এশীয় কালো ভাল্লুক

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি

কালো ভালুক[২] বা এশীয় কালো ভাল্লুক এশিয়াআমেরিকা মহাদেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায়। এই ভাল্লুকের আকার মাঝারি। এই ভাল্লুকের গলায় সাদা V আকারের দাগ আছে। এই ভাল্লুক চাঁদ ভাল্লুক নামেও পরিচিত। এই ভাল্লুক বিভিন্ন প্রকার। এশিয়াআমেরিকা মহাদেশের ভাল্লুকের প্রজাতি আলাদা।

এশীয় কালো ভাল্লুক
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ:Animalia
পর্ব:কর্ডাটা
শ্রেণী:Mammalia
বর্গ:মাংশাশী
পরিবার:Ursidae
গণ:Ursus
প্রজাতি:U. thibetanus
উপপ্রজাতি:See text
দ্বিপদী নাম
Ursus thibetanus
(G. Cuvier, 1823)
Asian black bear range
(brown – extant, black – extinct, dark grey – presence uncertain)
প্রতিশব্দ

Selenarctos thibetanus
Ursus torquatus (Blandford 1888)

বৈশিষ্ট্য ও আচরণ

আকৃতি

এশীয় কালো ভাল্লুক ১.২-২ মিটার পর্যন্ত হয়।

অন্যন্য বৈশিষ্ট্য

এরা অনেক অলস প্রকৃতির ভাল্লুক। তবে এরা যখন মারামারি করতে যায় তখন এদের অনেকক্ষন পর্যন্ত শক্তি থাকে।

অবস্থা

আইইউসিএন প্রধানত বনায়ন ধ্বংস এবং এদের দেহখণ্ডের জন্য শিকারের কারণে এদেরকে সংকটাপন্ন প্রজাতি হিসেবে বিবেচনা করে।[১] বাংলাদেশে কালো ভাল্লুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত[৩] এবং বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[২]

আঞ্চলিক ভাষায়

উপপ্রজাতি

এশীয় কালো ভাল্লুকের উপপ্রজাতি
উপপ্রজাতির নামআবাসস্থলবর্ণনা
Ursus thibetanus formosanus Swinhoe, 1864
তাইওয়ানএদের ঘাড়ে অন্য উপপ্রজাতির মতো ঘণ পশম থাকে না। [৯]
Ursus thibetanus gedrosianus Blanford, 1877ইরান ও পাকিস্তানক্ষুদ্রতর উপপ্রজাতি। এদের লোম নাতিদীর্ঘ ও ঘন। লোম কালোর বদলে লালচে-খয়েরি রঙের হয়। [৯]
Ursus thibetanus japonicus Schlegel, 1857
জাপানের হনশু, কিউশু, হোক্কাইডো ও শিকোকু।ক্ষুদ্রতর উপপ্রজাতি। এদের প্রাপ্তবয়স্ক পুরুষদের ওজন ৬০-১২০ কেজি ও নারীদের ওজন ৪০-১০০ কেজি হয়। এরা দৈর্ঘে ১১০-১৪০ সেমি হয়। [১০] এদের ঘাড়েও ঘন পশম থাকে না। নাক কালচে রঙের হয়।[৯]
Ursus thibetanus laniger Pocock, 1932আফগানিস্তান, দক্ষিণ-প্যররব ইরান, ও দক্ষিণ চীন।
Ursus thibetanus mupinensis Heude, 1901হিমালয় ও ইন্দোচীন।
Ursus thibetanus thibetanus Cuvier, 1823
Ursus thibetanus ussuricus Heude, 1901দক্ষিণ সাইবেরিয়া, উত্তরপূর্ব চীন, কোরীয় উপদ্বীপ।বৃহত্তম উপপ্রজাতি[৯][১১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী