আফজাল হোসেন

বাংলাদেশী অভিনেতা

আফজাল হোসেন একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী এবং বিজ্ঞাপন নির্মাতা। শিল্পকলার অভিনয় শাখায় তার অবদানের জন্য তিনি ২০২২ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত একুশে পদক লাভ করেন।[১]

আফজাল হোসেন
আফজাল হোসেন, ঢাকা ২০১৮
জন্ম (1954-07-19) ১৯ জুলাই ১৯৫৪ (বয়স ৬৯)
পারুলিয়া, সাতক্ষীরা
পেশাঅভিনেতা, পরিচালক, লেখক, চিত্রশিল্পী
কর্মজীবন১৯৭৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীতানজিন হালিম মনা
পুরস্কারএকুশে পদক (২০২২)

প্রাথমিক জীবন

আফজাল হোসেন ১৯৫৪ সালের ১৯শে জুলাই তৎকালীন পূর্ববাংলার সাতক্ষীরার পারুলিয়াতে জন্মগ্রহণ করেন। তার বাবা আলি আশরাফ হোসেন ছিলেন একজন মেডিকেল অফিসার। তার ভাইয়ের নাম আলফাজ হোসেন এবং বোন রুমানা আফরোজ।[২] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট কলেজে পড়েছিলেন।

কর্মজীবন

আফজাল হোসেন সত্তর দশকের মাঝামাঝি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হন এবং বিটিভির প্রযোজনায় নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি বক্স-অফিস হিট করা "দুই জীবন", "নতুন বউ" এবং "পালাবি কোথায়" সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৪ সাল থেকে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেন। বাংলাদেশের মডেলিং জগৎ কে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তার অবদান অনস্বীকার্য।[৩] ২০১১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ 'শুধু একটাই পা'। এছাড়া তিনি ছবিও আঁকেন। বর্তমানে তিনি নাট্য পরিচালক হিসেবেও কাজ করছেন।[৪]

আফজাল-সুবর্ণা জুটি

১৯৮০-র দশকে বাংলাদেশের নাটকে সুবর্ণা-আফজাল জুটি বিশেষ দর্শকপ্রিয়তা লাভ করে। তাদের অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে “কুল নাই কিনার নাই”, “পারলে না রুমালি”, “জোহরা”, “ওহ দেবদুত”, “রক্তের আঙ্গুরলতা”, ইত্যাদি।[৪] ঢাকা থিয়েটারের হয়ে মঞ্চেও তারা জুটি হিসেবে দর্শকদের মন জয় করতে সক্ষম হন।[৪] তাদেরকে ছোট পর্দার চিরসবুজ জুটি বলা হয়। [৫]

ব্যক্তিগত জীবন

আফজাল হোসেন তানজিন হালিম মনাকে বিয়ে করেন। তাদের দুইজন পুত্র সন্তান রয়েছে।[৬]

চলচ্চিত্রের তালিকা

টেলিভিশন নাটক

সালশিরোনামপরিচালকসহশিল্পী
১৯৮৮বহুব্রীহিহুমায়ূন আহমেদলুৎফর নাহার লতা
চেহারা
হৃদয় থেকে পাওয়া
ভোকাট্টা
হঠাৎ বৃষ্টিফারিয়া হোসেনসাদিয়া ইসলাম মৌ, তারিন আহমেদ
১৯৯৫শুধু তোমার জন্যসুবর্ণা মোস্তফা
মন ময়ূরীশমী কায়সার
ভালোবাসা তোমার আমাররেহনুমা, শম্পা
সুখের ছাড়পত্রলুবনা আহমেদ
তুমি কি সেই মেয়েসাদিয়া ইসলাম মৌ, তারিন

চলচ্চিত্র

সালসিনেমাপরিচালকসহশিল্পী
দুই জীবনদিতি
নতুন বউ[৩]
পালাবি কোথায়শাবানা, সুবর্ণা মোস্তফা, চম্পা, হুমায়ুন ফরীদি
ঢাকা অ্যাটাক

ওয়েব ধারাবাহিক

বই

  • শুধু একটাই পা (কবিতা)
  • কোনো জোনাকি এ অন্ধকার চেনেনা (কবিতা)
  • বিরহকাল (উপন্যাস)
  • কানামাছি (উপন্যাস)
  • পারলেনা রুমকি (উপন্যাস)
  • কুসুম ও কীট (উপন্যাস)
  • মানস ভ্রমণ (ভ্রমণ রচনা)[৭]

পুরস্কার ও মনোনয়ন

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখবিভাগমনোনীত কর্মফলাফলসূত্র
২১ অক্টোবর ২০২৩শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতাবোধমনোনীত[৯]
শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পীরিফিউজিমনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী