ইরান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

ইরান জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (যা ইরান অলিম্পিক ফুটবল দল অথবা সংক্ষেপে ইরান অনূর্ধ্ব-২৩ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে ইরানের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম ইরানের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইরান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১] ১৯৭৭ সালের ৩রা ডিসেম্বর তারিখে, ইরান অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; কুয়েতের কুয়েত সিটিতে অনুষ্ঠিত কুয়েত অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে উক্ত ম্যাচে ইরান অনূর্ধ্ব-২৩ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।

ইরান অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামমেল্লি ওমিদ দল
অ্যাসোসিয়েশনইরান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব–কনফেডারেশনমধ্য এশীয় ফুটবল অ্যাসোসিয়েশন
প্রধান কোচএউরিকো পিনিয়াল
অধিনায়কহুসেইন হুসেইনি
মাঠআজাদি স্টেডিয়াম
ফিফা কোডIRN
ওয়েবসাইটwww.ffiri.ir
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 ইরান ২–১ কুয়েত 
(কুয়েত সিটি, কুয়েত; ৩ ডিসেম্বর ১৯৭৭)
বৃহত্তম জয়
 ইরান ১০–০ আফগানিস্তান 
(বুসান, দক্ষিণ কোরিয়া; ২৮ সেপ্টেম্বর ২০০২)
বৃহত্তম পরাজয়
 ইরান ২–৬ জাপান 
(তেহরান, ইরান; ৯ ফেব্রুয়ারি ২০০১)
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ
অংশগ্রহণ৪ (২০১৩-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (২০১৬)

৭৮,১১৬ ধারণক্ষমতাবিশিষ্ট আজাদি স্টেডিয়ামে মেল্লি ওমিদ দল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] এই দলের প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন পর্তুগিজ সাবেক ফুটবল খেলোয়াড় এউরিকো পিনিয়াল এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এস্তেগলালের গোলরক্ষক হুসেইন হুসেইনি[৩][৪]

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে ইরান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ৪ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১৬ এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা জাপান অনূর্ধ্ব-২৩ দলের কাছে ১–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। ইরান অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত একবারও গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করতে পারেনি। ইমান সাদেগি, মুহাম্মদ খুদাবান্দেলু, আলি করিমি, আরস্লান মুতাহারি এবং আরাশ বোরহানির মতো খেলোয়াড়গণ ইরানের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

গ্রীষ্মকালীন অলিম্পিক

গ্রীষ্মকালীন অলিম্পিক
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগো
১৯০০অংশগ্রহণ করেনি
১৯০৪
১৯০৮
১৯১২
১৯২০
১৯২৪
১৯২৮
১৯৩৬
১৯৪৮
১৯৫২
১৯৫৬
১৯৬০
১৯৬৪
১৯৬৮
১৯৭২
১৯৭৬
১৯৮০
১৯৮৪
১৯৮৮
১৯৯২উত্তীর্ণ হয়নি
১৯৯৬
২০০০
২০০৪
২০০৮
২০১২
২০১৬
২০২০
২০২৪অনির্ধারিত
২০২৮
২০৩২
মোট০/২৭

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী