আঞ্জুমান (১৯৯৫-এর চলচ্চিত্র)

১৯৯৫ সালের বাংলাদেশী চলচ্চিত্র

আঞ্জুমান হল ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন হাফিজউদ্দিন এবং কাহিনী ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাবনাজ এবং অন্যান্য শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন সালমান শাহ, শাহীন আলম, সংগীতা ও হুমায়ুন ফরীদি

আঞ্জুমান
আঞ্জুমান চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহাফিজউদ্দিন
রচয়িতাছটকু আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারহাফিজউদ্দিন
কাহিনিকারছটকু আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারসুবল দাস
চিত্রগ্রাহকআলমগীর খসরু
সম্পাদকমুজিবুর রহমান দুলু
প্রযোজনা
কোম্পানি
লায়ন মুভিজ লিঃ
পরিবেশকলায়ন মুভিজ লিঃ
মুক্তি
  • ১৮ আগস্ট ১৯৯৫ (1995-08-18)[১]
স্থিতিকাল১৫০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ১৯৯৫ সালের ১৮ই আগস্ট বাংলাদেশে মুক্তি পায়।

কুশীলব

এছাড়া আরও অপ্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজল, মিঠু, শেখর, চুন্নু, আমীর, ব্রুসলী, মাহবুব, আকবর, মকবুল, রানা, পারুল, আঁখি, রিনা, ও মুক্তা, এবং শিশু শিল্পী ভূমিকায় অভিনয় করেছেন তানি, পপি ও সীমা।

সঙ্গীত

আঞ্জুমান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার, মাসুদ করিম, মনিরুজ্জামান মনির ও মারুফ আহমেদ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, এন্ড্রু কিশোর, হানিফ মোহাম্মদ ও রীতা সেন।

গানের তালিকা

নং.শিরোনামসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এতো বড় দুনিয়াতে"সুবল দাসসাবিনা ইয়াসমিনরুনা লায়লা 
২."কে হবে জানি না"সুবল দাসএন্ড্রু কিশোর 
৩."টাকার এই খেলাতে"সুবল দাসএন্ড্রু কিশোর 
৪."তোমারই প্রেম পড়েছি আমি"সুবল দাসএন্ড্রু কিশোর ও রুনা লায়লা 
৫."আমি নীড় হারা সেই পাখি"সুবল দাসহানিফ মোহাম্মদ 

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী