ইরাকের মসজিদের তালিকা

উইকিমিডিয়া তালিকা নিবন্ধ

এটি ইরাকের মসজিদসমূহের একটি তালিকা। ইরাকে সাত হাজার সুন্নি মসজিদ এবং সাড়ে তিন হাজার শিয়া মসজিদ রয়েছে।[১] ইরাকের ওয়াকফ ও সুন্নাহ অফিস অনুসারে, ইরাকের রাজধানী বাগদাদে ৯১২ টি জামে মসজিদ রয়েছে যেখানে জুমার নামাজ পড়ানো হয়ে থাকে এবং ১৪৯ টি ছোট মসজিদ রয়েছে যেখানে নিয়মিত নামাজ পড়ানো হয়ে থাকে।[২] ২০০৯ সালের তথ্য অনুযায়ী ইরাকের ফালুজাহ শহরে ৯৭০টি মসজিদ রয়েছে।[৩]

নামচিত্রঅবস্থানবছরশাখামন্তব্য
১৭ই রমজান মসজিদবাগদাদ২০শ শতাব্দী?মসজিদটির ইতিহাস বিশ্বজুড়ে পরিচিত।
আল-আরবাইন মসজিদতিকরিত৫ম শতাব্দীসুন্নিঅমর ইবনে জুনাইদা আল-গাফারিকে এখানে কবর দেওয়া হয়েছে। ২০১৪ সালে মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল এবং নতুন করে কাজ চলছে।
আল আব্বাস মসজিদকারবালা৭ম শতাব্দীশিয়াশিয়া ইমাম হোসাইন ইবনে আলীর ভাই আব্বাস ইবনে আলীকে এখানে কবর দেওয়া হয়েছে।
আব্দুল কাদির জিলানী মসজিদবাগদাদ১২শ শতাব্দীসুন্নিমূলত এটি একটি মাজার হিসেবে নির্মিত হয়েছে। এখানে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা আব্দুল কাদের জিলানীকে কবর দেওয়া হয়েছে।
আবু দুলাফ মসজিদসামাররা৮৫৯সুন্নি
আবু হানিফা মসজিদবাগদাদ১০ম শতাব্দীসুন্নিআবু হানিফাকে এখানে কবর দেওয়া হয়েছে।
আল-আহমাদিয়া মসজিদ-মাদ্রাসাবাগদাদ১৭৯৬সুন্নি
আনাহ মিনারআনাহ৯৯৬-১০৯৬?২০১৬ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট কর্তৃক এটি ধ্বংস করা হয়েছিল।
আল-আসকারী মাজারসামাররা৯৪৪ইসনা আশারিয়াইসনা আশারিয়া, আলী আল-হাদী এবং তাঁর পুত্র হাসান আল-আসকারী, পাশাপাশি নার্জিস এবং হাকিমা খাতুনকে এখানে কবর দেওয়া হয়েছে।
আল-আসিফিয়াহ মসজিদবাগদাদ১৬০৮?
আমেদি বড় মসজিদআমেদি১১৭৭?
ইজরার সমাধিমায়সান প্রদেশ১৭৬৮?
বড় মসজিদ (আকরা)আকরে৭ম শতাব্দীসুন্নি
সবুজ মসজিদ, মসুলমসুল১১৩৩?২০১৪-২০১৫ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট কর্তৃক এটি ধ্বংস করা হয়েছিল।
আহমদ আল-রিফাইয়ের সমাধিআল-রিফাই জেলা১৩২৫ সালের আগেসুন্নিরিফাই তরিকার প্রতিষ্ঠাতা আহমদ আল-রেফাইকে এখানে কবর দেওয়া হয়েছে।
আল-হান্নানাহ মসজিদকুফা-নাজাফ মহানগর৯৯৭-১০৪১শিয়া
হায়দার-খানা মসজিদবাগদাদ১৮১৯?
ইবনে বুনিয়াহ মসজিদবাগদাদ১৯৭৩?
ইমাম আলী মসজিদনাজাফ৯৭৭শিয়াপ্রথম শিয়া ইমাম আলি ইবনে আবি তালিবকে এখানে কবর দেওয়া হয়েছে।
ইমাম আলী মসজিদ (বসরা)বসরা৬৩৫?
ইমাম আল-বাহের মসজিদমসুল১২শ-১৩শ শতাব্দী?পূর্বে ইমাম আল-বাহেরের মাজার ছিলো যা ২০২২ সালে পুনর্নির্মাণের পরে আর বিদ্যমান নেই।
ইমাম হাসান আল-বসরীর মাজারবসরা১১৮৫সুন্নিহাসান বসরিকে এখানে কবর দেওয়া হয়েছে।
ইমাম হোসেনের মসজিদকারবালা৬৮০শিয়াশিয়া ইমাম হোসাইন ইবনে আলী, তাঁর পুত্র আলী আকবর ইবনে হোসাইন এবং আলি আসগর ইবনে হুসাইন, কারবালার যুদ্ধে হোসেনের সেনাবাহিনীতে নিহতরা, হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদি এবং ইব্রাহিম আল-মুজাব (মুসা আল-কাজিমের পুত্র) এদেরকে এখানে কবর দেওয়া হয়েছে।
আল-ইমাম মুহসিন মসজিদমসুল১২শ শতাব্দী?২০১৫ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট কর্তৃক এটি ভেঙে ফেলা হয়।
জলিল খায়াত মসজিদআর্বিল১৯৯৭সুন্নি
আল-কাজিমিয়া মসজিদবাগদাদ৯১৫ইসনা আশারিয়াদু'জন ইসনা আশারিয়াদের কবর দেওয়া হয়। তাঁরা হলেন: মুসা আল-কাজিম এবং মুহাম্মদ আল-তাকি।
কুমায়েল ইবনে জিয়াদের মাজারনাজাফ১৯৫০শিয়া
আল-খিলানি মসজিদবাগদাদ?শিয়ামূলত এটি মাজার হিসেবে নির্মিত হয়েছিল। এখানে আবু জাফর মুহাম্মদ ইবনে উসমানকে কবর দেওয়া হয়েছে, তিনি ইসনা আশারিয়ার চারজন প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় ছিলেন।
আল-খুলাফা মসজিদবাগদাদ৯০২-৯০৮সুন্নি[৪]এটি বাগদাদের একটি প্রাচীনতম মসজিদ, যদিও বহুবার সংস্কার করা হয়েছিল। মসজিদের মিনারটি আব্বাসীয় যুগের।
মসজিদ আল-কুফাকুফা৬৩৯শিয়ামসজিদটিতে মুসলিম ইবনে আকিল, হানী ইবনে উরওয়া এবং মুখতার আল সাকাফিকে কবর দেওয়া হয়েছে, পাশাপাশি মসজিদের ভিতরে ঐতিহাসিক অনেক জিনিস ও জায়গা রয়েছে।
শেখ জাওয়াদ আল-সাদিক মসজিদতাল আফার?শিয়া২০১৪ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট কর্তৃক এটি ভেঙে ফেলা হয়েছে।
ইমাম সাদ বিন আকিল মাজারতাল আফার১১৪২শিয়াঊর্ধ্ব মেসোপটেমিয়ার একজন গভর্নরকে এখানে কবর দেওয়া হয়েছে।
আল-মাকাম মসজিদবসরা১৭৫৪?
মায়থাম আল-তাম্মারের মাজারকুফা?শিয়া
মসুল বড় মসজিদমসুল?সুন্নিমসুল শহরের সবচেয়ে বড় মসজিদ।
মুধাফারিয়া মিনারআর্বিল১১৯০-১২৩২?
মুরজান মসজিদবাগদাদ১৩৫৬?
আল-নুকাইলাহ মসজিদআল কিফল১৩০৯শিয়াএখানে নবী ইজেকিয়েলের কবর রয়েছে।
সাইয়্যিদাহ জয়নাব মসজিদসিনজার১২৩৯শিয়াআলী ইবনে হোসাইন জয়নুল আবিদীনের কন্যাকে উৎসর্গ করা একটি মাজার।
আল-নুরি বড় মসজিদমসুল১১৭২-১১৭৩সুন্নি২০১৭ সালে মসুলের যুদ্ধের সময় মিনারটি ধ্বংস হয়ে যায়।
নবী দানিয়েল মসজিদকিরকুক৫ম শতাব্দীশিয়াএটি কিরকুক দুর্গের ভিতরে অবস্থিত। এখানে দানিয়েল, হানানিয়া, মিশেল এবং আজরিয়াহ এর সমাধি রয়েছে। মিশেলের সমাধিটিতে বর্তমানে আর কোনো চিহ্ন নেই।
আল-নবী ইউনুস মসজিদমসুল১৩৬৫?২০১৪ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট দ্বারা মসজিদটি ধ্বংস করে।
মসুলে ইসলামিক কাঠামোর তালিকামসুল১৭৯১?
আল-রহমান মসজিদবাগদাদ১৯৯৯?অসমাপ্ত, নির্মাণ কাজ বন্ধ
আল-সাহলাহ মসজিদকুফা৬৫৬-৬৬০শিয়াভবিষ্যতে এখানে মুহম্মদ আল-মাহদীর বসবাস করবে বলে বিশ্বাস করা হয়।
সালমান আল-ফার্সি মসজিদসালমান পাক১৯৫০শিয়াপূর্বে এটি একটি সুন্নি মসজিদ ছিলো, ২১শ শতাব্দীর দিকে শিয়া মসজিদে স্থানান্তরিত হয়। ১৯৫০ সালে সালমান আল-ফারসির কবরের চারপাশে মসজিদটি নির্মিত হয়।
সাইয়্যেদ আলী আল-জাকির সমাধিআল-কাহলা জেলা২০১৭শিয়া১০ম শতাব্দীর মুসলিম পণ্ডিত সাইয়্যেদ আলী আল-জাকির সমাধি রয়েছে।
সুলায়মানিয়াহ বড় মসজিদসুলায়মানিয়াহ১৭৮৪সুন্নিসুলায়মানিয়াহ শহরের প্রথম মসজিদ। স্থানীয় মৌলবী হাজ্বী কাকা আহমদ এবং তাঁর নাতি মাহমুদ বারজানজিকে এখানে কবর দেওয়া হয়েছে। এটিতে একটি ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে অভাবীদের জন্য খাবার পরিবেশন করা হয়।
সৈয়দ সুলতান আলী মসজিদবাগদাদ১৫৯০সুন্নি
সামাররা বড় মসজিদসামাররা৮৫১সুন্নি
আল-সারী মসজিদবাগদাদ১২৯৩সুন্নি
মাশহাদ রাদ্দ আল-শামসহিল্লাহ১১৯০শিয়াপূর্বে এটি ব্যাবিলনীয় মন্দির ছিলো, এখন এটি মাজার যেখানে রাদ আল-শামসের অলৌকিক ঘটনা ঘটেছিল বলে মনে করা হয়।
শেখ রজব মসজিদরাওয়া১৬২৫?
আল-সুলায়মানিয়াহ মসজিদবাগদাদ২০১০[৫]?
উমর সোহরাওয়ার্দীর মাজারবাগদাদ১২শ শতাব্দীসুন্নিমূলত এটি মাজার ও মসজিদ হিসেবে নির্মিত। সোহরাওয়ার্দীয়া তরিকার প্রতিষ্ঠাতা শিহাব উদ্দিন উমর সোহরাওয়ার্দীকে এখানে কবর দেওয়া হয়েছে।
উম্মে আল-তাবুল মসজিদবাগদাদ১৯৬৮সুন্নি১৯৫৯ সালের মসুল বিদ্রোহে অংশ নেওয়া অফিসারদের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল।
উম্মে আল-কুরা মসজিদবাগদাদ২০০১সুন্নি
আল-ওয়াজির মসজিদবাগদাদ১৬৬০সুন্নি
ইয়াহিয়া আবু আল-কাসিমের মাজারমসুল৭৯৯সুন্নিআবুল কাসিম ইয়াহিয়া ইবনুল হাসানকে এখানে কবর দেওয়া হয়েছে। ২০১৪ সালে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট এটি ধ্বংস করে।
জাহরা বড় মসজিদকুট১৯৯৭?
জুমুররুদ খাতুন মসজিদ ও মাজারবাগদাদ১২০২?মূলত এটি মসজিদ ও মাজার হিসেবে নির্মিত হয়েছে। মসজিদের মিনারটিকে বাগদাদের সবচেয়ে পুরনো মিনার হিসেবে বিবেচনা করা হয়।[৬]
শাখা
সুন্নি
শিয়া
ইসনা আশারিয়া

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী