ইন্স নদী

অস্ট্রিয়ার নদী

ইন্স হল দানিউব নদীর অন্যতম প্রধান উপনদী। এটি দানিউবের দক্ষিণ অংশে অবস্থিত। উত্তরদিকে অস্ট্রিয়ার ইন্স শহরে দানিউবের সঙ্গে মিলিত হয়েছে। ইন্স নদীড় দৈর্ঘ্য ২৫৪ কিলোমিটার, এবং এর আকার অনেকটা ইংরেজি বর্ণ J-এর মত। ইন্স নদীড় উৎপত্তি হয়েছে অস্ট্রিয়ার ফ্লাখাউ এবং গ্লাসথোফাম শহরের নিকট হতে। এরপর এটি পূর্ব দিকে রাডস্টাট, শ্লাডমিং এবং লিযেন হয়ে স্টিরিয়ার হিফ্লাউ শহরের কাছে উত্তর দিকে বাঁক নিয়েছে। অবশেষে এটি ঊর্ধ্ব অস্ট্রিয়ার ইন্স শহরে দানিউবের সাথে মিলিত হয়েছে।[১]

ইন্স
অস্ট্রিয়ার স্টাইনআখ এবং লিজেন শহরের মাঝে ইন্স নদীর দৃশ্য
অবস্থান
দেশঅস্ট্রিয়া
প্রাকৃতিক বৈশিষ্ট্য
উৎস 
 • অবস্থানরাডস্টাডটার টাউয়ার্ন (পর্বত)
মোহনা 
 • অবস্থান
মাউথাউজেন শহরের দানিউব নদী
 • স্থানাঙ্ক
৪৮°১৪′১৩″ উত্তর ১৪°৩১′০৮″ পূর্ব / ৪৮.২৩৬৯° উত্তর ১৪.৫১৯০° পূর্ব / 48.2369; 14.5190
দৈর্ঘ্য২৫৩.৪ কিলোমিটার (১৫৭.৫ মাইল)
অববাহিকার আকার৬,০০০ কিমি (২,৩০০ মা)
নিষ্কাশন 
 • গড়২০১ মি/সে (৭,১০০ ঘনফুট/সে)
অববাহিকার বৈশিষ্ট্য
ক্রমবৃদ্ধিদানিউবকৃষ্ণ সাগর

পরিবহন

ইন্স নদী দিয়ে অস্ট্রিয়া হয়ে জার্মানিস্লোভেনিয়ার মধ্যে দিয়ে একটি পরিবহন পথ রয়েছে। ইন্স নদী দিয়ে স্টিরিয়াতে উৎপন্ন লৌহ লিনৎস-এর কারখানাগুলোতে সরবরাহ করা হয়।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী