অলিম্পিক স্টেডিয়াম

অলিম্পিক স্টেডিয়াম বলতে সাধারণতঃ কোন অলিম্পিক গেমসের আসরের প্রধান স্টেডিয়ামকে চিহ্নিতকরণের জন্য প্রদেয় নামবিশেষ। অলিম্পিক স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এ সকল স্টেডিয়ামের সবগুলো না হলেও অনেকগুলো স্টেডিয়ামেরই নামের শেষদিকে 'অলিম্পিক স্টেডিয়াম' শব্দদ্বয় উল্লেখ করা হয়। এছাড়াও স্বাগতিক দেশের অলিম্পিক গেমস আয়োজনকল্পে অলিম্পিক স্টেডিয়ামের নামকরণ 'বহুমুখী স্টেডিয়াম' হিসেবেও হতে পারে।[১]

গ্রীষ্মকালীন অলিম্পিকের ক্ষেত্রে অ্যাথলেটিক্স প্রতিযোগিতাগুলো ঐতিহ্যগতভাবে অলিম্পিক স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এর ব্যতিক্রম হিসেবে ১৯০০ ও ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসহ ২০১০ ও ২০১৮ সালের গ্রীষ্মকালীন যুব অলিম্পিক গেমসে ঘটেছে।

শুরুর দিককার শীতকালীন গেমসে প্রায়শঃই ফিগার স্কেটিংয়ে ব্যবহৃত মাঠগুলো প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হতো। ঐ মাঠগুলোকেই অলিম্পিক স্টেডিয়ামরূপে চিত্রিত করা হতো ও সচরাচর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হতো।

যে সকল শহরে একাধিকবার অলিম্পিক গেমসের আয়োজনের সুযোগ লাভ করেছে, ঐ সকল শহরের স্টেডিয়ামগুলোও একাধিকবার অলিম্পিক গেমস আয়োজন করতে পেরেছে।

লিজগার্ডসাকেনে শীতকালীন অলিম্পিক ও শীতকালীন যুব অলিম্পিক গেমসের (ওয়াইওজি) প্রধান স্টেডিয়াম ছিল। বার্গিসেলসাঞ্জ দুইবার শীতকালীন অলিম্পিক এবং একবার শীতকালীন ওয়াইওজি আয়োজনের প্রধান স্টেডিয়াম নির্বাচিত হবার সুযোগ পায়। দুইবার শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে অলিম্পিয়াহল যৌথভাবে বার্গিসেলসাঞ্জের সাথে অলিম্পিক স্টেডিয়ামের ভূমিকা লাভ করতে পেলেও শীতকালীন ওয়াইওজিতে ঐ সুযোগ লাভ করতে পারেনি। একমাত্র স্টেডিয়ামরূপে লস এঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম দুইটি গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়ামের মর্যাদা লাভ করতে পেরেছে। গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী আসরে প্যানাথিনাইকো স্ট্যাডিও প্রধান স্টেডিয়াম হিসেবে কেবলমাত্র ইন্টারকলেটেড গেমসের আসর বসেছিল। ২০২২ সালে বেইজিং জাতীয় স্টেডিয়ামও দুইবার অলিম্পিক ক্রীড়া আয়োজনের সুযোগ পাবে। পার্থক্য হিসেবে রয়েছে এতে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।

সংখ্যাগত দিক দিয়ে প্যানাথিনাইকো স্ট্যাডিও এবং ভেলোড্রোম দ্য ভিন্সেনেস ধারাবাহিকভাবে দুইবার অলিম্পিক আয়োজন করেছে। ২০১২ সালে লন্ডন অলিম্পিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়নি, যদিও এখানে ১৯৪৮ সালের অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। এর পরিবর্তে স্ট্রাটফোর্ডে নির্মিত একটি নতুন স্টেডিয়ামে গেমসের আয়োজন করা হয়। তাস্বত্ত্বেও ওয়েম্বলিতে ২০১২ অলিম্পিকের ফুটবল ম্যাচ খেলার মাঠ হিসেবে ব্যবহার করা হয়।

স্টেডিয়াম

চিত্রঅলিম্পিকআসরস্টেডিয়ামস্থানীয় নামশহরদেশনতুন/পুরনোধারণ ক্ষমতাব্যবহার?
১৮৯৬গ্রীষ্মকালীনপ্যানাথেনাইক স্টেডিয়ামΠαναθηναϊκό στάδιοএথেন্স  Greeceচলমান৮০,০০০হ্যাঁ
১৯০০গ্রীষ্মকালীনভিন্সেনেস ভেলোড্রোম (অনুষ্ঠান)Vélodrome de Vincennesপ্যারিস  Franceচলমান৫০,০০০হ্যাঁ
ক্রোইক্স-ক্যাটলান স্টেডিয়াম (অ্যাথলেটিক্স)Stade Criox-Catelabচলমাননা
১৯০৪গ্রীষ্মকালীনফ্রান্সিস ফিল্ডসেন্ট লুইস  United Statesনতুন১৯,০০০হ্যাঁ
১৯০৬ ইন্টারক্যালেটেডগ্রীষ্মকালীনপ্যানাথেনাইক স্টেডিয়ামΠαναθηναϊκό στάδιοএথেন্স  Greeceচলমান80,000হ্যাঁ
১৯০৮গ্রীষ্মকালীনহোয়াইট সিটি স্টেডিয়ামলন্ডন  United Kingdomনতুন৬৮,০০০না
১৯১২গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামStockholms Olympiastadionস্টকহোম  Swedenনতুন২০,০০০হ্যাঁ
১৯২০গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামOlympisch Stadionএন্টওয়ার্প  Belgiumনতুন১২,৭৭১হ্যাঁ
১৯২৪শীতকালীনঅলিম্পিক স্টেডিয়ামStade Olympique de Chamonixচামোনিক্স  Franceনতুন৪৫,০০০হ্যাঁ
১৯২৪গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামStade Olympique Yves-du-Manoirপ্যারিস  Franceচলমান৪৫,০০০হ্যাঁ
১৯২৮শীতকালীনSt. Moritz Olympic Ice RinkBadrutts Parkসেন্ট মরিৎজ   Switzerlandনতুন৪,০০০হ্যাঁ
১৯২৮গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামOlympisch Stadionআমস্টারডাম  Netherlandsচলমান, renovated৩১,৬০০হ্যাঁ
১৯৩২শীতকালীনLake Placid Speedskating Ovalলেক প্লাসিড  United Statesনতুন৭,৫০০হ্যাঁ
১৯৩২গ্রীষ্মকালীনLos Angeles Memorial Coliseumলস অ্যাঞ্জেলেস  United Statesচলমান/সম্প্রসারণ১,০১,৫৭৪হ্যাঁ
১৯৩৬শীতকালীনGroße OlympiaschanzeGarmisch-Partenkirchen  Germanyচলমান৪০,০০০হ্যাঁ
১৯৩৬গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামOlympiastadionবার্লিন  Germanyনতুন১,১০,০০০হ্যাঁ
১৯৪৮শীতকালীনSt. Moritz Olympic Ice Rinkবাডরাটস পার্কসেন্ট মরিৎজ   Switzerlandচলমানহ্যাঁ
১৯৪৮গ্রীষ্মকালীনওয়েম্বলি স্টেডিয়ামলন্ডন  United Kingdomচলমান৮২,০০০না (স্থানান্তরিত)
১৯৫২শীতকালীনBislett Stadionঅসলো  Norwayচলমান২০,০০০হ্যাঁ
১৯৫২গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামOlympiastadionহেলসিঙ্কি  Finlandচলমান৭০,০০০হ্যাঁ
১৯৫৬শীতকালীনস্ট্যাডিও অলিম্পিকো ডেল গিয়াচ্চিওCortina d'Ampezzo  Italyচলমান, renovated১২,০০০হ্যাঁ
১৯৫৬গ্রীষ্মকালীনমেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডমেলবোর্ন  Australiaচলমান১,০০,০০০হ্যাঁ
১৯৬০শীতকালীনব্লাইদ অ্যারিনাSquaw Valley  United Statesনতুন৮,৫০০না
Squaw Valley Olympic Skating Rinkনতুননা
১৯৬০গ্রীষ্মকালীনস্ট্যাডিও অলিম্পিকোরোম  Italyচলমান৯০,০০০হ্যাঁ
১৯৬৪শীতকালীনবার্গিসেলশ্যাঞ্জ (উদ্বোধনী অনুষ্ঠান)ইন্সব্রুক  Austriaচলমান২৬,০০০হ্যাঁ
অলিম্পিয়াহল (সমাপণী অনুষ্ঠান)নতুন১০,৮৩৬হ্যাঁ
১৯৬৪গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়াম国立霞ヶ丘陸上競技場টোকিও  Japanচলমান৭১,৫৫৬না (স্থানান্তরিত হচ্ছে)
১৯৬৮শীতকালীনঅলিম্পিক স্টেডিয়াম (উদ্বোধনী অনুষ্ঠান)Stade olympiqueগ্রীনোবল  Franceসাময়িক৬০,০০০না
লে স্ট্যাড দ্য গ্লেস (সমাপণী অনুষ্ঠান)নতুন১২,০০০হ্যাঁ
১৯৬৮গ্রীষ্মকালীনEstadio Olímpico Universitarioমেক্সিকো সিটি  Mexicoচলমান৮৩,৭০০হ্যাঁ
১৯৭২শীতকালীনমাকোমানাই ওপেন স্টেডিয়াম (উদ্বোধনী অনুষ্ঠান)真駒内屋外競技場সাপ্পোরো  Japanনতুন৩০,০০০হ্যাঁ
মাকোমানাই আইস অ্যারিনা (সমাপণী অনুষ্ঠান)真駒内屋内競技নতুন১১,৫০০হ্যাঁ
১৯৭২গ্রীষ্মকালীনঅলিম্পিয়াস্ট্যাডিওনমিউনিখ  West Germanyনতুন৮০,০০০হ্যাঁ
১৯৭৬শীতকালীনবার্গিসেলশাঞ্জ (উদ্বোধনী অনুষ্ঠান)ইন্সব্রুক  Austriaচলমান২৬,০০০হ্যাঁ
অলিম্পিয়াহল (সমাপণী অনুষ্ঠান)চলমান১০,৮৩৬হ্যাঁ
১৯৭৬গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামStade olympiqueমন্ট্রিয়ল  Canadaনতুন৭০,০০০হ্যাঁ
১৯৮০শীতকালীনলেক প্লাসিড ইকুয়েস্ট্রিয়ান স্টেডিয়াম (উদ্বোধনী অনুষ্ঠান)লেক প্লাসিড  United Statesইকুয়েস্ট্রিয়ান মাঠ হিসেবে সাময়িক স্টেডিয়াম৩০,০০০না
অলিম্পিক সেন্টার অ্যারিনা (সমাপণী অনুষ্ঠান)নতুন১০,০০০হ্যাঁ
১৯৮০গ্রীষ্মকালীনগ্র্যান্ড এরিনা অব দ্য সেন্ট্রাল লেনিন স্টেডিয়ামГранд Арена Центрального стадиона имени Ленинаমস্কো  Soviet Unionচলমান১,০৩,০০০হ্যাঁ
১৯৮৪শীতকালীনঅলিম্পিক স্টেডিয়াম (উদ্বোধনী অনুষ্ঠান)Olimpijski stadionসারায়েভো  Yugoslaviaচলমান৫০,০০০হ্যাঁ
জেত্রা অলিম্পিক হল (সমাপণী অনুষ্ঠান)Olimpijska dvorana Zetraনতুন১২,০০০হ্যাঁ
১৯৮৪গ্রীষ্মকালীনলস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামলস অ্যাঞ্জেলেস  United Statesচলমান৯২,৫১৬হ্যাঁ
১৯৮৮শীতকালীনম্যাকমোহন স্টেডিয়ামকালগারি  Canadaচলমান, renovated৩৮,২০৫হ্যাঁ
১৯৮৮গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়াম올림픽주경기장সিওল  South Koreaচলমান১,০০,০০০হ্যাঁ
১৯৯২শীতকালীনথিয়েটার অব সিরেমোনিসThéâtre des CérémoniesAlbertville  Franceসাময়িক৩৫,০০০না
১৯৯২গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামEstadi Olímpic de Montjuïc
Estadio Olímpico de Montjuïc
বার্সেলোনা  Spainচলমান৬০,০০০হ্যাঁ
১৯৯৪শীতকালীনলিসগার্ডসবাকেন স্কি জাম্পিং অ্যারিনাLysgårdsbakkene hoppanleggLillehammer  Norwayনতুন৩৫,০০০হ্যাঁ
১৯৯৬গ্রীষ্মকালীনসেন্টেনিয়াল অলিম্পিক স্টেডিয়ামআটলান্টা  United Statesনতুন৮৫,০০০হ্যাঁ[৩]
১৯৯৮শীতকালীননাগানো অলিম্পিক স্টেডিয়াম長野オリンピックスタジアムনাগানো  Japanনতুন৩০,০০০হ্যাঁ
২০০০গ্রীষ্মকালীনস্টেডিয়াম অস্ট্রেলিয়াসিডনি  Australiaনতুন১,১৪,৭১৪হ্যাঁ
২০০২শীতকালীনRice-Eccles Olympic StadiumSalt Lake City  United Statesচলমান, স্থানান্তরিত৪৫,০১৭হ্যাঁ
২০০৪গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামΟλυμπιακό Κεντρικό Στάδιο Αθήνας "Σπύρος Λούης"এথেন্স  Greeceচলমান, renovated৭১,০৩০হ্যাঁ
২০০৬শীতকালীনস্টেডিও অলিম্পিকো ডি তোরিনোতুরিন  Italyচলমান২৮,০০০হ্যাঁ
২০০৮গ্রীষ্মকালীনবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম国家体育场বেইজিং  Chinaনতুন৯১,০০০হ্যাঁ
২০১০শীতকালীনবিসি প্লেস স্টেডিয়ামভ্যানকুভার  Canadaচলমান, renovated৫৪,৫০০হ্যাঁ
২০১০ যুবগ্রীষ্মকালীনদ্য ফ্লোট@মেরিনা বেPentas Terapung Teluk Marina  Singaporeচলমান৩০,০০০হ্যাঁ
২০১২ যুবশীতকালীনবার্গিসেলশাঞ্জইন্সব্রুক  Austriaচলমান২৬,০০০হ্যাঁ
২০১২গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়ামলন্ডন  United Kingdomনতুন৮০,০০০হ্যাঁ
২০১৪শীতকালীনফিশ্ত অলিম্পিক স্টেডিয়ামОлимпийский стадионসোচি  Russiaনতুন৪০,০০০হ্যাঁ
২০১৪ যুবগ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়াম南京奥林匹克体育中心নানজিং  Chinaচলমান৬১,৪৪৩হ্যাঁ
২০১৬ যুবশীতকালীনলিসগার্ডসবাকেনে স্কি জাম্পিং অ্যারিনা (উদ্বোধনী অনুষ্ঠান)Lysgårdsbakkene hoppanleggলিলিহ্যামার  Norwayচলমান৩৫,০০০হ্যাঁ
হাকোন্স হল (সমাপণী অনুষ্ঠান)চলমান১১,৫০০হ্যাঁ
২০১৬গ্রীষ্মকালীনমারাকানা স্টেডিয়াম (উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠান, ফুটবল)Estádio do Maracanãরিও দি জেনেরিও  Brazilচলমান৭৮,৬০০[৪]হ্যাঁ
জোয়াও হ্যাভেলাঞ্জ অলিম্পিক স্টেডিয়াম (অ্যাথলেটিক্স ও ফুটবল)Estádio Olímpico João Havelangeচলমান/সম্প্রসারণ৬০,০০০[৫]হ্যাঁ
২০১৮শীতকালীনপিয়ংচ্যাং অলিম্পিক স্টেডিয়াম횡계 올림픽 파크পিয়ংচ্যাং  South Koreaঅস্থায়ী৫০,০০০এখনো তৈরি হয়নি
২০১৮ যুবগ্রীষ্মকালীনরিভার প্লেট স্টেডিয়ামEstadio Mounumentalবুয়েনোস আইরেস  Argentinaচলমান৬১,৩২১হ্যাঁ
২০২০ যুবশীতকালীনস্টেড পিয়ের দ্য কুবেরত্যাঁStade Pierre de Coubertinলোজান   Switzerlandচলমান১২,০০০হ্যাঁ
২০২০গ্রীষ্মকালীনঅলিম্পিক স্টেডিয়াম新国立競技場 (tentative name)টোকিও  Japanচলমান, স্থানান্তরিত৬০,০০০এখনো তৈরি হয়নি
২০২২শীতকালীনবেইজিং ন্যাশনাল স্টেডিয়াম国家体育场বেইজিং  Chinaচলমান৮০,০০০হ্যাঁ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী