আলেক বল্ডউইন

আমেরিকান অভিনেতা, লেখক, প্রযোজক এবং কৌতুক অভিনেতা

আলেক বল্ডউইন (ইংরেজি: Alec Baldwin) নামে পরিচিতি তৃতীয় আলেকজান্ডার রাই বল্ডউইন (ইংরেজি: Alexander Rae Baldwin III; জন্ম: ৩রা এপ্রিল, ১৯৫৮) হলেন একজন মার্কিন অভিনেতা, লেখক, প্রযোজক ও কৌতুকাভিনেতা।[১] বল্ডউইন পরিবারের চার অভিনেতা ভাইয়ের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ। বল্ডউইন সিবিএস টেলিভিশনের নাট্যধর্মী ধারাবাহিক নট্‌স ল্যান্ডিং-এর ৬ষ্ঠ ও ৭ম মৌসুমে অভিনয়ের জন্য প্রথম পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি কয়েকটি চলচ্চিত্রে কেন্দ্রীয় ও পার্শ্ব ভূমিকায় কাজ করেন, যার মধ্যে রয়েছে ভীতিপ্রদ হাস্যরসাত্মক বিটলজুস (১৯৮৮), মারপিঠধর্মী থ্রিলার দ্য হ্যান্ড ফর রেড অক্টোবর (১৯৯০), প্রণয়ধর্মী হাস্যরসাত্মক দ্য ম্যারিয়িং ম্যান (১৯৯১), সুপারহিরোধর্মী দ্য শ্যাডো (১৯৯৪), থমাস অ্যান্ড দ্য ম্যাজিক রেলরোড (২০০০), এবং মার্টিন স্কোরসেজি পরিচালিত হাওয়ার্ড হিউজের জীবনীমূলক দি অ্যাভিয়েটর (২০০৪) ও নোয়া নাট্যধর্মী দ্য ডিপার্টেড (২০০৬)। ২০০৩ সালে প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র দ্য কুলার-এ অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

আলেক বল্ডউইন
Alec Baldwin
২০১৬ সালে বল্ডউইন
জন্ম
তৃতীয় আলেকজান্ডার রাই বল্ডউইন

(1958-04-03) ৩ এপ্রিল ১৯৫৮ (বয়স ৬৬)
অ্যামিটিভিল, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তন
পেশাঅভিনেতা, লেখক, প্রযোজক, কৌতুকাভিনেতা
কর্মজীবন১৯৮০–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
পূর্ণ তালিকা
রাজনৈতিক দলডেমোক্র্যাটিক
দাম্পত্য সঙ্গী
  • কিম ব্যাসিঞ্জার (বি. ১৯৯৩; বিচ্ছেদ. ২০০২)
  • হিলারিয়া বল্ডউইন (বি. ২০১২)
সন্তান৪ (আয়ারল্যান্ড বল্ডউইন সহ)
পরিবারবল্ডউইন পরিবার
ওয়েবসাইটwww.alecbaldwin.com

২০০৬ থেকে ২০১৩ সালে বল্ডউইন এনবিসির সিটকম থার্টি রক-এ জ্যাক ডনাফি ভূমিকার জন্য দুটি এমি পুরস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও সাতটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন। ফলে তিনি সর্বাধিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার বিজয়ী অভিনেতা হয়ে ওঠেন। বল্ডউইন ২০১৫ সালে মিশন: ইম্পসিবল ধারাবাহিকের পঞ্চম কিস্তি মিশন: ইম্পসিবল - রোগ নেশন (২০১৫) ও ষষ্ঠ কিস্তি মিশন: ইম্পসিবল – ফলআউট (২০১৮) ছবিতে পার্শ্ব ভূমিকায় কাজ করেন।[২] এছাড়া তিনি দ্য হাফিংটন পোস্ট-এর কলাম লেখক। ২০১৬ সাল থেকে তিনি ম্যাচ গেম অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। তিনি ২০১৬ সালে স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প চরিত্রে অভিনয় করেন, এবং এই কাজের জন্য তিনি ২০১৭ সালে তার তৃতীয় প্রাইমটাইম এমি পুরস্কার লাভ করেন।[৩]

প্রারম্ভিক জীবন

বল্ডউইন ১৯৫৮ সালের ৩রা এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের অ্যামিটিভিলে জন্মগ্রহণ করেন।[৪] তার পিতা আলেকজান্ডার রাই বল্ডউইন জুনিয়র (২৬ অক্টোবর ১৯২৭ - ১৫ এপ্রিল ১৯৮৩) ছিলেন একজন হাই স্কুলের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক ও ফুটবল কোচ। তার মাতা ক্যারল নিউকম্ব (জন্মনাম: মার্তিনিউ; ১৯৩০)। বল্ডউইনের ছোট তিন ভাই রয়েছে। তারা হলেন ড্যানিয়েল, উইলিয়াম ও স্টিভেন বল্ডউইন। তারা তিনজনই অভিনেতা। তার দুই বোন রয়েছে, তারা হলেন বেথ ও জেন।[৫] বল্ডউইন মাসাপেকোর নিকটস্ত নাসাউ শোরসে বেড়ে ওঠেন।[৬]

পুরস্কার ও সম্মাননা

২০১০ সালের ১২ই মে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অব ফাইন আর্টস ডিগ্রিতে সম্মানিত করে।[৭]

বল্ডউইন তিনটি প্রাইমটাইম এমি পুরস্কার,[৮] তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার,[৯] আটটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, ও একটি স্যাটেলাইট পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী