ইরফান পাঠান

ভারতীয় ক্রিকেটার ও অভিনেতা

ইরফান খান পাঠান (গুজরাটি: ઇરફાન પઠાણ) (; জন্ম: ২৭ অক্টোবর ১৯৮৪) হলেন একজন ভারতীয় ক্রিকেটার যিনি ২০০৩ সালে একদিনের আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করেন। বর্তমানে তিনি ভারতের ওয়ানডে ক্রিকেটে ৮ম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ও টোয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।[১]

ইরফান পাঠান
পাঠান ২০১৩
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ইরফান খান পাঠান
জন্ম (1984-10-27) ২৭ অক্টোবর ১৯৮৪ (বয়স ৩৯)
বড়োদরা, গুজরাত, ভারত
ডাকনামগুড্ডু
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনবাহাতি
বোলিংয়ের ধরনবাহাতি ফাস্ট মিডিয়াম
ভূমিকাবোলিং অল-রাউন্ডার
সম্পর্কইউসুফ পাঠান (সমভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
শেষ টেস্ট৫ এপ্রিল ২০০৮ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৫৩)
৯ জানুয়ারি ২০০৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৪ আগস্ট ২০১২ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ )
১ ডিসেম্বর ২০০৬ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টি২০আই২ অক্টোবর ২০১২ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০০–বর্তমানবরোদা ক্রিকেট দল
২০০৮–২০১০কিংস এলেভেন পাঞ্জাব
২০১১–বর্তমানদিল্লি ডেয়ারডেভিলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইএফসিটি২০আই
ম্যাচ সংখ্যা২৯১২০৯৪২৪
রানের সংখ্যা১,১০৫১,৫৪৪৩,৩০৩১৭২
ব্যাটিং গড়৩১.৮৯২৩.৩৯৩১.৪৫২৪.৫৭
১০০/৫০১/৬০/৫২/১৮০/০
সর্বোচ্চ রান১০২৮৩১২১৩৩*
বল করেছে৫,৮৮৪৫,৮৫৫১৭,৪৯৫৪৬২
উইকেট১০০১৭৩৩২৪২৮
বোলিং গড়৩২.২৬২৯.৭২২৮.৫৫২২.০৭
ইনিংসে ৫ উইকেট১৭
ম্যাচে ১০ উইকেট-
সেরা বোলিং৭/৫৯৫/২৭৭/৩৫৩/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং৮/–২১/–২৭/–২/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৫ নভেম্বর ২০১২

প্রারম্ভিক বছর

ইরফান পাঠান বাদডারা পশ্চিম ভারতীয় শহরে জন্মগ্রহণ করেন

পাঠান ২৭ অক্টোবর ১৯৮৪ ভারতের গুজরাত, বরোদা জন্মগ্রহণ করেন। তিনি একটি দরিদ্র পরিবারে বাদোরার একটি মসজিদে তার ভাই ইউসুফ পাঠান এর সঙ্গে বেড়ে ওঠেন। তখন তার পিতা একজন মুয়াযযিন হিসেবে কাজ করতেন। যদিও তার পিতা একজন ইসলামী পণ্ডিত হিসেবে কাজ করলেও পাঠান এবং তার ভাই উভয়ই ক্রিকেটের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন।

সিনিয়র হিসেবে আবির্ভাব (২০০১-২০০৩)

পাঠান ২০০১ সালের মার্চে বাংলা ক্রিকেট দল এর বিরুদ্ধে প্রথম শ্রেণীর আত্মপ্রকাশ করেনে। পরবর্তীতে তার সহযোগী বা-হাতি পেসার জহির খান কে জাতীয় দলের জন্য নির্বাচন করা হয়েছিল। তিনি ১৩ রানে অপরাজিত ও ২ রান এবং ৪০ রান খরচ করে ৩ উইকেট ও ৬৮ রানে ২ উইকেট লাভ করেন। যার ফলে ২২২ রানে বিশাল ব্যবধানে তার দল জয়ী হয়।

প্রাথমিক আন্তর্জাতিক ক্যারিয়ার (২০০৩-২০০৫)

পাঠান ২০০৩ সালের ডিসেম্বর মাসে এডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি টেস্ট ক্রিকেট প্রতিযোগীতায় আত্মপ্রকাশ করেন। ১৯ বছর বয়সে তিনি প্রথম টেস্ট বারোদার ব-হাতি বোলার জাহির খান আঘাতের কারণে তিনি উদ্বোধনী বোলার হিসেবে বল করেন। প্রায় ওভারে পাঁচ রানের সমতায় রান করা অস্ট্রেলীয় দলের ১৬০ রানের উচ্চ স্কোরিং ম্যাচে তিনি ম্যাথু হেডেন এর উইকেট লাভ করেন।[২] তার একমাত্র ইনিংসে তিনি মাত্র এক রান করেন তারপরেও ভারত চার উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে।

খেলোয়াড়ী জীবন

পরিসংখ্যান

টেস্ট শতক

  • কলামে রান, * বোঝান হয়েছে অপরাজিত
  • কলাম শিরোনাম ম্যাচ তার কর্মজীবনের ম্যাচ সংখ্যা বোঝায়
ইরফান পাঠানের টেস্ট শতকসমূহ[৩]
#রানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
[১]১০২*২৬  পাকিস্তানবেঙ্গালুরু, ভারতএম চিন্নাস্বামী স্টেডিয়াম২০০৭ড্র

টেস্টে ৫ উইকেট গ্রহণ

ইরফান পাঠানের টেস্টে ৫ উইকেট লাভ[৪]
#পরিসংখ্যানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
[১]৫–৪৫  বাংলাদেশঢাকা, বাংলাদেশবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম২০০৪বিজয়ী
[২]৬–৫১
[৩]৫–৩২১০  বাংলাদেশচট্টগ্রাম, বাংলাদেশএম এ আজিজ স্টেডিয়াম২০০৪বিজয়ী
[৪]৫–৫৮১৪  জিম্বাবুয়েবুলাওয়ে, জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাব২০০৫বিজয়ী
[৫]৭–৫৯১৫  জিম্বাবুয়েহারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব২০০৫বিজয়ী
[৬]৫–৬৭
[৭]৫–৬১২১  পাকিস্তানকরাচী, পাকিস্তানন্যাশনাল স্টেডিয়াম২০০৬হার

একদিনের আন্তর্জাতিক ৫ উইকেট লাভ

ইরফান পাঠানের একদিনের আন্তর্জাতিকে ৫ উইকেট লাভ[৫]
#পরিসংখ্যানম্যাচপ্রতিপক্ষশহর/দেশমাঠবছরফলাফল
[১]৫–২৭৩৬  জিম্বাবুয়েহারারে, জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব২০০৫বিজয়ী
[২]৫–৬১১২০  শ্রীলঙ্কাক্যান্ডি, শ্রীলঙ্কাপাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১২বিজয়ী

রেকর্ডসমূহ

  • ইরফান পাঠান ডবল ১০০০ রান এবং ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে ১০০ উইকেট - (২০১৩ সালের ২৯ জানুয়ারি এর হিসাবে) বিশ্বরেকর্ডধারী খেলোয়াড়। এটি তিনি মাত্র ১০৫৯ দিনে গ্রহণ করেছেন।[৬]
  • তিনি হলেন ভারতের ওয়ানডে ক্রিকেট মাত্র (৫৯ ম্যাচে) ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছানো দ্রুততম খেলোয়াড়।[৭]

পুরস্কার

ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার

সি.নংপ্রতিপক্ষমাঠতারিখম্যাচের অবদান
 বাংলাদেশবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা১০–১৩ ডিসেম্বর ২০০৪১ম ইনিংস : ৫ (১৭ বলে ১x৪); ১৬-৫-৪৫-৫;

২য় ইনিংস : DNB; ১৫-৫-৫১-৬

 জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে১৩–১৬ সেপ্টেম্বর ২০০৫১ম ইনিংস : ৫২ (১০৩ বলে ৬x৪); ১৮.৫-৩-৫৮-৫; ১ ক্যাচ

২য় ইনিংস : DNB; ১২-৪-৫৩-৪

 জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব, হারারে২০–২২ সেপ্টেম্বর ২০০৫১ম ইনিংস : ৩২ (৪৫ বল ৭x৪); ১৫.২-৪-৫৯-৭;

২য় ইনিংস : DNB; ১৯-৩-৬৭-৫

 অস্ট্রেলিয়াডব্লিউএসিএ গ্রাউন্ড, পার্থ১৬–১৯ জানুয়ারি ২০০৮১ম ইনিংস : ২৮ (৪৪ বল ৪x৪); ১৭-২-৬৩-২;

২য় ইনিংস : ৪৬ (৬৪ বল ৬x৪); ১৬-২-৫৪-৩

ম্যান অব দ্য সিরিজ পুরস্কার

সিরি নংসিরিজ (প্রতিপক্ষ)মৌসুমসিরিজ অবদান
 বাংলাদেশ২০০৪/০৫৯ রান (২ ম্যাচ এবং ২ ইনিংস);

১৮ ইইকেট (২ ম্যাচ এবং ৪ ইনিংস);

 জিম্বাবুয়ে২০০৫৮৪ রান (২ ম্যাচ এবং ২ ইনিংস: ১x৫০);

২১ উইকেট (২ ম্যাচ এবং ৪ ইনিংস) ১ ক্যাচ;

ওয়ানডে পুরস্কার

ম্যান অব দ্য পুরস্কার

সিরি. নংপ্রতিপক্ষমাঠতারিখম্যাচের অবদান
 জিম্বাবুয়েডব্লিউএসিএ গ্রাউন্ড, পার্থ৩ ফেব্রুয়ারি ২০০৪৩* (৮ বল); ১০-১-২৪-৪;
 জিম্বাবুয়েহারারে স্পোর্টস ক্লাব, হারারে২৯ আগস্ট ২০০৫DNB; ১০-৩-২৭-৫;
 শ্রীলঙ্কাপাঞ্জাব ক্রিকেট আসোসিয়েশন স্টেডিয়াম, মোহালী২৮ অক্টোবর ২০০৫DNB; ৮-০-৩৭-৪;
 শ্রীলঙ্কাআইপিসিএল ক্রীড়া কমপ্লেক্স গ্রাউন্ড, বড়োদরা১২ নভেম্বর ২০০৫৩৫ (২৩ বল: ২x৪, ২x৬); ১০-১-৩৮-৩;
 দক্ষিণ আফ্রিকাএম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু১৯ নভেম্বর ২০০৫৩৭ (৫৮ বল: ৪x৪, ১x৬); ৬-১-২৩-৩;
 পাকিস্তানরাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, রাওয়ালপিন্ডি১১ ফেব্রুয়ারি ২০০৬DNB; ১০-১-৪৩-৩;
 শ্রীলঙ্কাপাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, কান্দি৪ আগস্ট ২০১২২৯ (২৮ বল: ২x৪); ১০-০-৬১-৫;

টি-২০ আন্তর্জাতিক পুরস্কার

ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার

সিরি. নংপ্রতিপক্ষমাঠতারিখম্যাচের অবদান
 পাকিস্তাননিউ ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ২৪ সেপ্টেম্বর ২০০৭৩* (৩ বল); ৪-০-১৬-৩;
 শ্রীলঙ্কাপাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি৭ আগস্ট ২০১২ডিএনবি; ৪-০-২৭-৩;

তথ্যসূত্র

বহিঃসংযোগ


পূর্বসূরী
নতুন পুরস্কার
বছরের উঠতি প্লেয়ার
২০০৪
উত্তরসূরী
কেভিন পিটারসন
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী