আবদুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম

রাজনীতিবিদ

আবদুল্লাহ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম (আরবি: عبد الله بن إسحاق بن إبراهيم) ছিলেন আব্বাসীয় খিলাফতের একজন মুসআবি কর্মকর্তা। ৮৫১ সালে তিনি সংক্ষিপ্তসময়ের জন্য বাগদাদের গভর্নর হিসেবে দায়িত্বপালন করেছেন। এছাড়া ৮৬৩ সালের দিকে তিনি ফারসের গভর্নর হিসেবে দায়িত্বপালন করেছেন।

কর্মজীবন

আবদুল্লাহ মুসআবি পরিবারের সদস্য ছিলেন। এই পরিবার তাহিরি রাজবংশের অংশ ছিল। ৮৫১ সালে মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম মারা যাওয়ার পর আবদুল্লাহ তার উত্তরসুরি হিসেবে বাগদাদের গভর্নর হন। সেই বছর তার স্থলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির নিয়োগ পান।[১]

৮৬৩ সালের দিকে মুহাম্মদ কর্তৃক আবদুল্লাহ ফারসের গভর্নর হিসেবে নিয়োগ পান। এসময় তিনি স্থানীয় সৈনিকদের বেতন প্রদান না করায় তারা বিদ্রোহ করে এবং আলি ইবনে আল-হুসাইন ইবনে কুরাইশের প্রতি আনুগত্য প্রকাশ করে। বিদ্রোহ দমনের কোনো উপায় না থাকায় তিনি ফারস ত্যাগ করে বাগদাদ ফিরে আসেন।[২]

তথ্যসূত্র

  • Al-Tabari, Abu Ja'far Muhammad ibn Jarir (১৯৮৫–২০০৭)। Ehsan Yar-Shater, সম্পাদক। The History of Al-Ṭabarī.। 40 vols.। Albany, NY: State University of New York Press। 
  • Al-Ya'qubi, Ahmad ibn Abu Ya'qub (১৮৮৩)। Houtsma, M. Th., সম্পাদক। Historiae, Vol. 2। Leiden: E. J. Brill। 
পূর্বসূরী
মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইবরাহিম
বাগদাদের মুসআবি গভর্নর
৮৫১
উত্তরসূরী
মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাহির
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী