আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

অত্র নিবন্ধটি আফগানিস্তান দলের আনুষ্ঠানিক আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণকারী ক্রিকেট অধিনায়কদের তালিকা সম্পর্কীয়। এতে টেস্ট ক্রিকেট, একদিনের আন্তর্জাতিক, আইসিসি ট্রফি ও অনূর্ধ্ব-১৯ দলের খেলা অন্তর্ভুক্ত রয়েছে। অত্র তালিকাটি ২০১৪ সালের আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপ পর্যন্ত সঠিক।

টেস্ট অধিনায়ক

টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি খেলায় অধিনায়কের দায়িত্ব পালনকারী আফগান ক্রিকেটারের তালিকা এটি। ক্রিকেটারের পার্শ্বে রক্ষিত প্রতীকের সাহায্যে অধিনায়ক ও তাদের দলে কমপক্ষে একটি খেলায় অংশগ্রহণ করাকে বোঝানো হয়েছে।[১]

আফগান টেস্ট অধিনায়ক
ক্রমিকনামসালপ্রতিপক্ষস্থানখেলাজয়পরাজয়ড্র
আসগর আফগান

২০১৭ভারতভারত
মোট
সর্বমোট

একদিনের আন্তর্জাতিক অধিনায়ক

১৯ এপ্রিল, ২০০৯ তারিখে আফগানিস্তান প্রথম ওডিআই খেলতে নামে।

আফগান ওডিআই অধিনায়ক
ক্রমিক নংনামসালখেলাজয়টাইপরাজয়ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯–২০১২২২১২-১০
করিম সাদিক২০১২-
মোহাম্মাদ নবী২০১৩-২০১৫২৮১৩-১৫
আসগর আফগান২০১৫–বর্তমান৪৩২৫-১৬
রশীদ খান২০১৮-
সর্বমোট৯২৪৬৪৪

টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক

১ ফেব্রুয়ারি, ২০১০ তারিখে আফগানিস্তান দল প্রথম টি২০আই খেলতে নামে।

আফগান টি২০আই অধিনায়ক
ক্রমিকনামসালখেলাজয়টাইপরাজয়ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯–২০১২১৩-
মোহাম্মাদ নবী২০১৩-২০১৫১২-
আসগর আফগান২০১৫–বর্তমান৩৮২৯-
সর্বমোট৬৩৪১-২২-

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব (আইসিসি ট্রফি)

২০০৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে আফগানিস্তানের অভিষেক ঘটে।

আফগানিস্তানের আইসিসি ট্রফি (আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব) অধিনায়ক
ক্রমিকনামসালখেলাজয়টাইপরাজয়ফলাফল হয়নি
নওরোজ মঙ্গল২০০৯১০
সর্বমোট১০--

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী