এমিলি ব্লান্ট

ব্রিটিশ অভিনেত্রী

এমিলি ওলিভিয়া লরা ব্লান্ট (এমিলি ব্লান্ট নামে পরিচিত; জন্ম: ২৩ ফেব্রুয়ারি, ১৯৮৩) হলেন একজন ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেত্রী। ব্লান্ট তার কর্মজীবন শুরু করেন ২০০১ সালে লন্ডনে মঞ্চস্থ দ্য রয়্যাল ফ্যামিলি মঞ্চ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। ২০০৩ সালে টেলিভিশন চলচ্চিত্র বৌডিকা (ওয়ারিয়র কুইন) দিয়ে টেলিভিশনে অভিষেক হয়। ২০০৪ সালে মাই সামার অফ লাভ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি ইভিনিং স্ট্যান্ডার্ড ব্রিটিশ চলচ্চিত্র পুরস্কার এ সবচেয়ে সম্ভাবনাময় নতুন মুখের খ্যাতি লাভ করেন। গিডিয়ন্‌স ডটার (২০০৬) টেলিভিশন চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা টিভি পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। একই বছর তিনি দ্য ডেভিল্‌স ওয়্যার্‌স প্রাডা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা চলচ্চিত্র পার্শ্ব অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

এমিলি ব্লান্ট
Emily Olivia Laura Blunt
২০১৪ সালে এমিলি ব্লান্ট
জন্ম
এমিলি ওলিভিয়া লরা ব্লান্ট

(1983-02-23) ২৩ ফেব্রুয়ারি ১৯৮৩ (বয়স ৪১)
ওয়ান্ডসওর্থ, লন্ডন, যুক্তরাজ্য
জাতীয়তাইংরেজ
নাগরিকত্ব
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০১-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
  • গিডিয়ন্‌স ডটার
  • দ্য ইয়ং ভিক্টোরিয়া
দাম্পত্য সঙ্গীজন ক্রাসিন্‌স্কি (বি. ২০১০)
সন্তান
পিতা-মাতা
  • অলিভার সিমন পিটার ব্লান্ট (পিতা)
  • জোয়ানা (মাতা)
আত্মীয়পিটার ব্লান্ট (দাদা)
ক্রিসপিন ব্লান্ট (চাচা)
পুরস্কারপূর্ণ তালিকা

প্রাথমিক জীবন

এমিলি ১৯৮৩ সালের ২৩ ফেব্রুয়ারি ওয়ান্ডসওর্থ, লন্ডন এ জন্মগ্রহণ করেন।[১][২] তার পিতা অলিভার সিমন পিটার ব্লান্ট ছিলেন একজন ব্যারিস্টার[৩][৪][৫] এবং মাতা জোয়ানা একজন অভিনেত্রী ও শিক্ষক।[৬][৭] তিনি চার ভাই-বোনের মধ্যে দ্বিতীয়।[৮] তার অন্য ভাই-বোনেরা হলেন ফেলিসিটি, সেবাস্টিন, ও সুজানাহ।[৯] তার দাদা পিটার ব্লান্ট ছিলেন একজন মেজর-জেনারেল এবং তার এক চাচা ক্রিসপিন ব্লান্ট কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য[১০]

কর্মজীবন

২০০১-০৪: কর্মজীবনের শুরু

২০০১ সালের নভেম্বর মাসে স্যার পিটার হলের নির্দেশনায় দ্য রয়্যাল ফ্যামিলি মঞ্চনাটকে জুডি ডেঞ্চের সাথে ব্লান্টের পেশাদারী কর্মজীবন শুরু হয়। এই নাটকে তিনি ডেঞ্চের চরিত্রে ফ্যানি ক্যাভেন্ডিশের নাতনী গোয়েন চরিত্রে অভিনয় করেন। সমালোচক টম কিটিঞ্জ এই নাটকে প্রশংসা করে লিখেন, "পিটার হলের নির্দেশনা ও অ্যান্থনি ওয়ার্ডের সেটের যোগসূত্রের ফলে দ্য রয়্যাল ফ্যামিলি অসাধারণ বিনোদনপূর্ণ একটি রাত উপহার দিয়েছে" এবং লিখেন, "এতে সকল অভিনয়শিল্পীদের কাছ থেকে সর্বোচ্চ সুন্দর মানসম্পন্ন অভিনয় পাওয়া গেছে।"[১১] ব্লান্ট তার অভিনয়ের জন্য ইভেনিং স্ট্যান্ডার্ডে "শ্রেষ্ঠ নবাগত" হিসেবে ভূষিত হন। ২০০২ সালে তিনি ন্যাশনাল থিয়েটারে নিকোলাস রাইটের ভিনসেন্ট ইন ব্রিক্সটন মঞ্চনাটকে ইউজিনি চরিত্রে এবং চিসেস্টার ফেস্টিভ্যাল থিয়েটারে ইন্ধু রুবাসিঙ্ঘম নির্দেশিত রোমিও অ্যান্ড জুলিয়েট মঞ্চনাটকে জুলিয়েট চরিত্রে অভিনয় করেন।.[১২] ২০০৩ সালে রোমানদের জন্য যুদ্ধ করা প্রাচীন সেল্টিক যুদ্ধা-রানীর জীবনী নিয়ে নির্মিত বোদিকা নাটক দিয়ে তার ব্রিটিশ টেলিভিশনে অভিষেক হয়। একই বছর তিনি দুই খণ্ড বিশিষ্ট ব্রিটিশ টেলিভিশন নাটক এইটথ হেনরি-তে ষোড়শ শতাব্দীর রানী ক্যাথরিন হাওয়ার্ড চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।[১২]

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

চাবি
আসন্ন মুক্তি/নির্মাণাধীন
বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রপরিচালকটীকা
২০০৪দ্য সামার অফ লাভতামসিনপাভেল পাভ্লিকভ্‌স্কি
২০০৬দ্য ডেভিল ওয়্যার্‌স প্রাডাএমিলি শার্ল্টন
ইরেসিস্টিবলমারাআন টার্নার
২০০৭উইন্ড চিলবালিকাগ্রেগরি জ্যাকবস
দ্য জেন অস্টেন ক্লাবপ্রুডিরবিন সুইকর্ড
ড্যান ইন রিয়াল লাইফরুথি ড্র্যাপারপিটার হেজেস
চার্লি উইলসন্‌স ওয়ারজেন লিডলমাইক নিকলস
২০০৮দ্য গ্রেট বাক হাউয়ার্ডভেলেরি ব্রেনানশন ম্যাক্‌গিনলি
সানশাইন ক্লিনিংনোরাহ লর্ক্‌ভস্কিক্রিশ্চিন জেফস
২০০৯দ্য ইয়ং ভিক্টোরিয়ারাণী ভিক্টোরিয়াজিন-মার্ক ভ্যালি
২০১০দ্য উলফম্যানজেন কনলিফজো জনস্টন
ওয়াইল্ড টারগেটরোজজোনাথন লিন
২০১১দ্য স্যালমন ফিশিং ইন ইয়েমেনহ্যারিয়েট চেটউড-টালবটল্যাসি হলস্ট্রম
২০১২দ্য ফাইভ-ইয়ার এনগেজমেন্টভায়োলেট বার্নসনিকলাস স্টলার
২০১৩আর্থার নিউম্যানমিশেলা ফিট্‌জেরাল্ড/
শার্লত ফিট্‌জেরাল্ড
দান্তে অ্যারিওলা
২০১৪এজ অফ টুমরোরিটা রোজডগ লিমান
ইনটু দ্য উডসবেকারের স্ত্রীরব মার্শাল
২০১৫সিকারিওকেট মেসারডেনিস ভিলেন্যুভ
২০১৬দ্য হান্টসম্যান: উইন্টার্স ওয়ারফ্রেয়াসেদ্রিক নিকোলাস-ট্রয়ান
দ্য গার্ল অন ট্রেনর‍্যাচেল ওয়াটসনটেট টেইলর
২০১৭অ্যানিমাল ক্র্যাকার্স জো হান্টিংটনটনি ব্যানক্রফ্‌ট ও
স্কট ক্রিশ্চিয়ান সাভা
কণ্ঠ
মাই লিটল পনি: দ্য মুভি টেম্পেস্ট শ্যাডোজেয়সন থিসেনকণ্ঠ
২০১৮জিনোমিও অ্যান্ড জুলিয়েট: শার্লক জিনোমেস জুলিয়েটজন স্টিভেনসনকণ্ঠ
ম্যারি পপিন্স রিটার্নস ম্যারি পপিন্সরব মার্শাল

টেলিভিশন

বছরচলচ্চিত্রের শিরোনামচরিত্রটীকা
২০০৩বোদিকাইসোলদা
২০০৬গিডিয়ন্স ডটারনাতাশামনোনীত: গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্র
২০০৯কিউরিসিটিএমা

পুরস্কার ও মনোনয়ন

এমিলি ব্লান্ট গৃহীত উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার ও মনোনয়ন হল:

গোল্ডেন গ্লোব পুরস্কার
বছরপুরস্কারের বিভাগমনোনয়নপ্রাপ্ত চলচ্চিত্র/নাটকফলাফল
২০০৭সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্রদ্য ডেভিল ওয়ের্স প্রাডামনোনীত
সেরা পার্শ্ব অভিনেত্রী - ধারাবাহিক, মিনি ধারাবাহিক, বা টেলিচলচ্চিত্রগিডিয়ন্স ডটারবিজয়ী
২০১০সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্রদ্য ইয়ং ভিক্টোরিয়ামনোনীত
২০১৩সেরা অভিনেত্রী - কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্রদ্য স্যালমন ফিশিং ইন ইয়েমেনমনোনীত
২০১৫সেরা অভিনেত্রী - কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্রইনটু দ্য উডসমনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী