অ্যালান ডেভিডসন

অস্ট্রেলীয় ক্রিকেটার

অ্যালান কিথ ডেভিডসন, এএম, এমবিই (ইংরেজি: Alan Davidson; জন্ম: ১৪ জুন, ১৯২৯) নিউ সাউথ ওয়েলসের গসফোর্ড এলাকার লিসারোতে জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশক পর্যন্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলে প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলেন। দ্য ক্ল ডাকনামে পরিচিত অ্যালান ডেভিডসন নিচেরসারির কার্যকরী বামহাতি ব্যাটসম্যান ও বামহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শীতা দেখান।[১]

অ্যালান ডেভিডসন
২০১৪ সালের সংগৃহীত স্থিরচিত্রে অ্যালান ডেভিডসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
অ্যালান কিথ ডেভিডসন
জন্ম(১৯২৯-০৬-১৪)১৪ জুন ১৯২৯
লিসারো, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
মৃত্যু৩০ অক্টোবর ২০২১(2021-10-30) (বয়স ৯২)
ডাকনামদ্য ক্ল
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৯৫)
১১ জুন ১৯৫৩ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২০ ফেব্রুয়ারি ১৯৬৩ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৪৯-১৯৬৩নিউ সাউথ ওয়েলস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টএফসি
ম্যাচ সংখ্যা৪৪১৯৩
রানের সংখ্যা১,৩২৮৬,৮০৪
ব্যাটিং গড়২৪.৫৯৩২.৮৬
১০০/৫০০/৫৯/৩৬
সর্বোচ্চ রান৮০১২৯
বল করেছে১১,৫৮৭৩৭,৭০৪
উইকেট১৮৬৬৭২
বোলিং গড়২০.৫৩২০.৯০
ইনিংসে ৫ উইকেট১৪৩৩
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৭/৯৩৭/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং৪২/–১৬৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৯ জুলাই ২০১৭

খেলোয়াড়ী জীবন

ছয় ফুট উচ্চতাসম্পন্ন দীর্ঘদেহী ডেভিডসন দলের বোলিং উদ্বোধনে নামতেন। ব্যাটিংয়ে দীর্ঘ দূরত্ব অতিক্রমে ছক্কা হাঁকাতেন। ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশকের প্রথমদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান পেস আক্রমণে ভূমিকা রাখেন। ১৯৫০-এর দশকের শেষদিক থেকে তাকে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার হিসেবে গণ্য করা হতো। ধ্রুপদী বোলিং ভঙ্গীমা সহকারে শেষদিকে বলে সুইং করাতেন।[২]

তাকেসহ পাকিস্তানের ওয়াসিম আকরামকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেরা বামহাতি ফাস্ট বোলাররূপে বিবেচনা করা হয়।[৩] বলে নিয়ন্ত্রণ বজায় রেখে ওভারপ্রতি ২ রানেরও কম দেন।[৪] বিশ্বযুদ্ধ পরবর্তীকালে আরও দুইজন বোলার বোলিং গড়ে তার তুলনায় ভাল অবস্থানের রয়েছেন।[৫] এছাড়াও কাছাকাছি এলাকায় অবস্থান করে ক্যাচ নেয়া ও দূর থেকে বলকে পিচে আনার জন্যও খ্যাতি পেয়েছেন তিনি।[৬] ক্রিজের কাছাকাছি এলাকায় অবস্থান করে ক্যাচ নেযার কারণে তিনি ‘দ্য ক্ল’ ডাকনামে পরিচিতি পান।

সম্মাননা

১৯৫৩ সালের সংগৃহীত স্থিরচিত্রে অ্যালান ডেভিডসন

১৯৬২ সালে উইজডেন কর্তৃক বর্ষসেরা ক্রিকেটারের সম্মানে ভূষিত হন তিনি।[২] ১৯৬৪ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার[৭] ও ১৯৮৭ সালে অর্ডার অব অস্ট্রেলিয়া পদবী লাভ করেন।[৮] ১৯৮৮ সালে স্পোর্ট অস্ট্রেলিয়া হল অব ফেমে,[৯] ২০০৪ সালে অস্ট্রেলীয় ক্রিকেট হল অব ফেমে[১০] এবং ২০১১ সালে আইসিসি ক্রিকেট হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি।[১১] এছাড়াও, ২০০০ সালে অস্ট্রেলিয়ান স্পোর্ট মেডেল লাভ করেন।[১২]

টেস্টে অবদান

নির্দেশিকা: *–অপরাজিত

 ব্যাটিং[১৩]বোলিং[১৪]
প্রতিপক্ষখেলারানগড়সর্বোচ্চ১০০/৫০রানউইকেটগড়সেরা
ইংল্যান্ড২৫৭৫০২৪.১৯৭৭*০/৩১৯৯৬৮৪২৩.৭৬৬/৬৪
ভারত১০৯১৮.১৬৪১০/০৪৭৩৩০১৫.৭৬৭/৯৩
পাকিস্তান১৩০৩২.৫০৪৭০/০৩১৩১৪২২.৩৫৪/৪২
দক্ষিণ আফ্রিকা১২৭২১.১৬৬২০/১৪২৫২৫২৭.০০৬/৩৪
ওয়েস্ট ইন্ডিজ২১২৩০.২৮৮০০/১৬১২৩৩১৮.৫৪৬/৫৩
সর্বমোট৪৪১৩২৮২৪.৫৯৮০০/৫৩৮১৯১৮৬২০.৫৩৭/৯৩

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

গ্রন্থপঞ্জী

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী