২০০১ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ ছিল। দলটির পরিসংখ্যান বলতে গেলে জয় পেয়েছেন ১২টিতে এবং পরাজিত হয়েছেন ৫টিতে।[১]

ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
কর্মীবৃন্দ
অধিনায়কশিমরোন হেটমায়ার
কোচগ্রায়েম ওয়েস্ট
ব্যবস্থাপকক্লাইড বাটস
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯৭৪

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

বর্তমান দল

২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য নির্বাচিত দল।[২]

খেলোয়াড়জন্ম তারিখব্যাটবোলিং শৈলী
শিমরন হেটমায়ার () (1996-12-26)২৬ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ১৯)বাম-হাতিডান-হাতি লেগ ব্রেক
কেসি কার্টি (1997-03-19)১৯ মার্চ ১৯৯৭ (বয়স ১৮)ডান-হাতিডান-হাতি মিডিয়াম
শহীদ ক্রক্স (1996-12-22)২২ ডিসেম্বর ১৯৯৬ (বয়স ১৯)ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট
মাইকেল ফ্রু (1997-12-15)১৫ ডিসেম্বর ১৯৯৭ (বয়স ১৮)ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
জেইদ গুলিয়া (1997-05-11)১১ মে ১৯৯৭ (বয়স ১৮)বাম-হাতিডান-হাতি অফ ব্রেক
টেভিন ইমল্যাক (উই) (1996-11-30)৩০ নভেম্বর ১৯৯৬ (বয়স ১৯)ডান-হাতি
রায়ান জন (1997-09-25)২৫ সেপ্টেম্বর ১৯৯৭ (বয়স ১৮)ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট
আলজারি জোসেফ (1996-11-20)২০ নভেম্বর ১৯৯৬ (বয়স ১৯)ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম
কির্স্তান কালীচরণ (1999-12-29)২৯ ডিসেম্বর ১৯৯৯ (বয়স ১৬)ডান-হাতিডান-হাতি অফ ব্রেক
ওবেদ ম্যাককয় (1997-01-04)৪ জানুয়ারি ১৯৯৭ (বয়স ১৯)বাম-হাতিবাম-হাতি ফাস্ট-মিডিয়াম
কিমো পল (1998-02-21)২১ ফেব্রুয়ারি ১৯৯৮ (বয়স ১৭)ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম
গিডরন পোপ (1996-11-24)২৪ নভেম্বর ১৯৯৬ (বয়স ১৯)বাম-হাতিডান-হাতি অফ ব্রেক
ওডিয়ান স্মিথ (1996-11-01)১ নভেম্বর ১৯৯৬ (বয়স ১৯)ডান-হাতিডান-হাতি মিডিয়াম
শামার স্প্রিঙ্গার (1997-11-26)২৬ নভেম্বর ১৯৯৭ (বয়স ১৮)ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম
এমানুয়েল স্টুয়ার্ট (1999-08-23)২৩ আগস্ট ১৯৯৯ (বয়স ১৬)ডান-হাতি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট সাফল্য

বছরমাঠরাউন্ড
১৯৮৮  অস্ট্রেলিয়া
১৯৯৮  দক্ষিণ আফ্রিকা
২০০০  শ্রীলঙ্কা
২০০২  নিউজিল্যান্ড
২০০৪  বাংলাদেশ
২০০৬  শ্রীলঙ্কা
২০০৮  মালয়েশিয়া
২০১০  নিউজিল্যান্ড
২০১২  অস্ট্রেলিয়া
২০১৪  সংযুক্ত আরব আমিরাত
২০১৬  বাংলাদেশচ্যাম্পিয়ন
২০১৮  নিউজিল্যান্ড
২০২০  দক্ষিণ আফ্রিকা
২০২২ ওয়েস্ট ইন্ডিজ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী