উত্তর কাট্টলী ওয়ার্ড

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড

উত্তর কাট্টলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড। উত্তর কাট্টলী, বিশ্ব কলোনি, ফিরোজশাহ, সাগরিকা এবং পাহাড়তলী এলাকার কিছু অংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডটিতে চট্টগ্রাম সিটি গেট, কৈবল্যধাম মন্দির এবং জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি প্রায় ১৫০ টি কলকারখানা রয়েছে।[১] ওয়ার্ডটিতে কৈবল্যধাম রেলস্টেশন ও ক্রিকেট স্টেডিয়াম রেলওয়ে স্টেশন নামে দুটি রেলস্টেশন আছে।

উত্তর কাট্টলী
চট্টগ্রাম সিটি কর্পোরেশন
১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড
উত্তর কাট্টলী বাংলাদেশ-এ অবস্থিত
উত্তর কাট্টলী
উত্তর কাট্টলী
বাংলাদেশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২১′৩৭″ উত্তর ৯১°৪৬′১৯″ পূর্ব / ২২.৩৬০২৮° উত্তর ৯১.৭৭১৯৪° পূর্ব / 22.36028; 91.77194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
শহরচট্টগ্রাম
শাসকচট্টগ্রাম সিটি কর্পোরেশন
সংসদীয় আসনচট্টগ্রাম-৪
সরকার
 • কাউন্সিলরআলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু
আয়তন
 • মোট৬.২২ বর্গকিমি (২.৪০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪১,৬৮৫
 • জনঘনত্ব৬,৭০০/বর্গকিমি (১৭,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৭২.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪২১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
এলাকার টেলিফোন কোড+৮৮০ ৩১

আয়তন

উত্তর কাট্টলী ওয়ার্ডের আয়তন ৬.২২ বর্গ কিলোমিটার।[২]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৪১,৬৮৫ জন। এর মধ্যে পুরুষ ২১,৭৩৪ জন এবং মহিলা ১৯,৯৫১ জন। মোট পরিবার ৯,১৪৭টি।[৩]

অবস্থান ও সীমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাংশে উত্তর কাট্টলী ওয়ার্ডের অবস্থান। এর দক্ষিণে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড, পূর্বে ১২নং সরাইপাড়া ওয়ার্ড৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড, উত্তরে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

উত্তর কাট্টলী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ১০নং ওয়ার্ড। এ ওয়ার্ডের পূর্বাংশের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আকবর শাহ থানার আওতাধীন এবং পশ্চিমাংশ পাহাড়তলী থানার আওতাধীন। এটি ২৮১নং চট্টগ্রাম-৪ জাতীয় নির্বাচনী এলাকার অংশ[৪] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকাসমূহ হল:

  • সাগরিকা বিসিক শিল্প এলাকা
  • উত্তর কাট্টলী
  • পশ্চিম ফিরোজশাহ কলোনি
  • প্রশান্তি আবাসিক এলাকা
  • নতুন মনছুরাবাদ
  • কর্নেল হাট সিডিএ আবাসিক এলাকা

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উত্তর কাট্টলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৭২.৫%।[৩] এ ওয়ার্ডে ২টি কলেজ, ১টি মাদ্রাসা, ২টি স্কুল এন্ড কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ
মাদ্রাসা
স্কুল এন্ড কলেজ
  • কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
মাধ্যমিক বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর কাট্টলী হাজী দাউদ আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পেয়ারী মোহন রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

ব্যাংক

বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:

ক্রম নংব্যাংকের ধরনব্যাংকের নামশাখাব্যাংকিং পদ্ধতিঠিকানা
০১রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংকঅগ্রণী ব্যাংককর্ণেলহাট শাখা[৫]সাধারণকর্ণেলহাট, উত্তর কাট্টলী
০২জনতা ব্যাংককর্ণেলহাট শাখা[৬]কর্ণেলহাট, উত্তর কাট্টলী
০৩রূপালী ব্যাংকসাগরিকা রোড শাখা[৭]জে জে টাওয়ার, এন/৫৫৭, ঢাকা ট্রাঙ্ক রোড, পাহাড়তলী
০৪বেসিক ব্যাংকপাহাড়তলী শাখা[৮]বিশেষায়িতপ্লট নং ৯ ও ১০, ব্লক জি, ফিরোজ শাহ হাউজিং এস্টেট, পাহাড়তলী, চট্টগ্রাম
০৫বেসরকারি বাণিজ্যিক ব্যাংকআইএফআইসি ব্যাংকঅলংকার মোড় শাখা[৯]সাধারণঅলংকার মোড়, উত্তর কাট্টলী, চট্টগ্রাম
০৬কৈবল্যধাম উপশাখা[১০]বাসা নং ৩৪-৩৫, ব্লক এ, থানা রোড, আকবর শাহ, চট্টগ্রাম
০৭ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকউত্তর কাট্টলী উপশাখা[১১]আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজ, উত্তর কাট্টলী, চট্টগ্রাম
০৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকপাহাড়তলী শাখা[১২]ইসলামী শরিয়াহ্ ভিত্তিকএস এস টাওয়ার (১ম তলা), ৬১০৩/৬৮৮২, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম
০৯গ্লোবাল ইসলামী ব্যাংকঅলংকার মোড় শাখা[১৩]আর আর কমপ্লেক্স, বাসা নং ৭২৫, পাহাড়তলী, চট্টগ্রাম
১০ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংককর্নেলহাট শাখা[১৪]টোটাল টাওয়ার, নতুন মনসুরাবাদ (ফিরোজ শাহ হাউজিং এস্টেট), ঢাকা ট্রাঙ্ক রোড, কর্নেলহাট, চট্টগ্রাম

দর্শনীয় স্থান

  • সমুদ্র সৈকত
  • বাবুল দত্ত বাড়ি

গুরুত্বপূর্ণ সড়ক

  • কৈবল্যধাম সড়ক
  • কর্নেল জোনস সড়ক
  • ঈশান মহাজন সড়ক
  • সাগরিকা সড়ক

উল্লেখযোগ্য ব্যক্তি

কাউন্সিলর

নির্বাচনকাউন্সিলর[১৯]রাজনৈতিক দল
১৯৯৪মোহাম্মদ মনজুর আলমবাংলাদেশ আওয়ামী লীগ
২০০১
২০০৫
২০১০ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু
২০১৫
২০২১

নির্বাচন

২০২১ কাউন্সিলর নির্বাচনী ফলাফল

প্রার্থীদলভোট%
ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুবাংলাদেশ আওয়ামী লীগ৬,৫৫৯৬৯.৯৩
মনোয়ারুল আলম চৌধুরী নোবেলস্বতন্ত্র১,৭২৯১৮.৪৩
মো. রফিক উদ্দিন চৌধুরীবাংলাদেশ জাতীয়তাবাদী দল১,০৯১১১.৬৩
মোট৯,৩৭৯১০০
বৈধ ভোট৯,৩৭৯৯৯.৭৪
অবৈধ/ফাঁকা ভোট২৪০.২৬
মোট ভোট৯,৪০৩১০০
নিবন্ধিত ভোটার/ভোটদান৩৮,৪৪২২৪.৪৬

জনপ্রতিনিধি

ক্রম নং.পদবীনাম
০১কাউন্সিলরআলহাজ্ব ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু
০২সংরক্ষিত মহিলা কাউন্সিলরতাসলিমা বেগম নুরজাহান

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী