উখিয়া উপজেলা

কক্সবাজার জেলার একটি উপজেলা

উখিয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা

উখিয়া
উপজেলা
ইনানী সমুদ্র সৈকত
ইনানী সমুদ্র সৈকত
মানচিত্রে উখিয়া উপজেলা
মানচিত্রে উখিয়া উপজেলা
স্থানাঙ্ক: ২১°১৭′১২″ উত্তর ৯২°৫′৫১″ পূর্ব / ২১.২৮৬৬৭° উত্তর ৯২.০৯৭৫০° পূর্ব / 21.28667; 92.09750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
প্রতিষ্ঠাকাল১৯২৬
সংসদীয় আসন২৯৭ কক্সবাজার-৪
সরকার
 • সংসদ সদস্যশাহীনা আক্তার চৌধুরী (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৬১.৮০ বর্গকিমি (১০১.০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট২,০৭,৩৭৯
 • জনঘনত্ব৭৯০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৬.৩০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ২২ ৯৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

উখিয়া উপজেলার আয়তন ২৬১.৮০ বর্গ কিলোমিটার। কক্সবাজার জেলার দক্ষিণাংশে ২১°০৮´ থেকে ২১°২১´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৩´ থেকে ৯২°১২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে উখিয়া উপজেলার অবস্থান।[২] কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এ উপজেলার উত্তরে রামু উপজেলা, দক্ষিণে টেকনাফ উপজেলা, পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলামিয়ানমারের রাখাইন রাজ্য, পশ্চিমে বঙ্গোপসাগর

প্রশাসনিক এলাকা

১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।[২] উখিয়া উপজেলায় ৫টি ইউনিয়ন আছে। সম্পূর্ণ উখিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম উখিয়া থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উখিয়া উপজেলার জনসংখ্যা ২,০৭,৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ১,০৪,৫৬৭ জন এবং মহিলা ১,০২,৮১২ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৯%।[১] মোট জনসংখ্যার ৮৮.১% মুসলিম, ২.৩% হিন্দু, ৭.৬% বৌদ্ধ এবং ২% খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বী।[২]

শিক্ষা

উখিয়া উপজেলার সাক্ষরতার হার ৩৬.৩০%। এ উপজেলায় ১টি স্নাতক (সম্মান) কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ (মহিলা), ২টি আলিম মাদ্রাসা, ১টি স্কুল এন্ড কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭৬টি প্রাথমিক বিদ্যালয়, ১৬টি এবতেদায়ী মাদ্রাসা ও ১৬টি কিন্ডারগার্টেন রয়েছে।[১]

শিক্ষা প্রতিষ্ঠান

হাসপাতাল

  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উখিয়া।
  • অরিজিন হাসপাতাল
  • কোটবাজার ডিজিটাল হাসপাতাল
  • অরিয়ান হাসপাতাল
  • পালং ডিজিটাল হাসপাতাল[৩]

যোগাযোগ ব্যবস্থা

উখিয়া উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

অর্থনীতি

উখিয়ার অধিবাসীদের প্রধান পেশা কৃষি। সমুদ্র তীরবর্তী এলাকার মানুষ নিয়মিত মাছ ধরতে গভীর সমুদ্রে চলাচল করে। এ এলাকার বেশ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্যে প্রবাসী হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেশ ভাল। অতীতে ঘন জঙ্গল থাকায় কাঠের বিশেষ করে সেগুন কাঠের ভালো ব্যবসা কেন্দ্র ছিল উখিয়া। উপজেলায় বেশ কিছু লবণের মাঠ রয়েছে।

কৃষি

উল্লেখযোগ্য ফসল ধান, পান, সুপারি, তরমুজ, গোল আলু। মোট আবাদ যোগ্য জমির পরিমাণ ১০,৮৫১ হেক্টর (২৬,৮১০ একর)। বিশেষ করে সোনারপাড়া সুপারি তার স্বাদ ও আকারের জন্য কক্সবাজার অঞ্চলে বিখ্যাত।

ধর্মীয় উপাসনালয়

উখিয়া উপজেলায় ৬৭৮টি মসজিদ, ৪টি মন্দির ও ৩৭টি বিহার রয়েছে।[১]★রুমখাঁ মাতবর পাড়া বায়তুশ শরফ জামে মসজিদ★রুমখাঁ কোলালপাড়া জামে মসজিদ★কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ

নদ-নদী

উখিয়া উপজেলার পূর্বে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে নাফ নদী এবং উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে রেজু খাল।[২]

হাট-বাজার

উখিয়া উপজেলায় মোট ১০টি হাট-বাজার রয়েছে। এর মধ্যে দারোগা বাজার, সোনারপাড়া বাজার, কোট বাজার, মরিচ্যা বাজার, ভালুকিয়া বাজার, পাতাবাড়ি বাজার, কুতুপালং বাজার, পালংখালী বাজার উল্লেখযোগ্য।[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

দর্শনীয় স্থান

  • ইনানী সমুদ্র সৈকত
  • পাটুয়ারটেক সমুদ্র সৈকত[৫]
  • কানা রাজার গুহা
  • পাতাবাড়ী বৌদ্ধ বিহার
  • কুমিরের খামার[৬]
  • জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৭]সংসদ সদস্য[৮][৯][১০][১১][১২]রাজনৈতিক দল
২৯৭ কক্সবাজার-৪উখিয়া উপজেলা এবং টেকনাফ উপজেলাশাহিনা আক্তার চৌধুরীবাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নংপদবীনাম
০১উপজেলা চেয়ারম্যান[১৩]জাহাঙ্গীর কবির চৌধুরী
০২ভাইস চেয়ারম্যান[১৪]রাসেল চৌধুরী
০৩মহিলা ভাইস চেয়ারম্যান[১৫]শাহীন আক্তার
০৪উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৬]ইমরান হোসাইন সজীব

তথ্যসূত্র

www.ukhiyanews.com

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী