আহল আল-বাইত

নবীর পরিবার
(আহল আল-বায়াত থেকে পুনর্নির্দেশিত)

আহল আল-বাইত (আরবি: أَهْلُ ٱلْبَيْتِ) বা আহলে বাইত (ফার্সি: اهلِ بیت; উর্দু: اہلِ بیت‎‎) একটি আরবি শব্দবন্ধ যার শাব্দিক অর্থ ঘরের লোকজন। প্রাক-ইসলামি যুগে এই শব্দগুচ্ছটি আরব উপদ্বীপের গোত্র শাসক পরিবারের জন্য ব্যবহৃত হত। ইসলামি ঐতিহ্য অনুসারে আহল আল-বাইত দ্বারা ইসলামের নবি মুহম্মদের পরিবার[ক][১] এবং কিছুক্ষেত্রে তার পূর্বপুরুষ ইব্রাহিমকে বোঝানো হয়।[খ] ইসলাম অনুসারে আহলে বাইত হলেন ইসলাম ও কুরআনের কেন্দ্রীয় ব্যাখ্যাকারী।মুসলমানদের মতে আহলে বাইতের অন্তর্ভুক্ত হলেন নবি মুহম্মদ, তার কন্যা ফাতিমা, তার জামাতা আলি এবং তাঁদের সন্তান হাসানহুসাইন, সম্মিলিতভাবে যাঁদের আহল আল-কিসা (চাদরাবৃত লোকেরা) বলা হয়। ইসনা আশারিয়া শিয়ারা বারো ইমামকে আহলে বাইতের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করে; আলির অন্য বংশধরদের উপর গুরুত্বারোপ করে; যেমন জায়েদিরা জায়েদ ইবনেলিলীকে এবং ইসমাইলিরা ইসমাইল ইবনে জাফরকে অনুসরণ করে থাকে।

এছাড়া কুরআন ও হাদিস অনুসারে অনুসারে আহলে বাইতের অন্তর্ভুক্ত হলেন নবি মুহম্মদ, তার স্ত্রীগণ, তার কন্যা ফাতিমা, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, তার চাচাতো ভাই ও জামাতা আলি এবং তার দৌহিত্র হাসান ও হুসাইন।[১] কিছুক্ষেত্রে এই শব্দগুচ্ছটিকে মুহম্মদের চাচা আবু তালিবআব্বাসের বংশধর অবধি বিস্তৃত করা হয়।তবে মালিক ইবনে আনাসআবু হানিফার মতে সমগ্র বনু হাশিম গোত্র আহলে বাইতের অন্তর্ভুক্ত।[১]

শব্দগত উৎপত্তি

"আহল" (আরবি: أَهْلُ ٱلْبَيْتِ; ফার্সি: اهلِ بیت; উর্দু: اہلِ بیت‎‎;) শব্দটির অর্থ 'একজন ব্যক্তির গৃহের অভ্যন্তরস্থ সদস্যবৃন্দ, যাতে যুক্ত থাকে তার অনুসারী গোত্রবাসীরা, স্বজন, স্ত্রী (সকল), সন্তান, যারা পারিবারিক, ধর্মীয়, আবাসিক, শহরের, রাষ্ট্রীয় কর্মকান্ডের ক্ষেত্রে তার সহগামী'।

"বাইত" শব্দটি 'আবাসস্থল এবং বাসস্থান, তাবু এবং দালান উভয়ই'। গতানুগতিক ক্ষেত্রে এটি 'গৃহস্থলি' শব্দটির পরিবর্তে ব্যবহৃত হয়।

কোনো ব্যক্তির 'আহল আল-বাইত' বলতে তার পরিবারের সকল সদস্য এবং তার পরিবারের সাথে বসবাসকারী সকলকে নির্দেশ করে।[২] আহলে বায়াত মূলত তার কুরআন অর্থে ব্যবহৃত হয়,[৩] "আহলুল বাইত" শব্দটি পরিবারের সদস্য ও স্ত্রীকে ভদ্রভাবে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।[৪]

কুরআনে

আহল আল-বাইত শব্দটি কোরআন-এ দুইবার ব্যবহৃত হয়েছে 'স্ত্রী' শব্দটির স্থলে।[৫] প্রথমটি মুহাম্মদ নবির স্ত্রীদের নির্দেশ করেছে[কুরআন ৩৩:৩৩] এবং পরেরটি ইবরাহীম নবির স্ত্রী সারাকে নির্দেশ করেছে।[কুরআন ১১:৭৩]

কিছু অনুবাদকের মতানুসারে, কেরআন-এ "আল-কুরবা" শব্দটি দ্বারা 'আহল আল-বায়াত' শব্দটিকে ৪২:২৩ বোঝানো হয়েছে।[৬][৭]

শিয়া ইসলাম অনুসারে আহল আল-বাইত-এর তালিকা

শিয়াদের সংজ্ঞানুসারে ইমাম এবং আহল আল-কিসা মিলিত হয়ে আহল আল-বাইত গঠিত। মুহাম্মদ নবির পরে ইসলামি মূল্যবোধের শিক্ষক এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তিত্বরাই আহল আল-বাইত হিসেবে গণ্য হন।[৮]

আরও দেখুন

টীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

শিয়া সংযোগ
সুন্নি সংযোগ


উদ্ধৃতি ত্রুটি: "lower-roman" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-roman"/> ট্যাগ পাওয়া যায়নি

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী