এডিয়াকারান

এডিয়াকারান যুগ
৬৩.৫–৫৪.১ কোটি বছর পূর্বে
কা
পা
ক্রি
প্যা
গড় বায়ুমন্ডলীয় O
পরিমাণ
প্রায় ৮ আয়তন %[১]
(বর্তমান মাত্রার ৪০ %)
গড় বায়ুমন্ডলীয় CO
প্রায় ৪৫০০ পিপিএম[২]
(প্রাক শিল্প স্তরের ১৬ গুণ)
ভূপৃষ্ঠের গড় তাপমাত্রাপ্রায় ১৭ °সে[৩]
(বর্তমান তাপমাত্রার ৩ °সে উপরে)
টেমপ্লেট:এডিয়াকারান রৈখিক সময়ক্রম

এডিয়াকারান যুগের ( /diˈækərən/) ব্যপ্তি ছিল ৬৩৫ মিলিয়ন বছর পূর্বে (Mya) ক্রায়োজেনিয়ান যুগের সমাপ্তি থেকে শুরু করে ৫৪১ মিলিয়ন বছর পূর্বে (Mya) ক্যাম্ব্রিয়ান যুগের শুরু পর্যন্ত মোট ৯৪ মিলিয়ন বছর। এটা প্রোটেরোজোয়িক অধিযুগের সমাপ্তিকে এবং ফ্যানারোজোয়িক অধিযুগের শুরুকে চিহ্নিত করে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় অবস্থিত এডিয়াকারা পর্বতের নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

অফিসিয়াল যুগ হিসেবে এডিয়াকারান যুগকে ২০০৪ সালে আন্তর্জাতিক ভূতাত্ত্বিক বিজ্ঞান সংস্থা (IUGS) স্বীকৃতি প্রদান করে এবং ১২০ বছরের মধ্যে এটাকে নতুন ভূতাত্ত্বিক যুগ হিসেবে ঘোষণা করে।[৪][৫][৬] যদিও এডিয়াকারা পর্বতের নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছিল যেখানে ১৯৪৬ সালে ভূতত্ত্ববিদ রেগ স্প্রিগ সর্বপ্রথম এডিয়াকারা প্রাণীজগতের জীবাশ্ম আবিষ্কার করেছিলেন এবং এই স্ট্রাটোটাইপটি (type section) অবস্থিত ছিল দক্ষিণ অস্ট্রেলিয়ার ফ্লিণ্ডার পর্বতশ্রেণীর ইনোরামা প্রণালীতে [৭] যেটা ব্রাচিনা জর্জের [৮] অন্তর্গত এবং এর ভৌগোলিক অবস্থান ছিল ৩১°১৯′৫৩.৮″ দক্ষিণ ১৩৮°৩৮′০.১″ পূর্ব / ৩১.৩৩১৬১১° দক্ষিণ ১৩৮.৬৩৩৩৬১° পূর্ব / -31.331611; 138.633361

এডিয়াকারান এবং ভেনডিয়ান

এডিয়াকারান যুগ ভেনডিয়ান যুগের চেয়ে সংক্ষিপ্ত এবং এর সাথে জড়িয়ে যায়, এই ভেনডিয়ান যুগের নামটি ১৯৫২ সালের শুরুর দিকে রাশিয়ান ভূতত্ত্ববিদ এবং জীবাশ্মবিদ বোরিস সোকোলভ প্রস্তাব করেছিলেন। স্তরভিত্তিক ওঠা-নামার মাধ্যমে ভেনডিয়ান যুগের ধারণা সৃষ্টি হয়েছিল এবং ক্যাম্ব্রিয়ানের সর্বনিম্ন সীমারেখাটি ভেনডিয়ানের সর্বোচ্চ সীমারেখায় পরিণত হয়েছিল। [৯][১০]

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী