অ্যালাইন ম্যাকম্যাহন

অভিনেত্রী

অ্যালাইন লাভিন ম্যাকম্যাহন[১] (৩ মে ১৮৯৯ - ১২ অক্টোবর ১৯৯১)[২] একজন মার্কিন অভিনেত্রী ছিলেন। ১৯২১ সালে মঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। তিনি ১৯৭৫ সালে অবসরে যাওয়ার পূর্ব পর্যন্ত চলচ্চিত্র ও টেলিভিশনে অসংখ্য কাজ করেছেন। তিনি ড্রাগন সিড (১৯৪৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

অ্যালাইন ম্যাকম্যাহন
Aline MacMahon
জন্ম
অ্যালাইন লাভিন ম্যাকম্যাহন

(১৮৯৯-০৫-০৩)৩ মে ১৮৯৯
মৃত্যুঅক্টোবর ১২, ১৯৯১(1991-10-12) (বয়স ৯২)
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
কর্মজীবন১৯২১-১৯৭৫
দাম্পত্য সঙ্গীক্লেরেন্স স্টেইন (বি. ১৯২৮; মৃ. ১৯৭৫)

প্রারম্ভিক জীবন

ম্যাকম্যাহন ১৮৯৯ সালের ৩রা মে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের ম্যাকিস্পোর্টে জন্মগ্রহণ করেন। তার পিতা উইলিয়াম মার্কাস ম্যাকম্যাহন ও মাতা জেনি (বিবাহপূর্ব সিমন)। তার পিতা এসোসিয়েটেড প্রেস ও মুনসি্‌স ম্যাগাজিনের সম্পাদক ছিলেন।[৩] তার পিতামাতা ১৮৯৮ সালের ১৪ই জুলাই ওহাইও অঙ্গরাজ্যের কলাম্বাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পিতা ১৯৩১ সালের ৬ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তার মাতা বেল সংগ্রাহক ছিলেন। তিনি ১৯৮৪ সালে ১০৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[৪]

কর্মজীবন

ম্যাকম্যাহন ১৯১৪ সালে পেশাদার কর্মজীবন শুরু করেন।[৫] ১৯২১ সালে দ্য মাদ্রাজ হাউজ নাটক দিয়ে তিনি ব্রডওয়ে মঞ্চে অভিনয় শুরু করেন।[৬] অন্য একটি সূত্র উল্লেখিত হয়েছে যে তার প্রথম ব্রডওয়ে নাটক ছিল ১৯২১ সালে দ্য মিরেজ[২] তার অভিনীত মোট ব্রডওয়ে মঞ্চনাটকের সংখ্যা ২৪।[৬] তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল প্রাক-কোড চলচ্চিত্র ফাইভ স্টার ফাইনাল (১৯৩১)।[৭] পরবর্তীকালে তিনি ব্রডওয়ে মঞ্চে ও হলিউড চলচ্চিত্রে পাশাপাশি অভিনয় করে যান।

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

ম্যাকম্যাহন ১৯২৮ সালের ২৮শে মার্চ স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ক্লেরেন্স স্টেইনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।[৮] স্টেইন রিজিওন্যাল প্ল্যানিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। বিবাহের পর দীর্ঘকাল ম্যাকম্যাহন লস অ্যাঞ্জেলেসে এবং স্টেইন নিউ ইয়র্ক সিটিতে বসবাস করতেন।[৯] স্টেইন ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। তারা নিঃসন্তান ছিলেন। ম্যাকম্যাহন ১৯৫০ সালে ইকুইটি লাইব্রেরি থিয়েটারের সভাপতি ছিলেন। তিনি কমিউনিটি থিয়েটারের জন্য মঞ্চনাটকের আয়োজন করতেন এবং দাতব্য কার্যক্রমে সক্রিয় ছিলেন।[১০]

ম্যাকম্যাহন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৯৯১ সালের ১২ই অক্টোবর ৯২ বছর বয়সে নিউ ইয়র্ক সিটিতে মৃত্যুবরণ করেন।[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী