ইউসুফ কার্শ

আর্মেনিয়-কানাডীয় আলোকচিত্র শিল্পী

ইউসুফ কার্শ সিসি (ডিসেম্বর ২৩, ১৯০৮ – জুলাই ১৩, ২০০২) ছিলেন বিশ্বের সবচেয়ে আলোচিত এবং বিখ্যাত পোর্ট্রেট ফটোগ্রাফার। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পোর্ট্রেট আলোকচিত্রী হিসেবে বিবেচনা করা হয়।

ইউসুফ কার্শ
১৯৩৬ সালে তোলা, by Joseph-Alexandre Castonguay
জন্ম(১৯০৮-১২-২৩)২৩ ডিসেম্বর ১৯০৮
মারদিন, অটোমান সাম্রাজ্য (বর্তমান তুরস্ক)
মৃত্যু১৩ জুলাই ২০০২(2002-07-13) (বয়স ৯৩)
সমাধিনটরডেম সিমেট্রি (অটোয়া)
পুরস্কারঅর্ডার অব কানাডা, ১৯৬৭
ওয়েবসাইটkarsh.org

প্রাথমিক জীবন

তুরস্কের (তৎকালীন অটোমান সাম্রাজ্য) মারদিন শহরে ১৯০৮ সালের ২৩শে ডিসেম্বর এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আমসিহ্ কার্শ এবং মাতার নাম বাহিয়া। বড় হয়েছেন যুদ্ধ এবং হত্যাযজ্ঞের মধ্য দিয়ে। ১৯২৪ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিবারের সঙ্গে প্রাণের ভয়ে সিরিয়া পাড়ি জমান। এর দুই বছর পর তাকে তার কানাডা নিবাসী মামা জর্জ নাকাশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। মামা ছিলেন পেশায় আলোকচিত্রী। এসময় পড়ালেখার পাশাপাশি স্টুডিওতে মামাকে সাহায্য করতেন ইউসুফ। মামা ইউসুফের মেধা ও প্রতিভা আঁচ করতে পারেন। ১৯২৮ সালে তিনি ইউসুফকে বোস্টনের বিখ্যাত পোর্ট্রেট আলোকচিত্রী জন গারোর কাছে ফটোগ্রাফি শিক্ষা গ্রহণের জন্য পাঠান। দীক্ষা শেষে চার বছর পর ইউসুফ কানাডায় ফেরেন এবং অন্টারিওতে নিজের একটা স্টুডিও প্রতিষ্ঠা করেন।

১৯৩৮ সালের কার্শ

পেশাজীবন

১৯৩৫ সালে তিনি কানাডার সরকারি আলোকচিত্রী হিসেবে নিয়োগ পান। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাকেনজি কিং ইউসুফের কাজে এতোটাই আকৃষ্ট হন যে, যারাই তার কাছে দেখা করতে আসতেন, ইউসুফকে তিনি তাদের ছবি তোলার সুযোগ করে দিতেন। এক পর্যায়ে বড় বড় বিখ্যাত মানুষদের ছবি তোলা ইউসুফ কার্শের নেশায় পরিণত হয়ে গেলো। তার জীবনের প্রথম বড় সুযোগটি আসে ১৯৪১ সালের ৩০ ডিসেম্বর, যখন তিনি কানাডা সফরে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল এর পোর্ট্রেট তোলেন। উইন্সটন চার্চিলের সে ছবি ইউসুফ কার্শকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

কার্শের তোলা ছবি উইন্সটন চার্চিল, যার শিরোনাম দ্য রোয়ারিং লায়ন

গ্যালারি

মৃত্যু

২০০২ সালের ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের বোস্টনে শরীরে একটি অস্ত্রোপচার পরবর্তী জটিলতায় এই খ্যাতনামা ফটোগ্রাফার মৃত্যুবরণ করেন।

পুরস্কার

গ্রন্থসূত্র

  • Faces of Destiny (1946)
  • Portraits of Greatness (1959)
  • Faces of Our Lime (1971)
  • Harsh Portraits (1976)
  • Photographs of Yousuf Karsh: Men Who Make Our World (1967)
  • Karsh: A Fifty-Year Retrospective (1983)
  • Harsh Canadians (1978)

তথ্যসূত্র ও পাদটীকা

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী