অ্যালিস অ্যাডামস (১৯৩৫-এর চলচ্চিত্র)

অ্যালিস অ্যাডামস (ইংরেজি: Alice Adams) হল জর্জ স্টিভেন্স পরিচালিত ১৯৩৫ সালের মার্কিন প্রণয়ধর্মী চলচ্চিত্র। আরকেও পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেন প্যান্ড্রো এস. বারম্যান। বুথ টার্কিংটনের একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেন ডরোথি ইয়স্ট, মর্টিমার অফনার, ও জেন মারফিন। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ক্যাথরিন হেপবার্ন। ছবিটি ১৯০০-এর দশকের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মফস্বল শহরের এক তরুণীকে নিয়ে আবর্তিত, যেখানে দেখা যায় সে উচ্চবিত্ত শ্রেণির ভান করে তার দারিদ্রের বিষয়টি লুকিয়ে রেখে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে। ১৯৩৩ সালে হেপবার্নের অস্কার বিজয়ী কাজ মর্নিং গ্লোরি ও তার প্রশংসিত কাজ লিটল উইমেন-এর সফলতার পর তার জনপ্রিয়তা হ্রাস পেতে শুরু করেছিল, তখন অ্যালিস অ্যাডামস চরিত্রে তার কাজটি তাকে পুনরায় জনপ্রিয়তা পাইয়ে দেয়।[৩]

অ্যালিস অ্যাডামস
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
Alice Adams
পরিচালকজর্জ স্টিভেন্স
প্রযোজকপ্যান্ড্রো এস. বারম্যান
চিত্রনাট্যকার
  • ডরোথি ইয়স্ট
  • মর্টিমার অফনার
  • জেন মারফিন
উৎসবুথ টার্কিংটন কর্তৃক 
অ্যালিস অ্যাডামস
শ্রেষ্ঠাংশে
সুরকার
  • মাক্স স্টাইনার
  • রয় ওয়েব
চিত্রগ্রাহকরবার্ট ডি গ্রাস
সম্পাদকজেন লরিং
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৫ আগস্ট ১৯৩৫ (1935-08-15)[১]
স্থিতিকাল৯৯ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩৪২,০০০[২]
আয়$৭৭০,০০০[২]

চলচ্চিত্রটি ১৯৩৫ সালের ১৫ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। এটি শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।

কুশীলব

  • ক্যাথরিন হেপবার্ন - অ্যালিস অ্যাডামস
  • ফ্রেড ম্যাকমারি - আর্থার রাসেল
  • ফ্রেড স্টোন - মিস্টার অ্যাডামস
  • ইভলিন ভেনেবল - মিলড্রেড পালবার
  • ফ্র্যাঙ্ক অ্যালবার্টসন - ওয়াল্টার অ্যাডামস
  • অ্যান শোমেকার - মিসেস অ্যাডামস
  • চার্লস গ্রেপউইন - মিস্টার ল্যাম্ব
  • গ্রেডি সাটন - ফ্র্যাঙ্ক ডোলিং
  • হেডা হুপার - মিসেস পালমার
  • হ্যাটি ম্যাকড্যানিয়েল - মেলেনা
  • জোনাথন হেল - মিস্টার পালমার
  • জ্যানেট ম্যাকলিয়ড - হেনরিয়েটা ল্যাম্ব
  • ভার্জিনিয়া হাওয়েল - মিসেস ডোলিং
  • জেফি টিলবারি - মিসেস ড্রেসেল
  • এলা ম্যাকেঞ্জি - এলা ডোলিং

মূল্যায়ন

আয়

সিনেমা সার্কিট তাদের বক্স অফিস টিকেট বিক্রির প্রদর্শনের অংশ কেটে রাখার পর চলচ্চিত্রটি $১৬৪,০০০ আয় করে।[২]

পুরস্কার ও মনোনয়ন

অ্যালিস অ্যাডামস চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দুটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে। যদিও বেটি ডেভিস ডেঞ্জারাস চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার লাভ করেন, তিনি বলেন হেপবার্ন এই পুরস্কারের দাবীদার ছিলেন। হেপবার্ন দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন।[৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী