ইয়ান বিশপ

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

ইয়ান রাফায়েল বিশপ (ইংরেজি: Ian Bishop; জন্ম: ২৪ অক্টোবর, ১৯৬৭) পোর্ট অব স্পেনের বেলমন্টে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার। ১৯৮৯ থেকে ১৯৯৮ সময়কালে ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে প্রতিনিধিত্ব করেন ইয়ান বিশপ

ইয়ান বিশপ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ইয়ান রাফায়েল বিশপ
জন্ম (1967-10-24) ২৪ অক্টোবর ১৯৬৭ (বয়স ৫৬)
বেলমন্ট, পোর্ট অব স্পেন, ত্রিনিদাদ ও টোবাগো
ডাকনামবিশ
উচ্চতা৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক২৫ মার্চ ১৯৮৯ বনাম ভারত
শেষ টেস্ট১২ মার্চ ১৯৯৮ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক২১ মে ১৯৮৮ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই৪ নভেম্বর ১৯৯৭ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৮৬-২০০০ত্রিনিদাদ ও টোবাগো
১৯৮৯-১৯৯৩ডার্বিশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইএফসিএলএ
ম্যাচ সংখ্যা৪৩৮৪১৫৯১৫৬
রানের সংখ্যা৬৩২৪০৫২,৬৩৯১,০৪৭
ব্যাটিং গড়১২.১৫১৬.২০১৫.৫২১৯.০৩
১০০/৫০০/০০/০২/৩০/১
সর্বোচ্চ রান৪৮৩৩*১১১৫৩
বল করেছে৮,৪০৭৪,৩৩২২৬,৫৬০৭,৭৩১
উইকেট১৬১১১৮৫৪৯১৯৬
বোলিং গড়২৪.২৭২৬.৫০২৩.০৬২৭.৯২
ইনিংসে ৫ উইকেট২৩
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৬/৪০৫/২৫৭/৩৪৫/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং৮/–১২/–৫০/–২৩/–
উৎস: ক্রিকেটআর্কাইভ, ৩ ডিসেম্বর ২০১৪

খেলোয়াড়ী জীবন

মাত্র ২১ টেস্ট খেলে ১০০ টেস্ট উইকেট পান তিনি। প্রচণ্ড ক্ষীপ্রময় ফাস্ট বোলার হিসেবে পরিচিত ইয়ান বিশপ আউটসুইং বোলিংয়ে পারদর্শীতা অর্জন করেছিলেন। কিন্তু ১৯৯১ সালে বেশ কয়েকবার পিঠের আঘাতে দল থেকে দূরে চলে আসেন। এরপর তিনি দূর্দান্তরূপে দলে ফিরে আসেন ও বোলিংয়ের ধরনের সাথে খাঁপ খাইয়ে নেন। ১৯৯৩ সালে তিনি পুনরায় আঘাত পান। ফলে ১৯৯৫ সালের মধ্যবর্তী সময়কালের পূর্ব-পর্যন্ত দলে ফিরতে পারেননি। এভাবেই অত্যন্ত প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ী জীবনের যবনিকা পতন ধীরে ধীরে আসতে থাকে।

কর্মজীবন

বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবে বিশ্বব্যাপী ভ্রমণ করছেন। এছাড়াও, ২০০৭ সালে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট ও একদিনের আন্তর্জাতিক সিরিজে ক্রিকেট অন ফাইভে ধারাভাষ্য দিয়েছিলেন। ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ক্রিকেটে ধারাভাষ্যের মাঝখানে লিচেস্টার বিশ্ববিদ্যালয়ে এমবিএ ডিগ্রী নেন।[১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী