এদউইন আলেক্সান্দের রোদ্রিগেস

হন্ডুরীয় ফুটবলার

এদউইন আলেক্সান্দের রোদ্রিগেস কাস্তিয়ো (স্পেনীয়: Edwin Rodríguez; জন্ম: ২৫ সেপ্টেম্বর ১৯৯৯; এদউইন রোদ্রিগেস নামে সুপরিচিত) হলেন একজন হন্ডুরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে হন্ডুরাসের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর হন্ডুরীয় জাতীয় ফুটবল লীগের ক্লাব ওলিম্পিয়া এবং হন্ডুরাস জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

এদউইন রোদ্রিগেস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামএদউইন আলেক্সান্দের রোদ্রিগেস কাস্তিয়ো
জন্ম (1999-09-25) ২৫ সেপ্টেম্বর ১৯৯৯ (বয়স ২৪)
জন্ম স্থানকিমিস্তান, হন্ডুরাস
উচ্চতা১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওলিম্পিয়া
জার্সি নম্বর১৫
যুব পর্যায়
0000–২০১৮ওলিম্পিয়া
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০১৮–ওলিম্পিয়া৭০(৫)
জাতীয় দল
২০১৮হন্ডুরাস অনূর্ধ্ব-২০(০)
২০২১–হন্ডুরাস অনূর্ধ্ব-২৩(২)
২০১৯–হন্ডুরাস(১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৯:৪০, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৯:৪০, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৮ সালে, রোদ্রিগেস হন্ডুরাস অনূর্ধ্ব-২০ দলের হয়ে হন্ডুরাসের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। পরের বছর তিনি হন্ডুরাসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হন্ডুরাসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ১টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, রোদ্রিগেস বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২০ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগের সেরা একাদশে অন্তর্ভুক্তি অন্যতম। [১]

প্রারম্ভিক জীবন

এদউইন আলেক্সান্দের রোদ্রিগেস কাস্তিয়ো ১৯৯৯ সালের ২৫শে সেপ্টেম্বর তারিখে হন্ডুরাসের কিমিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

রোদ্রিগেস জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত হন্ডুরাস অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী