আতলেতিকো মাদ্রিদ

ফুটবল ক্লাব

ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ এসএডি (স্পেনীয় উচ্চারণ: [ˈkluβ aˈtletiko ðe maˈðɾið], ইংরেজি: Atlético Madrid; এছাড়াও আতলেতিকো মাদ্রিদ, আতলেতিকো অথবা শুধুমাত্র আতলেতি নামে পরিচিত) হচ্ছে মাদ্রিদ ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে।[৬] এই ক্লাবটি ১৯০৩ সালের ২৬শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আতলেতিকো মাদ্রিদ তাদের সকল হোম ম্যাচ মাদ্রিদের মেট্রোপলিটিনো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬৮,৪৫৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়েগো সিমেওনে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এনরিক কেরেজো। স্পেনীয় মধ্যমাঠের খেলোয়াড় কোকে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আতলেতিকো মাদ্রিদ
পূর্ণ নামক্লুব আতলেতিকো দে মাদ্রিদ
ডাকনাম
  • লস কলকোনেরস
  • লস রোজিব্ল্যাংকোস
  • লস ইন্দিওস
প্রতিষ্ঠিত২৬ এপ্রিল ১৯০৩; ১২১ বছর আগে (1903-04-26)
আতলেতিকো ক্লাব দে মাদ্রিদ নামে
মাঠমেত্রোপলিতানো স্টেডিয়াম, মাদ্রিদ
ধারণক্ষমতা৭০,৪৬০[১][১]
মালিকআতলেতিকো হোল্ডকো (৬৫.৯৮%)[২]
ইদন ওফের (৩৩%)[৩][৪][৫]
প্রেসিডেন্টস্পেন এনরিক কেরেজো
ম্যানেজারআর্জেন্টিনা দিয়েগো সিমেওনে
লিগলা লিগা
২০২২–২৩৩য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, আতলেতিকো মাদ্রিদ এপর্যন্ত ২৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১০টি লা লিগা, ১০টি কোপা দেল রে এবং ২টি স্পেনীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি উয়েফা ইউরোপা লিগ এবং ৩টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।[৭][৮]

খেলোয়াড়

বর্তমান দল

১২ আগস্ট ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৯]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নংঅবস্থানখেলোয়াড়
গো ইভো গ্রবিচ
হোসে হিমেনেজ (৩য় অধিনায়ক)
মানু সানচেজ
লুকাস তোরেইরা (আর্সেনাল থেকে ধারে)
কোকে (অধিনায়ক)
হোয়াও ফিলিক্স
সাউল
লুইস সুয়ারেজ
১০ আনহেল কোরেয়া
১১ থমাস লেমার
১২ রেনান লোদি
১৩গো ইয়ান ওব্লাক (সহ-অধিনায়ক)
নংঅবস্থানখেলোয়াড়
১৪ মার্কোস ইয়োরেন্তে
১৫ স্তেফান সাভিচ
১৬ এক্তর এরেরা
১৭ ইভান শাপোনিচ
১৮ ফেলিপে
১৯ দিয়েগো কস্তা
২০ ভিতোলো
২১ ইয়ানিক ফেরেইরা কারাস্কো
২২ মারিও এর্মোসো
২৩ কিরান ট্রিপিয়ার
২৪ শিমে ভ্রাসাইকো

ধারে অন্য দলে

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নংঅবস্থানখেলোয়াড়
-গো দিয়েগো কোন্দে (লেগানেসে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
-গো অ্যাক্সেল ভার্নার (অ্যাটলেটিকো স্যান লুইসে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- ফ্রান্সিস্কো মন্তেরো (বেশিক্তাশে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- নেহুয়েন পেরেজ (গ্রানাডায় ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- সান্তিয়াগো আরিয়াস (বায়ার ০৪ লেভারকুজেনে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- আন্দ্রেস সোলানো (বার্সেলোনা বিতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
নংঅবস্থানখেলোয়াড়
- রদ্রিগো রিকেল্মে (বোর্নমাউথে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- আলবারো মোরাতা (য়ুভেন্তাসে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- সেদ্রিক তেগিয়া (ওভিয়েদোতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- দারিও পোভেদা (হেতাফেতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- ভিক্টর মোয়েহো (হেতাফেতে ৩০ জুন ২০২১ পর্যন্ত)
- নিকোলাস ইবানিয়েজ (অ্যাটলেটিকো স্যান লুইসে ৩০ জুন ২০২১ পর্যন্ত)

অর্জন

ঘরোয়া

  • বিজয়ী (১০): ১৯৩৯–৪০, ১৯৪০–৪১, ১৯৪৯–৫০, ১৯৫০–৫১, ১৯৬৫–৬৬, ১৯৬৯–৭০, ১৯৭২–৭৩, ১৯৭৬–৭৭, ১৯৯৫–৯৬, ২০১৩–১৪
  • রানার-আপ (৮): ১৯৪৩–৪৪, ১৯৫৭–৫৮, ১৯৬০–৬১, ১৯৬২–৬৩, ১৯৬৪–৬৫, ১৯৭৩–৭৪, ১৯৮৪–৮৫, ১৯৯০–৯১
  • বিজয়ী (১০): ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬৪–৬৫, ১৯৭১–৭২, ১৯৭৫–৭৬, ১৯৮৪–৮৫, ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ১৯৯৫–৯৬, ২০১২–১৩
  • রানার-আপ (৯): ১৯২১, ১৯২৬, ১৯৫৬, ১৯৬৩–৬৪, ১৯৭৪–৭৫, ১৯৮৬–৮৭, ১৯৯৮–৯৯, ১৯৯৯–২০০০, ২০০৯–১০
  • বিজয়ী (২): ১৯৮৫, ২০১৪
  • রানার-আপ (৪): ১৯৯১, ১৯৯২, ১৯৯৬, ২০১৩
  • কোপা ডি চ্যাম্পিওনেস ডি এসপানা
  • বিজয়ী (১): ১৯৪০
  • বিজয়ী (১): ১৯৫১
  • রানার-আপ (১): ১৯৫০
  • কোপা প্রেসিদেন্তে এফইএফ
  • বিজয়ী (১): ১৯৪৭
  • সেঙ্গুয়া ডিভিশন
  • বিজয়ী (১): ২০০১–০২
    • রানার-আপ (২): ১৯৩২–৩৩, ১৯৩৩–৩৪
  • কোপা ডি লা লিগা
  • রানার-আপ (২): ১৯৮৩–৮৪, ১৯৮৪–৮৫

ইউরোপীয়

  • রানার-আপ (২): ১৯৭৩–৭৪, ২০১৩–১৪
  • বিজয়ী (২): ২০০৯–১০, ২০১১–১২
  • উয়েফা কাপ উইনারস কাপ
  • বিজয়ী (১): ১৯৬১–৬২
  • রানার-আপ (২): ১৯৬২–৬৩, ১৯৮৫–৮৬
  • বিজয়ী (২): ২০১০, ২০১২
  • উয়েফা ইন্টা্যাটোটো কাপ
  • বিজয়ী (১): ২০০৭
  • রানার-আপ (১): ২০০৪

মহাদেশীয়

  • ইন্টার কন্টিনেন্টাল কাপ
  • বিজয়ী (১): ১৯৪৭

আঞ্চলিক

  • ক্যাম্পেওনাতো রিজিওনাল সেন্ট্রো
  • বিজয়ী (৪): ১৯২০–২১, ১৯২৪–২৫, ১৯২৭–২৮, ১৯৩৯–৪০
  • কোপা ফেডারেশন সেন্ট্রো
  • বিজয়ী (১): ১৯৪১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী