ওম্যান অব দ্য ইয়ার

ওম্যান অব দ্য ইয়ার (ইংরেজি: Woman of the Year, অনুবাদ'বর্ষসেরা নারী') হল জর্জ স্টিভেন্স পরিচালিত ১৯৪২ সালের মার্কিন প্রণয়ধর্মী হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন স্পেন্সার ট্রেসিক্যাথরিন হেপবার্ন। ছবিটি প্রযোজনা করেছেন জোসেফ এল. ম্যাংকাভিৎস এবং চিত্রনাট্য লিখেছেন রিং লার্ডনার জুনিয়র, মাইকেল ক্যানিন ও জন লি মাহিন। ছবিতে "বর্ষসেরা নারী' বিজয়ী একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রতিবেদক টেস হার্ডিঙের সাথে ক্রীড়া প্রতিবেদক স্যাম ক্রেইগের পরিচয়, সম্পর্ক, ও বিবাহ এবং তার কাজের প্রতি অঙ্গীকারের ফলে তাদের সম্পর্কে সমস্যার চিত্র তুলে ধরা হয়েছে।

ওম্যান অব দ্য ইয়ার
পরিচালকজর্জ স্টিভেন্স
প্রযোজকজোসেফ এল. ম্যাংকাভিৎস
চিত্রনাট্যকাররিং লার্ডনার জুনিয়র
মাইকেল ক্যানিন
শ্রেষ্ঠাংশে
সুরকারফ্রানৎজ ওয়াক্সমান
চিত্রগ্রাহকজোসেফ রুটেনবার্গ
সম্পাদকফ্রাংক সুলিভান
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকলুও'স ইনকর্পোরেটেড
মুক্তি
  • ১৯ ফেব্রুয়ারি ১৯৪২ (1942-02-19)
স্থিতিকাল১১৪ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১,০০৬,০০০[১]
আয়$২,৭০৮,০০০ (প্রারম্ভিক মুক্তি)[১]

১৫তম একাডেমি পুরস্কারে রিং লার্ডনার জুনিয়র ও মাইকেল ক্যানিন শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার অর্জন করেন এবং ক্যাথরিন হেপবার্ন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন। ১৯৯৯ সালে লাইব্রেরি অব কংগ্রেস ছবিটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ফিল্ম রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।

কুশীলব

  • স্পেন্সার ট্রেসি - স্যাম ক্রেইগ
  • ক্যাথরিন হেপবার্ন - টেস হার্ডিং
  • ফে বেইন্টার - এলেন হুইটকম্ব
  • রেজিনাল্ড ওয়েন - ক্লেটন
  • মাইনর ওয়াটসন - উইলিয়াম জে. হার্ডিং
  • উইলিয়াম বেনডিক্স - "পিঙ্কি" পিটার্স
  • গ্লাডিস ব্লেক - ফ্লো পিটার্স
  • ড্যান টবলিন - জেরাল্ড হাউ
  • রস্কো কার্নস - ফিল হুইটেকার
  • উইলিয়াম ট্যানেন - এলিস
  • লুডভিগ স্টোস - ডক্টর লুবেক
  • সারা হ্যাডেন - ম্যাট্রন
  • এডিথ ইভানসন - আলমা
  • জর্জ কেজাস - ক্রিস

বক্স অফিস

চলচ্চিত্রটি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় $১,৯৩৫,০০০ এবং এর বাইরে $৭৭৩,০০০ আয় করে। ফলে মেট্রো-গোল্ডউইন-মেয়ারের $৭৫৩,০০০ আয় হয়।[১][২]

পুরস্কার ও স্বীকৃতি

১৫তম একাডেমি পুরস্কার[৩]
আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের স্বীকৃতি
  • ২০০০: এএফআইয়ের ১০০ বছর...১০০ হাসি # ৯০[৪]
  • ২০০২: এএফআইয়ের ১০০ বছর...১০০ আবেগ #৭৪[৫]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী