আ বিল অব ডিভোর্সমেন্ট (১৯৩২-এর চলচ্চিত্র)

আ বিল অব ডিভোর্সমেন্ট (ইংরেজি: A Bill of Divorcement, অনুবাদ'তালাকের আইন') হল জর্জ কিউকার পরিচালিত ১৯৩২ সালের মার্কিন কোড-পূর্ববর্তী চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জন ব্যারিমোরক্যাথরিন হেপবার্ন। এটি ছিল হেপবার্নের অভিষেক চলচ্চিত্র। ক্লেমেন্স ডেনের একই নামের ব্রিটিশ নাটকটি মূলত ১৯২০-এর দশকের শুরুতে ব্রিটেনে নারীদের তার স্বামীকে তালাক দেওয়ার আইন পাসের বাতুলতার প্রতিক্রিয়া হিসেবে রচিত। এটি এই নাটকের দ্বিতীয় চলচ্চিত্র উপযোগকরণ, পূর্বে এই নাটক অবলম্বনে ১৯২২ সালে ব্রিটিশ নির্বাক চলচ্চিত্র আ বিল অব ডিভোর্সমেন্ট নির্মিত হয়েছিল। ১৯৪০ সালে এই চলচ্চিত্র অবলম্বনে একই নামের অপর একটি চলচ্চিত্র নির্মিত হয়।[২]

আ বিল অব ডিভোর্সমেন্ট
উইন্ডো কার্ড পোস্টার
A Bill of Divorcement
পরিচালকজর্জ কিউকার
প্রযোজকডেভিড ও. সেলৎসনিক
রচয়িতা
  • হাওয়ার্ড ইস্টাব্রুক
  • হ্যারি ওয়াগস্টাফ গ্রিবল
উৎসক্লেমেন্স ডেন কর্তৃক 
আ বিল অব ডিভোর্সমেন্ট
শ্রেষ্ঠাংশে
সুরকারমাক্স স্টাইনার
চিত্রগ্রাহকসিডনি হিকক্স
সম্পাদকআর্থার রবার্টস
প্রযোজনা
কোম্পানি
আরকেও রেডিও পিকচার্স
মুক্তি
  • ৩০ সেপ্টেম্বর ১৯৩২ (1932-09-30)
স্থিতিকাল৭০ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২৫০,০০০[১]
আয়$৫৩১,০০০[১]

কুশীলব

  • জন ব্যারিমোর - হিলার ফেয়ারফিল্ড
  • বিলি বার্ক - মেগ ফেয়ারফিল্ড
  • ক্যাথরিন হেপবার্ন - সিডনি ফেয়ারফিল্ড
  • ডেভিড ম্যানার্স - কিট হামফ্রিস
  • পল ক্যাভানাঘ - গ্রে মেরেডিথ
  • হেনরি স্টিভেনসন - ডক্টর অ্যালিয়ট
  • গেইল এভার্স - ব্যাসেট
  • এলিজাবেথ প্যাটারসন - হেস্টার ফেয়ারফিল্ড

নির্মাণ

চলচ্চিত্রটির প্রযোজক ডেভিড ও. সেলৎসনিক ও পরিচালক জর্জ কিউকারের মধ্যে হেপবার্নকে প্রধান চরিত্রে নেওয়ার ব্যাপারে মতানৈক্য দেখা দিয়েছিল। কিউকার হেপবার্নের পর্দা পরীক্ষণ গ্রহণ করেছিলেন এবং ২৪ বছর বয়সী এই অভিনেত্রীর কাজে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু সেলৎসনিক তার চাহনীর ধরন অপছন্দ করেন ও দর্শক তাকে গ্রহণ করবে না বলে ধারণা করেন। তবুও কিউকার তাকে এই কাজের সুযোগ দেন, যা তাদের দুজনের দীর্ঘকাল ব্যাপী পেশাদার ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি গড়ে দেয়। দ্য হলিউড রিপোর্টার হেপবার্নকে "চলচ্চিত্রের দিগন্তে নতুন তারকা" বলে ঘোষণা দেয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী