এ. কে. হঙ্গল

ভারতীয় অভিনেতা এবং স্বাধীনতা সংগ্রামী

এ. কে. হঙ্গল (হিন্দি: ए के हंगल; ১ ফেব্রুয়ারি ১৯১৪ - ২৬ আগস্ট ২০১২) ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অভিনেতা।[২][৩] তার পুরো নাম অবতার কিশান হঙ্গল।তিনি প্রধানত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করতেন।


এ. কে. হঙ্গল
২০১১ সালে হঙ্গল
জন্ম
অবতার কিশান হঙ্গল

(১৯১৪-০২-০১)১ ফেব্রুয়ারি ১৯১৪[১]
মৃত্যু২৬ আগস্ট ২০১২(2012-08-26) (বয়স ৯৮)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২৯–১৯৪৭ (স্বাধীনতা সংগ্রামী), ১৯৩৬–১৯৬৫ (থিয়েটার অভিনেতা), ১৯৬৫–২০০৫ (চলচ্চিত্র ক্যারিয়ার), ১৯৮০–২০১২ (টেলিভিশন ক্যারিয়ার)
পরিচিতির কারণআয়না
শৌকিন
শোলে
নমক হারাম
সন্তান
পুরস্কারপদ্মভূষণ

চলচ্চিত্রে কর্মজীবন

তিনি আয়না (১৯৭৭) চলচ্চিত্রে রাম শাস্ত্রী, শৌকিন (১৯৮২)-এ ইন্দ্র সেন, নমক হারাম (১৯৭৩)-এ বিপিনলাল পাণ্ডে, শোলে (১৯৭৫)-এ ইমাম সাহেব, মঞ্জিল (১৯৭৯)-এ আনোখেলাল চরিত্রে এবং রাজেশ খান্না'র সাথে করা ১৬টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত।[৪][৫] এছাড়াও ১৯৬৬ থেকে ২০০৫ পর্যন্ত ক্যারিয়ারে তিনি বাবুর্চি (১৯৭২), অভিমান (১৯৭৩), দাগ (১৯৭৩), রাম তেরি গঙ্গা মইলি (১৯৮৫) সহ প্রায় ২২৫টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৬][৭]

স্বাধীনতা সংগ্রামী

হঙ্গল যখন ছাত্র ছিলেন, তখন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।[৮] তিনি জালিয়ানওয়ালাবাগে গণহত্যার বিরুদ্ধে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। পরে তিনি করাচিতে চলে যান, যেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি তিন বছর কারাগারে কাটিয়েছিলেন। এছাড়াও তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর আত্মীয়। জওহরের স্ত্রী কমলা নেহেরু ছিলেন এ. কে. হঙ্গলের মায়ের প্রথম চাচাতো বোন।

পুরস্কার

২০০৬ সালে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে।[৯]

মৃত্যু

হঙ্গল ২০১২ সালের ২৬ আগস্ট ৯৮ বছর বয়সে মুম্বইয়ের আশা পারেখ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।[১০]

অভিনীত চলচ্চিত্র

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী