আকিহিরো ইয়েনাগা

জাপানি ফুটবলার

আকিহিরো ইয়েনাগা (জাপানি: 家長 昭博, ইংরেজি: Akihiro Ienaga; জন্ম: ১৩ জুন ১৯৮৬) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

আকিহিরো ইয়েনাগা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1986-06-13) ১৩ জুন ১৯৮৬ (বয়স ৩৮)
জন্ম স্থানহিয়োগো, জাপান
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
মাঠে অবস্থানমধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাওয়াসাকি ফ্রোন্তালে
জার্সি নম্বর৪১
যুব পর্যায়
১৯৯৩–১৯৯৮নাগাওকাকিও সিনিয়র স্কুল
১৯৯৯–২০০৪গাম্বা ওসাকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৪–২০০৭গাম্বা ওসাকা৮৭(৫)
২০০৮–২০০৯ওইতা ত্রিনিতা৩০(১)
২০১০সেরেসো ওসাকা৩১(৪)
২০১১–২০১৩মায়োর্কা২৫(২)
২০১২উলসান হুন্দাই (ধার)১২(১)
২০১২–২০১৩→ গাম্বা ওসাকা (ধার)২৯(৬)
২০১৪–২০১৬ওমিয়া আর্দিয়া৯২(২৮)
২০১৭–কাওয়াসাকি ফ্রোন্তালে১৫২(২৮)
জাতীয় দল
২০০৫জাপান অনূর্ধ্ব-২০(০)
২০০৬–২০০৭জাপান অনূর্ধ্ব-২৩১০(১)
২০০৭–২০১১জাপান(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২০:১৮, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০:১৮, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০০৫ সালে, আকিহিরো জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৭ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

আকিহিরো ইয়েনাগা ১৯৮৬ সালের ১৩ই জুন তারিখে জাপানের হিয়োগোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

আকিহিরো জাপান অনূর্ধ্ব-২০ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন।[৩] জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৪ ম্যাচে অংশগ্রহণ করে ১টি গোল করেছেন।

২০০৭ সালের ২৪শে মার্চ তারিখে, ২০ বছর, ৯ মাস ও ১১ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী আকিহিরো পেরুর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় কেইতা সুজুকির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৫] ম্যাচে তিনি ১৬ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি জাপান ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে আকিহিরো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

আন্তর্জাতিক

২৭ মার্চ ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
জাপান২০০৭
২০১১
সর্বমোট

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী