ইন্দরজিৎ সিং

এক শটপুট বিশেষ্ণজ্ঞ ভারতীয় অ্যাথলিট।

ইন্দরজিৎ সিং(জন্ম ১৯ এপ্রিল ১৯৮৮) এক শটপুট বিশেষ্ণজ্ঞ ভারতীয় অ্যাথলিট।[১] ২০১৫ র এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে তিনি স্বর্ণ পদক জয় করেন। ২০১৩ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াড প্রতিযোগিতায় ইন্দরজিৎ প্রতিদবন্ধিতা করেন এবং তার তৎকালীন সেরা থ্রো (১৯.৬৩ মিটার) করে রৌপ্য পদক জয় করেন। বর্তমানে তিনি অ্যাংলিয়ান মেডেল হান্ট কোম্পানীর স্পনসরশিপ এর আওতায় রয়েছেন।[২]

ইন্দরজিৎ সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইন্দরজিৎ সিং
Inderjeet Singh
জাতীয়তাIndian
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াAthletics
বিভাগশটপুট
দলIndia
পদকের তথ্য
 ভারত -এর প্রতিনিধিত্বকারী
Men's athletics
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 IncheonShot Put
Asian Athletics Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2015 WuhanShot Put
23 August 2015 তারিখে হালনাগাদকৃত

১৭ই আগস্ট ২০১৩ তে পাটিয়ালা র ইন্ডিয়ান ন্যাশানাল গেমস ১৯.৮৯মিটার থ্রো করে নিজের পরিসংখ্যান উন্নত করেন। ২ রা অক্টোবর ২০১৪ এশিয়ান ফেমসে শটপুট এ ১৯.৩৮মিটার ছুড়ে তিনি ব্রোঞ্জ পদক জেতেন।[৩] ২২শে জুন ২০১৫ তে ব্যাংকক এশিয়ান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি তে তিনি স্বর্ণ পদক জেতেন,১৯.৮৩মিটার থ্রো করে।[৪] আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে একই মাসে ইন্দরজিৎ তার দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন চিনের ইউহান এ এশিয়ান চ্যাম্পিয়নশিপে (৩রা জুন, ২০১৫) ২০.৪১ মিটার থ্রো করে যা নতুন এশীয় রেকর্ড হয়।[৫]


২০১৫র মে মাসে ১৯তম ফেডারেশান কাপ প্রতিযোগিতায় ২০.৬৫মিটার থ্রো করে ইন্দরজিৎ ২০১৬ রিও গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগ্যতা মান অতিক্রম করেন। [৬]

বর্তমানে তিনি অপর ভারতীয় শটপুট এর শক্তি সিং এর ছোট ভাই প্রিতম সিং এর প্রশিক্ষনে রয়েছেন।২০১৬ র জুলাই এ ড্রাগ পরীক্ষায় নিষিদ্ধ বস্তু গ্রহণের কারণে প্রতিযোজীতায় থেকে তিনি ছিটকে যান।[৭]

ব্যক্তিগত জীবন

ইন্দরজিৎ পাঞ্জাবের শহীদ ভগত সিং নগরের বাসিন্দা। কোল ইন্ডিয়ার ক্যাম্পাসের অন্যতম নামী দিল্লী পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র এই ইন্দরজিৎ সিং। তিনি ওই স্কুলের ২০০৬ সালের ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পরবর্তীকালে পরিবারের সাথে মধ্যপ্রদেশ এর সিংরাউলি তে বলে যান যেখানে তার পিতা গুরদয়াল সিং নর্দান কোল্ডফিল্ড লিমিটেডে কর্মরত ছিলেন। ২০০৭ সালে পিতার মৃত্যুর পর তার পরিবারে আর্থিক সঙ্কট এ পড়ে, তা সত্ত্বেও পরিবারের সহায়তায় তিনি অ্যাথলেটিক্সে তার অধ্যবসায় চালিয়া যান।[৮]

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ

বছরপ্রতিযোগিতাঘটনাস্থলস্থানঘটনানোট
প্রতিনিধিত্বকারী  ভারত
২০১৩ইউনিভার্সিয়াডKazan, Russiaদ্বিতীয়শটপুট১৯.৭০ মি
২০১৪এশিয়ান গেমসIncheon, South Koreaতৃতীয়শটপুট১৯.৬৩ মি
২০১৫এশিয়ান চ্যাম্পিয়নশীপWuhan,প্রথমশটপুট২০.৪১ মি CR
এশিয়ান গ্রাঁ প্রিBangkok,্প্রথমশটপুট১৯.৮৫ মি CR
ইউনিভার্সিয়াডGwangju, South Koreaপ্রথমশটপুট২০.২৭ মি
World ChampionshipsBeijing, China১১তমশটপুট১৯.৫২ মি

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী